অবসরের প্রায় ১০ বছর পর মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরেন্দ্র সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটারের অভিযোগ, এক দিনের ক্রিকেট থেকে তাঁকে অবসর নিতে বাধ্য করেছিলেন মাহি। সচিন তেন্ডুলকর পাশে না থাকলে কয়েক বছর আগে খেলা ছাড়তে হত তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দিনের ক্রিকেট থেকে অবসরের কথা বলেছেন সহবাগ। তিনি বলেছেন, ‘'২০০৭-০৮ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম তিনটে ম্যাচ খেলেছিলাম। তার পর ধোনি আমাকে বাদ দিয়ে দেয়। তার পর বেশ কয়েকটা ম্যাচে আমাকে খেলানো হয়নি। একটা সময় মনে হল, আমাকে বোধহয় আর প্রথম একাদশে রাখা হবে না। ওই পরিস্থিতির পর আর এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাইনি।' এর পরে সহবাগ আরও বলেছেন, 'আমি সচিন তেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। সচিন আমাকে বলে, " এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মরসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিবি না। নিজেকে সময় দে। দু-একটা সিরিজ় দেখ না। তার পর সিদ্ধান্ত নিস।' পরের সিরিজ়ে আবার সুযোগ পেয়েছিলাম। প্রচুর রান করেছিলাম। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য হই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন