সংবিধান সংশোধনী বিলের হয়ে সওয়াল করতে গিয়েও দমদমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিয়োগ, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের উদাহরণ দিয়ে তৃণমূলকে দুর্নীতিবাজদের পক্ষে বলেও সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূল সাংসদরা দিল্লিতে কেন সংবিধান সংশোধনী বিল ছিঁড়লেন, তা নিয়েও শাসক দলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।কেন্দ্রের প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিলে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল সহ বিরোধী দলগুলি। এই বিল আইনে পরিণত হল গ্রেফতারির তিরিশ দিনের মধ্যে জামিন না পেলে পদ ছাড়তে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের আরও হয়রান করতেই কেন্দ্র এই বিল এনেছে বলে সরব হয়েছে বিরোধীরা। এ দিন বিহারের পর বাংলায় এসেও বিল নিয়ে পাল্টা বিরোধীদের আক্রমণ করেন মোদি। দমদমের সভা থেকে তৃণমূলের দুর্নীতির পাল্টা অভিযোগে সরব হন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন