শূন্যের গেরো কাটিয়ে ঘুরে দাঁড়াতে 'বাংলা বাঁচাও যাত্রা'য় গ্রামবাংলা চষে বেড়ানোই প্রধান লক্ষ্য সিপিআই(এম)এর। পদযাত্রা, বাইক মিছিল, জেলার সংস্কৃতিকে তুলে ধরা- এসবের লক্ষ্য একটাই, জনসংযোগ ও দলের কর্মী-সমর্থকদের ছাব্বিশের ভোটের আগে চাঙ্গা করা। এর পাশাপাশি জানান দেওয়া পার্টির অস্তিত্ব। সেই লক্ষ্যেই স্থানীয় থেকে রাজ্যভিত্তিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শনিবার থেকে শুরু হল সিপিএমের 'বাংলা বাঁচাও যাত্রা'। কোচবিহারের তুফানগঞ্জ থেকে 'বাংলা বাঁচাও যাত্রা' পথে এগোচ্ছে সিপিআই(এম)।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন