উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল হাই কোর্ট। বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় আপাতত স্বস্তি পেয়েছিল রাজ্য। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই উচ্চ আদালতের অন্য একটি রায়ে বড়সড় ধাক্কা খেল রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে।
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
অশিক্ষক কর্মীদের দিতে হবে বয়সের ছাড়; নির্দেশ আদালতের
অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর সঙ্গে বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট।। ‘দাগি’ নয় এমন প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, নির্দেশ দিল কোর্টের। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়েসে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী নিয়োগে তাঁদের বয়সে ছাড় দিতে হবে। এ দিন, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, দাগিদের জন্যই এই সব কর্মীরা চাকরি পাননি এমনটা হতেই পারে। সেই কারণে, দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কারা-কারা দাগি নন, তাঁদের লিস্ট বের করারও নির্দেশ দেন বিচারপতি।
ফের 'বিরাট' দাপট!
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আবারও দেখা মিলল ‘বিরাট’ দাপট । রাঁচির পর এবার ছত্তিসগড়ের রায়পুর। বিরাটের চওড়া ব্যাটে এল আরও একটা শতরান। একদিনের ক্রিকেটে ৫৩তম শতরান নিজের নামে করলেন তিনি। ৯০ বলে ১০০ রান করলেন তিনি। এর পাশাপাশি এই ম্যাচে ভাল খেললেন তিন নম্বরে নামা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৭৭ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি।
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহালে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী!
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "খুব ভালো হয়েছে।
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
গুরুতর অসুস্থ খালেদা জিয়া; সাহায্যের আশ্বাস মোদির
বাংলাদেশের বিএনপি দলের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোমবার রাতে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় খালেদার।
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
SSC পরীক্ষায় দাগি শিক্ষাকর্মী; তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন পরীক্ষা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরে। এই পরীক্ষায় দাগিরা অংশ নিয়েছে বলে আগেই অভিযোগ উঠেছে। সোমবার সকালে এসএসসিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি 'দাগি' প্রার্থীদের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
গম্ভীর-আগরকরকে তলব বোর্ডের!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রধান কোচ ও নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিসিসিআই কর্তারা। কয়েকটি বিষয়ে দু'জনের জবাব চাইছে বোর্ড। 'স্পোর্টস্টার' একটি রিপোর্টে এই খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাইপুরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীর ও আগরকরকে বৈঠকে যোগ দিতে হবে। সেখানে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিংহ ভাটিয়া থাকবেন। বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা জানা যায়নি। সে দিনই খেলা থাকায় রোহিত ও বিরাটের সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম।






