চার অফিসারকেই সাসপেন্ড করল রাজ্য। এর পাশাপাশি বিভাগীয় তদন্তও হবে। এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনকে।
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ড করল রাজ্য। এই চার সরকারি আধিকারিক এর বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রাখার অভিযোগ উঠেছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছিল এই চার সরকারি আধিকারিক কে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তবে, এই চার সরকারি আধিকারিক এর বিরুদ্ধে এফআইআর করা নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও তাদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। এর সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন