দুরন্ত ফর্মে রয়েছেন ‘অধিনায়ক’ বৈভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে সে ভেঙেছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।
এবার তৃতীয় ওয়ানডেতেও ঝড়ো ব্যাটিং করল সে। বুধবার ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে সে। যদিও তার আগে পঞ্চাশ করে ‘পুষ্পা’ সেলিব্রেশন নজর কেড়েছে সকলের। বলা যায়, তার এক চালে ফের জব্দ হয়ে গেল প্রতিপক্ষ। আয়ুষ মাত্রে না থাকায় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছে বৈভব। প্রথম ওয়ানডেতে বৈভব রান না পেলেও জেতে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৪৫ রানের জবাবে শুরু হয় বৈভবের তাণ্ডব। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে সে। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। যা ভেঙে দেয় বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও একটি চার। ম্যাচও জেতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। আর এবার ২৪ বলে হাফসেঞ্চুরি করে সে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন