বৃষ্টি এবার বিরতির পথে ! টানা মেঘাচ্ছন্ন আকাশে এবার রোদের দেখা মিলতে পারে। বর্ষার এই পর্বে কমতে চলেছে বৃষ্টির দাপট। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে বৃষ্টির দাপ।। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের বেশ কিছু জেলায় বিশেষত উত্তরের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার ওপরে অবস্থিত অক্ষরেখাটি উত্তর-পশ্চিম বিহার থেকে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, করনাল, মোরাদাবাদ, খেড়ি, জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশের হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই তিনের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের চারটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন