ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমালের ছবি সামনে এসেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন চাইলেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। এর জন্য তাদের কারও সঙ্গে আলোচনার প্রয়োজন নেই।
আজ, শুক্রবার নেতাজি-জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এলগিন রোডে নেতাজি ভবন পর্যন্ত ওই মিছিল হয়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শুভেন্দু অধিকারী।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন