Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ধর্মীয় পর্যটনে বাড়বে কর্মসংস্থান; ঘোষণা মোদীর

 ৫:৫৬ PM     India     No comments   

 

ভারতে ধর্মীয় পর্যটন আরও বৃদ্ধি করার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি, এর ফলে দেশে কর্মসংস্থান বাড়বে। আর এর মাধ্যমে ভারতের আগামী প্রজন্ম দেশের ঐতিহ্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন । শুক্রবার গুজরাতের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এমন মন্তব্য করেন। এনিয়ে মোদী বলেন, "ধর্মীয় পর্যটন নিয়ে আমাদের নতুন সুযোগ খুঁজতে হবে।

এই তীর্থস্থানের সঙ্গে স্থানীয় অর্থনীতির গভীর যোগ রয়েছে। এই তীর্থস্থানের পুনরুজ্জীবন হওয়ায় আরও কর্মসংস্থান তৈরি হবে।" এদিকে, প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান। এদিন সেই নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেছেন, "সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এই পবিত্র জায়গায় সেবা করার সুযোগ পেয়েছি। আমরা এই পবিত্র তীর্থস্থানের পুনরুজ্জীবন দেখতে পাচ্ছি।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুতর অভিযোগ; শিক্ষক নিয়োগ নিয়ে ফের জটিলতা; মামলা দায়ের

 ৫:২২ PM     kolkata     No comments   

 

ফের নিয়োগ ঘিরে জটিলতা। প্রাথমিক স্তরে শিক্ষক পদে উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষককে নিয়োগ করার অভিযোগ। কী ভাবে এই নিয়োগ হল? এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকায় উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকের নাম রয়েছে।

এমনকী বেশ কয়েকজনকে নিয়োগও করা হয়েছে। মামলাকারীর অভিযোগ, এই ধরনের সিদ্ধান্তে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আইন, তা মানা হয়নি। আইনজীবী সৌমিক প্রামাণিক বলেন, "হাইকোর্ট বোর্ডের কাছে জানতে চেয়েছে, কোনও ভাবে কি নিয়মে বদল আনা যায়? তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে।" প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি, সেই আইনে বলা আছে প্রাথমিক স্তর থেকেই কাউকে এই নিয়োগ দেওয়া যাবে। কিন্তু অভিযোগ, উচ্চ প্রাথমিকের কিছু পার্শ্ব শিক্ষকও এই পদের জন্য আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেয় বোর্ড। বেশ কয়েকজনকে নিয়োগও করা হয়। এরপরই কলকাতা হাইকোর্টের দায়ের হয় মামলা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাস ভাড়া নিয়ে কড়া নির্দেশিকা পরিবহণ দফতরের!

 ৫:০৯ PM     kolkata     No comments   

 

এখনও খাতায় কলমে বাসভাড়া বৃদ্ধি হয়নি। যদিও বেশি বাস ভাড়া নিতে দেখা যাচ্ছে অনেক রুটেই। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহণ দফতর। কী বলা হয়েছে রাজ্য পরিবহণ দফতরের তরফে? করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল যানচলাচল। কিন্তু দ্বিতীয় ঢেউ যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন বাস চলাচলের অনুমতি দেয় নবান্ন।  কিন্তু দীর্ঘদিন ধরেই পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনার প্রভাব সহ একাধিক কারণ সামনে রেখে বাসভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাস মালিক সংগঠনগুলি।

কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি রাজ্য সরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্ধারিত ভাড়ার থেকে যাতায়াতের জন্য যাত্রীদের থেকে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের তরফে বাস মালিক সংগঠনগুলিকে ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে নির্ধারিত মূল্যের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এই ধরনের অভিযোগ এসেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর বৈঠকে যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল, সেই মূল্যই নিতে হবে। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় কড়া পদক্ষেপ নেবে সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুনর্নিয়োগ আটকাতে চায় নবান্ন; দফতরকে চিঠি

 ১:১২ PM     kolkata     No comments   

 

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবসরপ্রাপ্ত কর্মীদের যথেচ্ছ পুনর্নিয়োগে এবার রাশ টানতে উদ্যোগী হল নবান্ন। উদ্দেশ্য একটাই, অপ্রয়োজনীয় খরচে লাগাম টানা। এই লক্ষ্যে অবসরের পর বিভিন্ন দফতরে আধিকারিক ও কর্মীদের পুনর্নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠান হল। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে সব দফতরকে এব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। দফতর ছাড়াও তাদের অধীনস্থ বিভিন্ন সংস্থায় পুনর্নিয়োগ দেওয়া হলে সেই তথ্যও পাঠাতে বলা হয়েছে ওই  চিঠিতে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মিবর্গ দফতরে অনুমোদন ছাড়াই অনেক পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি জানতে চাওয়া হচ্ছে। নির্দিষ্ট প্রোফর্মায় পুনর্নিয়োগ পাওয়া আধিকারিক ও কর্মীদের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। এর মধ্যে কাকে, কবে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে ও তার জন্য কর্মিবর্গ দপ্তরের কোনও অনুমোদন হয়েছিল কি না তা জানাতে হবে।  

সরকারি সূত্রে খবর, বিভিন্ন দফতর অনেক সময় নিজেরাই সিদ্ধান্ত নিয়ে দফতরে বা অধীনস্থ কোনও সংস্থায় অবসরপ্রাপ্ত আধিকারিক বা কর্মীকে পুনরায় নিযুক্ত করে। এর জন্য কর্মিবর্গ ও অর্থ দফতরের কোনও অনুমোদন অনেক সময় নেওয়া হয় না। দফতর বা অধীনস্থ সংস্থা নিজস্ব তহবিল থেকে তাদের বেতনের টাকা দেয়। বিভিন্ন প্রকল্পের জন্য প্রাপ্ত টাকা ব্যাঙ্কে জমা থাকার জন্য যে সুদ পাওয়া যায় প্রধানত তা থেকে তাদের বেতন দেওয়া হয়। এভাবে যথেচ্ছ পুনর্নিয়োগ যে নবান্ন পছন্দ করছে না তা চিঠি পাঠানো থেকে পরিষ্কার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

স্বাস্থ্যতেও কড়া নজর; এসএসকেএমে এসে খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী

 ৯:৩২ PM     kolkata     No comments   

 

নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ বার থেকে প্রত্যেক ১৫ দিন অন্তরই এসএসকেএম হাসপাতালে দেখতে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? প্রধানত দু-টি বিষয়কে পাখির চোখ করে প্রতিমাসে একাধিকবার এসএসকেএম হাসপাতালে যাবেন তিনি।

প্রথমত শিল্প, দ্বিতীয়ত স্বাস্থ্য। শিল্পের ক্ষেত্রে যা যা সমস্যা রয়েছে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে যে অসুবিধার দিকগুলির রয়েছে, দুই সমস্যার সমাধান সূত্র খতিয়ে দেখতেই নিয়মিত ব্যবধানে মুখ্যমন্ত্রী পিজি হাসপাতালে বসবেন বলে ঠিক করেছেন, নিজেই এ দিন জানান তিনি। 

এদিন সাংবাদিকরা তাঁর পায়ের অবস্থা নিয়ে জানতে চাইলে মমতা জানান, গত সপ্তাহে হাড়ের পরীক্ষা হয়েছে। আপাতত ব্যথা নেই, তবে পা ফুলে রয়েছে। প্রসঙ্গত, এপ্রিল মাসে নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে দুর্ঘটনায় পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। তারপর বেশ কয়েকদিন পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে বসেই ভোটের প্রচার করেন। গত সপ্তাহে সন্ধেবেলাই তাঁকে এসএসকেএমে যেতে দেখে অনেকেই ভেবেছিলেন, তিনি পায়ের চিকিৎসার জন্য গিয়েছেন সেখানে। তাই আজ তাঁকে এই সম্পর্কিত প্রশ্ন করা হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দৈনিক সংক্রমণ বেড়ে সাতশোর ঘরে; ফের উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

 ৯:২০ PM     kolkata     No comments   

 

আগের দিনের থেকে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। অন্য দিকে, আরও অবনতি হল কলকাতার করোনা পরিস্থিতির। শেষ দু-দিনের নিরিখে সংক্রামিতের সংখ্যা আরও বেড়ে গেল বৃহস্পতিবার। তবে নতুন আক্রান্তের থেকে সুস্থতা বেশি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে এ দিন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩১ জন।

বাড়ল মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ৭ জনের। সপ্তাহের শুরুতে রাজ্যে করোনা সংক্রমণ পাঁচশোর ঘরে নেমে এলেও গত দু'দিনে তা ফের ঊর্ধ্বমুখী। গতকাল ছিল ৬৬০ । আজ সাতশোর ঘরে পৌঁছে গেল। সব মিলিয়ে রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত ১৫ লাখ ৪০ হাজার ৯৮৯। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৮১ জন । সবমিলিয়ে সেরে উঠেছেন ১৫ লাখ ১২ হাজার ৯৯৯ জন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি; হল অস্ত্রোপচার

 ৯:১০ PM     India     No comments   

 

এদিন, বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। চোখে ছানির সমস্যায় তিনি ভুগছিলেন। আজ সকালে সেই ছানিরই অপারেশন হল। 

রাষ্ট্রপতি ভবন সূত্রে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দে বৃহস্পতিবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে।  ছানি অপারেশন একদম ঠিক ভাবে হয়েছে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।'

৭৫ বছরের রাষ্ট্রপতি এখন সুস্থ রয়েছেন। তবে কয়েকদিন চোখের যত্ন ও নিয়মের মধ্যে থাকবেন তিনি। 

প্রসঙ্গত, গত মার্চে তিনি বুকে ব্যথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। ফলত তার পরবর্তী পর্যায়ে যে শারীরিক পরিস্থিতি নিতান্তই কাকতালীয় নাকি কোনও সমস্যা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল সেবার। তবে রাষ্ট্রপতিভবন যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে গোটা বিষয়টিকে 'রুটিন চেকআপ'-এর শব্দবন্ধের মধ্যেই রাখা হয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates