পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার সমর্থনযোগ্য নয়। বাংলা ভাষার গুরুত্ব বুঝিয়ে এমন মন্তব্য করলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কথায়, শুধুমাত্র বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ অন্য জায়গায় গিয়ে অত্যাচারিত হলে, তা সমর্থনযোগ্য নয়। কর্মসূত্রে বিদেশেই থাকেন অমর্ত্য সেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার বীরভূমে নিজের বাড়ি 'প্রতীচী'তে ফিরেছেন তিনি। সেখানেই পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা বললেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর্ত্য সেন বলেন, "শুধু বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ যদি অন্য কোথাও হেনস্থার শিকার হন, তা কখনও সমর্থনযোগ্য নয়।" তিনি আরও বলেন, "বাঙালিদের উপর যদি অত্যাচার হয় বা অবহেলা করা হয়, তাতে আমাদের আপত্তি থাকবে। কিন্তু এটা শুধু বাঙালিদের বিষয় নয়। ভারতের যে কোনও নাগরিক যদি অন্য রাজ্যে গিয়ে অবহেলিত হন বা নির্যাতিত হন, আমাদের সেই ঘটনাতেও একই আপত্তি থাকবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন