বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার বারাসতে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন,"শুভেন্দু'র সঙ্গে আমার সম্পর্ক ভালো। ও কিন্তু আমায় খুব ভালোবাসে। আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন লোক সেটা ও নিজেই আমাকে বলেছে। এটা হয়তো অনেকেই জানে না।" শাসকদলের বিধায়কের মুখ থেকে বিরোধী দলনেতার গুণগান রাজ্য রাজনীতিতে বিরল। কিন্তু হঠাৎ কেন তৃণমূলের তারকা বিধায়ক বিরোধী দলনেতার প্রশংসা করতে গেলেন, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন