তবে এই রহস্যমৃত্যুর ঘটনাকে সামনে রেখে বাম ও অতিবামেদের নিশানা করলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কিন্তু যাদবপুর যাদবপুরই রয়েছে। এসএফআই, সিপিএম ও অতিবামেরা যাদবপুরকে শেষ করে দিল। একটার পর একটা ঘটনা শুধু যাদবপুরেই হয়। আসলে বামপন্থীরা যেখানেই থাকে, সেখানেই কিছু না কিছু ঝামেলা হয়। এরা জীবনে কোনোদিন গঠনমূলক কাজ করতে পারেনি। ধ্বংসাত্মক কাজই করেছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন