বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। নির্ঘণ্টও অনেক দূরে। সে সবের আগে নিজের নতুন দল 'জনতা উন্নয়ন পার্টি' (জেইউপি)-র প্রতিষ্ঠা দিবসেই আংশিক প্রার্থিতালিকা ঘোষণা করে দিলেন হুমায়ুন কবীর। আজ, সোমবার দুপুরে নয়া দলের উদ্বোধন করেই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়কের হুঙ্কার, "আগামী বিধানসভা ভোটেই মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্যে নামিয়ে আনব।" এর পাশাপাশিই, তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ে।সোমবার দলের নাম ঘোষণার দিন মোট ১০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম বলেছেন হুমায়ুন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন