ব্রিগেডে হুমায়ুন কবীরের দল জনতা উন্নয়ন পার্টিকে সভা করার অনুমতিই দিল না ভারতীয় সেনা। শুক্রবার অনুমতি চাইতে সেনার দফতরে গিয়েছিলেন হুমায়ুনেরা। কিন্তু তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
যদিও মুর্শিদাবাদেই বিশাল জমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন খোদ হুমায়ুন। ১০ লক্ষ মানুষ নিয়ে ওই জমায়েত হবে বলে দাবি করেছেন তিনি। গত মাসে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন। ব্রিগে়ডে সভা করার কথাও জানান। কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতীয় সেনাবাহিনীর অধীনে রয়েছে। সেখানে সভার জন্য সেনার অনুমতি প্রয়োজন হয়। হুমায়ুনদের দাবি, সেনার তরফে তাঁদের শুক্রবার দেখা করতে বলা হয়েছিল। কিন্তু সেনা জানিয়ে দিয়েছে, ব্রিগেডে কোনও রাজনৈতিক দলকেই সভার অনুমতি আর দেওয়া হবে না।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন