দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রধান কোচ ও নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিসিসিআই কর্তারা। কয়েকটি বিষয়ে দু'জনের জবাব চাইছে বোর্ড। 'স্পোর্টস্টার' একটি রিপোর্টে এই খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাইপুরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীর ও আগরকরকে বৈঠকে যোগ দিতে হবে। সেখানে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিংহ ভাটিয়া থাকবেন। বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা জানা যায়নি। সে দিনই খেলা থাকায় রোহিত ও বিরাটের সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন