ফের বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর সিনেমাকে কেন্দ্র করে। এবার খাস কলকাতায় তাঁর আপকামিং সিনেমা 'দ্য বেঙ্গস ফাইলস' ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ঘিরে এই ঝামেলার সূত্রপাত। পরিচালকের অভিযোগ, রাজনৈতিক কারণে ট্রেলার দেখানো হয়নি। কলকাতায় আসন্ন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন। এই পরিচালকের অভিযোগ, 'দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চের সময় বাধা দেওয়া হয়। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার। এতবড় সেটআপ করা হয়েছে। বিপুল খরচা হয়েছে। মঞ্চে পরিচালক মাইক হাতে অভিযোগ করেন, "লাস্ট মিনিটে তাঁরা বলছে, এই ট্রেলার চালানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কী হচ্ছে এখানে। আমরা সবরকম অনুমতি নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের চোখের সামনে সবকিছু হচ্ছে। প্রথমে থিয়েটারে ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল করা হয়, এরপর হোটেলে। বুঝতেই পারছেন বাংলার কী অবস্থা।
শাসক দল কী ভয় পাচ্ছে ভোটের আগে এমন ট্রেলার আসলে তাদের সমস্যা হবে ?"মূলত, ই এম বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ অনুষ্ঠানের সময় কন্ট্রোল প্যানেলে হোটেলের দুই আধিকারিক উপস্থিত হন। তারপর আচমকাই ট্রেলার চলতে চলতে সেই ভিডিয়ো বন্ধ হয়ে যায়। এরপর সমস্যা সমাধানে বিবেক-পল্লবী হোটেল আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরিচালকের অভিযোগ, জায়েন্ট স্ক্রিনের তার কেটে দেওয়া হয়েছিল। হোটেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ট্রেলার লঞ্চে কোনও বাধা দেওয়া হয়নি। ইতিমধ্যেই কলকাতা পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে যে ল্যাপটপ থেকে ট্রেলার চালানো হচ্ছিল তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন পুলিশ আধিকারিকদের সামনে তীব্র ক্ষোভে ফেটে পড়েন পরিচালক বিবেক। তিনি প্রশ্ন তোলেন, "এত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। আমরা কি চোর ? কেন অনুষ্ঠান সকালে বন্ধ করা হয়নি ? কেন একজন পরিচালকের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হচ্ছে ? শো চলাকালীন কেন তা বন্ধ করা হয়েছে ?" এরপরেই তিনি জোর গলায় জানান, রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে পুলিশ এখানে এই কাজ করেছে। যদিও পুলিশ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তাঁরা কথা বলবেন না। সিনিয়র আধিকারিকরা কথা বলবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন