টেস্ট ক্রিকেটের জন্য দেশগুলি দেউলিয়া হয়ে যাবে! এমন বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। দিনকয়েক পরেই ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকেন সমস্ত ক্রিকেট দুনিয়া। কিন্তু টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক সুর অজি ক্রিকেট কর্তার গলায়। মাসখানেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই শোনা যায়, বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে। টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছরদুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন