ছাব্বিশের নির্বাচন ঘিরে সম্ভবত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ বিজেপি। তাই কি আবার দলের অন্দরে চলছে দিলীপ ঘোষকে 'কাজে' লাগানোর পরিকল্পনা? নতুন রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই অবশ্য জানিয়েছিলেন, নতুন-পুরনো সবাইে নিয়েই কাজ করবেন তিনি। দিলীপ ঘোষও গিয়েছিলেন সল্টলেকের অফিসে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে। তাঁর মুখে বরাবরের মতই ছিল দলের হয়ে কাজ করার অঙ্গীকার। ছাব্বিশে এবার কি তবে দু-য়ে দু-য়ে চার হচ্ছে?

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন