বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া। বৃহস্পতিবারও উপকূলীয় দুই জেলা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহভর কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।গোটা সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন