একটি মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল-এর ‘ভিটি-এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।
লিয়ারজেট ৪৫ মডেলের বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছিল। জানা যাচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ানের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লিয়ারজেট ৪৫ বিমান। সেটিতেও অবতরণের সময়েই দুর্ঘটনা ঘটেছিল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন