অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত এই মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি বিআর গবই। এক মাস পর নির্ধারিত দিনেই ওই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। পরে জানা যায়, শুনানি এক মাস পিছিয়ে গিয়েছে। এর পরেই ওবিসি জট নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে। একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাই কোর্ট। যার জেরে দ্রুত এই মামলার শুনানি করা হোক। রাজ্যের আইনজীবীর আর্জি ছিল, আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলার শুনানি করা হোক। কিন্তু সেই আর্জি শোনেননি প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, ওই মামলা তালিকা থেকে বাদ যাবে না। নতুন করে তালিকাও তৈরি করা হবে না। অর্থাৎ, নির্দিষ্ট দিনেই ওই মামলা শুনানির জন্য উঠবে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন