২০২১-এর বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। তখন বাংলার রাজনীতির ময়দানে তারা ছিল নব্য।
নির্বাচনে কংগ্রেস ও সিপিএম কোনও আসন না পেলেও উল্লেখযোগ্যভাবে আসন পেয়ে যায় আইএসএফ। বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। এবার আরও একটা বিধানসভা নির্বাচন আসন্ন। আর তার আগেই সিপিএমের কাছে গেল নওশাদের চিঠি। সময়ের দাবি মেনে দ্রুত হোক জোট। এমন আর্জি জানিয়েই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখলেন আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এর আগে ২০২১ সালে বাম, কংগ্রেস ও আইএসএফের জোট হয়েছিল। তার পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। এবারও সেই একইভাবে তৃণমূল ও বিজেপি বিরোধী জোট তৈরির কথা বলেছেন নওশাদ। সেই জোটে এবার আরও কিছু সামাজিক সংগঠনের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন নওশাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন