বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না! দেখতে দেখতে শ্রাবণ মাসের বাইশটি দিন হয়ে গেল। প্রতিদিনই বৃষ্টি তার দাপুটে উপস্থিতি জানান দিয়েছে বঙ্গজুড়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির ঝাপটা বেশি। কারণ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থিত। ফলে ভিজছে পাহাড়।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা ফিরোজপুর, চণ্ডীগড় হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ হয়ে আরও এগিয়েছে এবং উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৪ কিলোমিটার ওপরে রয়েছে। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর ফলে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন