শনিবার ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'। বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকারের আদলে শুরু হওয়া এই প্রকল্প সফল করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার। শনিবার থেকেই প্রতি তিনটি বুথ নিয়ে একটি করে শিবির আয়োজন করবে স্থানীয় প্রশাসন। কিছু দিন আগেই এই প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির অধীনে ১৫টি কাজকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। নবান্নের পক্ষ থেকে রাস্তা মেরামতির কাজকেও এই কর্মসূচির অধীনে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ, এলাকায় এলাকায় রাস্তার আলো, বুথে বুথে শৌচাগার, আইসিডিএস কেন্দ্র গুলির পরিকাঠামোর মান উন্নয়ন, প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো সংক্রান্ত সমস্যার সমাধান, পুকুর ও জলাশয় গুলির সৌন্দর্যায়ন ও ঘাট গুলির সংস্কার, বাজারগুলির পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক কাজ করার কথা অগ্রাধিকার হিসেবে বলা হয়েছে। ইতিমধ্যেই বুথ ভিত্তিক ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৮ হাজার কোটি টাকার ও বেশি টাকা এই প্রকল্পে অধীনে বরাদ্দ করা হয়েছে। এই ১৫ টি কাজের পাশাপাশি অন্য কোন অভিযোগ এলেও তারও নিষ্পত্তি করতে হবে বলো জানানো হয়েছে নবান্নের তরফে নির্দেশিকায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন