'অপারেশন সিঁদুর'-এর সময় ছ'টি পাকিস্তানি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় এমন মন্তব্য করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। এর মধ্যে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং পাকিস্তানি সামরিক বাহিনীর একটি বড় বিমান। ভারত-পাক সংঘর্ষবিরতির পরে এত দিনে এই প্রথম এমন কোনও তথ্য প্রকাশ্যে আনল ভারতীয় বায়ুসেনা। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত কিছু জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি। কিন্তু ভারতের অভিযানের পরে পাকিস্তানি বাহিনী ভারতের উপর হামলা শুরু করে। এর জবাব দেয় ভারতে। ওই সংঘর্ষের আবহে অন্তত ছ-টি পাকিস্তানি বিমান ধ্বংস করেছে বায়ুসেনা। গত মে মাসে ওই সময়ে চার দিন ধরে সামরিক উত্তেজনা চলেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। শনিবার বেঙ্গালুরুতে 'অপারেশন সিঁদুর' প্রসঙ্গে মন্তব্যের সময় বায়ুসেনা প্রধান বলেন, "অন্তত পাঁচটি যুদ্ধবিমান আমরা নিশ্চিত ভাবে ধ্বংস করেছি। এ ছাড়া একটি বড় (সামরিক) বিমান রয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা করা হয়েছিল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন