এদিন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে পড়ল ৩৫ জনেরও বেশি। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। অসুস্থ হওয়ার পরপরই তাদের সকলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী।হাসপাতাল সূত্রে খবর, রেড রোডের কুচকাওয়াজে যে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রত্যেকের ডি হাইড্রেশন হয়ে গিয়েছিল। জরুরি ভিত্তিতে প্রত্যেকের চিকিৎসা চলছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে তাদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন