শুভমান গিলের কেরিয়ারে যুবরাজ সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনেকেই জানেন। বছর কয়েক আগে পাঞ্জাবে খেলার সময় গিলকে বিশেষ ক্লাস নিতেন যুবরাজ। ফলে ইংল্যান্ড সিরিজে ছাত্রের দাপট তৃপ্তি দিয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজকে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর ছাত্রের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে খুশি। আইসিসি'কে যুবরাজ বলেন, "বিদেশের মাটিতে ওর রেকর্ড নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু দেখুন, অধিনায়ক হিসেবে চারটি টেস্ট সেঞ্চুরি করেছে ইংল্যান্ডে। দায়িত্ব পেয়ে ও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, তা অবিশ্বাস্য। ওর জন্য খুবই গর্ব হচ্ছে। ইংল্যান্ডে গিয়ে নিজেকে প্রমাণ করা অত সহজ নয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন