আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তা সত্যি করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে গেল গত ২৪ ঘণ্টায়। রেকর্ড বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে। ২১০.৪০.মিলিমিটার। হাসিমারাতেও সেই একই চিত্র। ১০৪.০৭ মিলিমিটার। সব নদীতে জল বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে কালজানি নদীতে জারি হলুদ সতর্কতা। শিলিগুড়িতে প্রবল বৃষ্টি। অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। আকাশ যেন ভেঙে পড়েছে। অবিশ্রান্ত ধারায় বৃষ্টিতে নাজেহাল শহর। বিধান মার্কেটের রাস্তায় জমে গিয়েছে জল। ঢুকে যাচ্ছে দোকানের ভেতরে! জোড়াপানি নদীর জল বেড়ে অনেক বাড়িতে নাকি জল ঢুকে গিয়েছে। উত্তরবঙ্গের এই অবস্থা হলেও ভাল নেই দক্ষিণবঙ্গ। এরইমধ্যে এবার নিম্নচাপের জন্ম। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন