চলতি মাসে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়ে যাবে। এমনটাই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এব্যাপারে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানিয়েছেন, "২৮ আগস্টের মধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আশা করছি, এর মধ্যে সব উপাচার্য নিয়োগ হয়ে যাবে।" এর পাশাপাশি জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ মুখ খুলেছেন ব্রাত্য। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, "জয়েন্ট ফল প্রকাশ দ্রুত করার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাই কোর্ট তা নিয়ে নতুন করে মামলা করতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। যাই হোক, আইনি জট ছাড়িয়ে দ্রুত জয়েন্টের ফল প্রকাশ করা হবে।" উল্লেখ্য, বাকি থাকা ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য চূড়ান্ত করতে আগামী ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট কলকাতায় বৈঠক করতে চলেছেন ইউ ইউ ললিতের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন