Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা!

 ১২:২১ PM     kolkata     No comments   

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। সোমবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হবে। বাংলার উপরে থাকা মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে এই রাজ্যে। যার প্রভাবে কলকাতায় শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার না হলেও ফের সোমবার বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতায়।দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম, বর্ধমান এবং বীরভূম জেলায়। এইসব জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে, এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বস্তি রাজ্যের; ফল প্রকাশে আপাতত বাধা রইল না

 ১১:৫৪ AM     kolkata     No comments   


জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ এই নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে আপাতত কোনও বাধা রইল না। গত ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল।

কিন্তু অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত জটিলতার কারণে জয়েন্টের ফলপ্রকাশ আটকে জায়। ইতিমধ্যে তৈরি হওয়া মেধাতালিকা বাতিল করে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ। বিচারপতি চন্দের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের সওয়াল, "অবিশ্বাসযোগ্য! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ।" রাজ্যের আইনজীবীদের প্রশ্ন, "কী ভাবে এটা করা যায়?"
আদালত সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলাটি জুড়ে ছিল। তবে রাজ্যের তরফে জয়েন্টের ফলসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতেই হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য!

 ৯:৩৯ PM     kolkata     No comments   

চার অফিসারকেই সাসপেন্ড করল রাজ্য। এর পাশাপাশি বিভাগীয় তদন্তও হবে। এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনকে।

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ড করল রাজ্য। এই চার সরকারি আধিকারিক এর বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রাখার অভিযোগ উঠেছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছিল এই চার সরকারি আধিকারিক কে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তবে, এই চার সরকারি আধিকারিক এর বিরুদ্ধে এফআইআর করা নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও তাদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। এর সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভারত-পাক ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক!

 ৮:১৭ PM     Sports     No comments   

ভারত-পাক ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুমোদন করবে না ভারত।

তবে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের ক্রিকেট দলকে ছাড়পত্র দেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর থেকেই দেশবাসীর দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় ভারতের। কিন্তু বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা বন্ধ করছে না ক্রীড়ামন্ত্রক। আগামী ১৪ সেপ্টেম্বর ক্রিকেটের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচ বয়কট করুক মেন ইন ব্লু, এমন দাবিতে সুর চড়িয়েছেন আমজনতা থেকে সেলেব্রিটিদের অনেকেই। কিন্তু বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রক সূত্রে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি ভারত সার্বিকভাবে যে মনোভাব পোষণ করে, খেলার ক্ষেত্রেও সেটাই করা হবে। পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানে গিয়ে ভারতের কোনও দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। পাক ক্রীড়াবিদদেরও দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর; রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে

 ৪:০০ PM     kolkata     No comments   


এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে 'যোগ্য' চাকরিপ্রার্থীদের jজন্য ভাল খবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাঁদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন অনেক শিক্ষক। তাই সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন 'যোগ্য'চাকরিপ্রার্থীরা।

বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায়, শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকী চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতিদের এই মন্তব্যে স্বভাবতই খানিকটা স্বস্তিতে চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি' বলে অভিহিত করে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। রাতারাতি চাকরি থেকে বাদ পড়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেইমতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মোদির সভা থেকে আবারও ব্রাত্য; কী বললেন দিলীপ ঘোষ

 ১:০৮ PM     kolkata     No comments   

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ব্রাত্য হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামিকাল শুক্রবার দমদমে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা।

কিন্তু সেখানে নাম নেই বিজেপির এক সময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষের। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে-তাহলে কি বিজেপির রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষকে এখনও একঘরে করে রাখা হচ্ছে? প্রধানমন্ত্রীর সভায় পরপর তিনবার ডাক পাননি দিলীপ ঘোষ। এর আগে গত ১৮ জুলাই দুর্গাপুরে অনুষ্ঠিত সভাতেও তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও পরে স্থানীয় কর্মীরা তাঁকে ডাকলেও, অভিমানে শেষমেশ সেই সভায় উপস্থিত হননি প্রাক্তন রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রীর সভাতে যাওয়া নিয়ে তিনি বলেন, "আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি, নাও যেতে পারি।আমি কোথায় যাব, আমিই ঠিক করব।" দলীয় সূত্রে খবর, এর মাধ্যমে তিনি কার্যত বোঝাতে চেয়েছেন যে, আমন্ত্রণ না পেলেও দলীয় কর্মসূচিতে তাঁর উপস্থিতি তাঁর নিজের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আচমকা শ্বাসকষ্ট; হাসপাতালে বিজেপির অগ্নিমিত্রা পল

 ১২:৫৬ PM     kolkata     No comments   

আচমকা শ্বাসকষ্ট। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই হেভি-ওয়েট বিজেপি নেত্রীর। বিজেপিতে যোগদানের পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করেন অগ্নিমিত্রা পল।

নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত যান তিনি। যোগাযোগ রাখেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। দলের যাবতীয় কর্মসূচিতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। রাতেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates