সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। এর পর আগামী বছরে ভোট রয়েছে বাংলাতেও। সেই নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের।
এবার থেকে শুধুমাত্র দলের নাম ও দলীয় প্রতীক নয়, থাকবে প্রার্থীদের ছবিও। কাকে ভোট দিচ্ছেন, প্রার্থীর ছবি দেখে নিশ্চিত হতে পারবেন ভোটাররা।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ, ১৭ সেপ্টেম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি। প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত।
কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে। একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না।
সরকারি বা আধা-সরকারি প্রেসেই ইভিএম ব্যালট পেপার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন থেকেই এই নয়া নির্দেশ লাগু হবে বলে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সব রাজ্যগুলিকে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের থেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন