উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। সোমবারের মধ্যে যা নিম্নচাপে পরিণত হবে। বাংলার উপরে থাকা মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়াফলায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে এই রাজ্যে। যার প্রভাবে কলকাতায় শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বস্তি রাজ্যের; ফল প্রকাশে আপাতত বাধা রইল না
জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ এই নির্দেশ দিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে আপাতত কোনও বাধা রইল না। গত ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের কথা ছিল।
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য!
চার অফিসারকেই সাসপেন্ড করল রাজ্য। এর পাশাপাশি বিভাগীয় তদন্তও হবে। এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনকে।
ভারত-পাক ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক!
ভারত-পাক ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুমোদন করবে না ভারত।
যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর; রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে
এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে 'যোগ্য' চাকরিপ্রার্থীদের jজন্য ভাল খবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাঁদের। ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন অনেক শিক্ষক। তাই সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন 'যোগ্য'চাকরিপ্রার্থীরা।
মোদির সভা থেকে আবারও ব্রাত্য; কী বললেন দিলীপ ঘোষ
ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ব্রাত্য হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামিকাল শুক্রবার দমদমে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা।
আচমকা শ্বাসকষ্ট; হাসপাতালে বিজেপির অগ্নিমিত্রা পল
আচমকা শ্বাসকষ্ট। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই হেভি-ওয়েট বিজেপি নেত্রীর। বিজেপিতে যোগদানের পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করেন অগ্নিমিত্রা পল।