যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়া। এই খবরে মন ভেঙেছে অনুরাগীদেরও। অভিনেতাকে নিয়ে সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে একাধিক পোস্ট। মেয়ে সারা পর্যন্ত বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। কিন্তু এত শোরগোলের মাঝেও যিশু সেনগুপ্ত নির্বাক। কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা 'স্পিকটি নট'? প্রশ্ন তুলেছেন অনেকেই।
মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার দারুণ সখ্যতা। দুই তারকাপত্নীর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই তাঁদের 'গার্ল গ্যাং'কে দেখা যায়। এই কঠিন সময়ে বন্ধু নীলাঞ্জনা সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট শেয়ার করেছেন মহুয়া। শাশ্বত চট্টোপাধ্যায়ের ঘরণি লিখেছেন, "তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি। খুব খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ে তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।" শুধু মহুয়াই নন, নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিয়েছেন রাগেশ্বরীও। তিনি জানালেন, "কটা সময়ে জীবনের কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে। আজ আমার পালা।"
সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্তর জীবনের 'নতুন নারী'র ছবি। গুঞ্জন অনুযায়ী, গুজরাটের কন্যা শিনাল সুর্তিই নাকি যিশুর মন কেড়েছেন। আর এই নারীর কারণেই নাকি যিশু-নীলাঞ্জনার দু দশকের সংসারে ভাঙন। যিশুর প্রেমের আগুন এতটাই তীব্র যে, মাস কয়েক ধরেই মুম্বইয়ে শিনালের সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে। এখন অবশ্য 'খাদান' ছবির শুটিংয়ের জন্য নিজের শহরে থাকলেও নিজের বাড়িতে ওঠেননি অভিনেতা।