বক্স অফিসে জোরকদমে চলছে সানি দেওলের ছবি গদর ২। প্রায় ২২ বছর পর মুক্তি পেয়েছে সুপারহিট ছবি 'গদর'-এর সিক্যুয়েল। প্রথম ছবির থেকেও সিক্যুয়েলটি বেশি হিট, এক কথায় বলা চলে ব্লকবাস্টার। তবে এই ছবিকেই এবার 'উগ্র দেশপ্রেম' ও 'পিছিয়ে পড়া সংস্কৃতি' বলে কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত ১১ অগস্ট মুক্তি পায় এই ছবি।
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
তৃতীয়বার মা হচ্ছেন করিনা; করিনার বেবি বাম্প নিয়ে ছবি ভাইরাল
এখন পর্যন্ত মোটামুটি বেশিরভাগ সেলিব্রিটি একাধিকবার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষত প্রথম সন্তান হবার দু-বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হচ্ছেন তারা। এই তালিকায় নিঃসন্দেহে বলা যায় করিনা কাপুর খানের কথা আগেই থাকবে। সাইফ আলি খানকে বিয়ে করার এক বছরের মধ্যেই প্রথম সন্তানকে জন্ম দিয়েছিলেন কারিনা। তৈমুরের জন্মের ঠিক ২ বছরের মাথায় আরও একবার সুখবর দিয়েছিলেন তিনি।
তবে এবার শোনা যাচ্ছে তৃতীয়বার সন্তানের মা হতে চলেছেন তিনি। ইতিমধ্যেই অভিনেত্রীর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাবে ভাইরাল হয়ে গেছে, যা দেখে অনেকেই কটাক্ষ করে অভিনেত্রীকে 'বাচ্চা তৈরি করার মেশিন' বলে কটাক্ষ করেছেন।
গত ৩১ আগস্ট ইশা আম্বানির বিউটি ব্র্যান্ড লঞ্চে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে উপস্থিত ছিলেন আরো নামি দামি তারকারা। সেখানেই ভিডিওটি রেকর্ড করা হয় এবং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ইশা আম্বানির বিউটি ব্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে কালো রঙের একটি স্ট্র্যাপলেস গাউন পরে ছিলেন করিনা কাপুর খান। এই পোশাকে রীতিমতো স্পষ্ট বোঝা যাচ্ছিল অভিনেত্রীর বেবি বাম্প। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা।
তবে নেট পাড়ায় অভিনেত্রীর মা হবার কথাটি আগুনের মতো ছড়িয়ে পড়লেও এই বিষয়ে কোন মন্তব্য করেননি তারকা জুটি। তাই এখনও এই বিষয়টি সঠিক কিনা তা বোঝা যাচ্ছে না। তবে তারকা যদি কোন মন্তব্য না করলেও বেবি বাম্প নিয়ে কিন্তু সকল মহলে অনেক কথাই তৈরি হচ্ছে। তবে এর আগেও অনেক গুঞ্জন শোনা গেছে করিনা কাপুর খানকে নিয়ে, যা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই এটিও মিথ্যা কি সত্য তা প্রমাণিত হয়ে যাবে কয়েক দিনের মধ্যে।
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
বিদেশে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান!
লস অ্যাঞ্জেলসে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন অভিনেতা। 'পাঠান'-এর পর আরও একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।
শুক্রবার, ২৬ মে, ২০২৩
৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আশিস বিদ্যার্থীর!
৬০ বছর বয়েসে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বৃহস্পতিবার শহরের একটি ক্লাবে রূপালী বড়ুয়ার গলায় মালা পরালেন এই বর্ষীয়ান অভিনেতা।
প্রয়াত কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা!
বিনোদন জগতে শোকের ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কেউ গাড়ি দুর্ঘটনায় তো কেউ আবার হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। হিন্দি থেকে ভোজপুরী, এমনকী হলিউডেও যেন তারকাদের মৃত্যু মিছিল সমানে চলছে। এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেই দুঃখের ছায়া। প্রায়ত কিংবদন্তী বর্ষীয়ান বাঙালি অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়। সাদা-কালো ছবির যুগের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি।
মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করেন আমির খান!
আমিরকে নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। যদিও সেইসব বিতর্কে কোনও দিন গুরুত্ব দেননি আমির খান। দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালবাসা ও সম্মান আছে তাঁর। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করলেন আমির খান। আমির জানান, প্রতি সপ্তাহে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একবার অন্তত দেখা করেন তিনি। বলিউডে 'মিস্টার পারফেকশনিস্ট' তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তাঁর। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে।
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
মানবপাচার মামলায় দু-বছরের জেল গায়ক দালের মেহেন্দির!
মানব পাচারের মামলায় আগেই জড়িয়েছিলেন বিখ্যাত গায়ক দালের মেহেন্দি। এবার তাঁর দুই বছরের সাজা বহাল রাখল পাতিয়ালা আদালত। আজ আদালতে এই সাজা নিয়ে শুনানি হয়, যার পরে আদালত এই মামলায় দালের মেহেন্দির দোষী সাব্যস্ত করেন। মামলার শুনানিকালে আদালত দালের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করে কিছুক্ষণ পর সাজা দেন। এই মামলাটি ২০০৩ সালের মানব পাচারের ঘটনা। ১৫ বছর পর এই মামলার রায় হল।
রবিবার, ২৬ জুন, ২০২২
মা-বাবা হতে চলেছেন আলিয়া-রণবীর!
এবার ঘরে আসছে নতুন সদস্য। নব দম্পতি থেকে এবার মা-বাবা হওয়া সময়ের অপেক্ষা। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন তারকা জুটি। মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেন সে খবর। একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে আলিয়ার ইউএসজি চলছে।
বুধবার, ২২ জুন, ২০২২
বিয়ের পর বলিউড ছেড়ে হলিউড যাত্রা আলিয়ার, রণবীর কাপুর কি বিরক্ত?
একসময় বাড়ির বউ কিংবা মেয়েদের অভিনয় করা কাপুর বাড়িতে প্রায় নিষেধ ছিল। ঠিক যেকারণে বিয়ের পর অভিনয় জগতে আর পা রাখেন নি জানিয়েছিলেন ববিতা কাপুর, নীতু সিং'রা। তবে কালের নিয়মে কাপুর পরিবারে বদলেছে নিয়ম। কাপুর বাড়ির মেয়ে হয়েও বলিউডে কেরিয়ার গড়েছেন করিশ্মা-করিনা। এমনকি ঋষি কাপুরের মৃত্যুর পর ফের ফিল্মি কেরিয়ারে ফিরেছেন নীতু কাপুর। খুব শীঘ্রই 'যুগ যুগ জিও' ছবিতে দেখা যাবে তাঁকে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। আলিয়া এই মুহূর্তে হলিউডের ছবি 'হার্টস অফ স্টোনস'-এর শুটিংয়ে লন্ডনে রয়েছেন। এদিকে বৌমা আলিয়ার হলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়তে হয় শাশুড়িমা নীতু কাপুরকে। হলিউডের ছবিতে সই করার আগে আলিয়া কি তাঁর পরামর্শ নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে নীতুর সোজাসুজি জবাব, ''আজকাল ছেলেমেয়েরা কাউকে জিজ্ঞাসা করে কিছু করে না। আর আলিয়া তো আমাদের পরিবারে নতুন। হলিউড হোক কিংবা বলিউড ও যেখানে খুশি কাজ করতে পারে। দুই ফিল্ম ইন্ডাস্ট্রিই আলিয়াকে পেয়ে খুশিই হবে।''
বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের তালিকায় দীপিকা পাড়ুকোন!
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিজের উপস্থিতিতে তিনি মুগ্ধ করেছেন অনুরাগীদের। কখনও শাড়িতে তো কখনও স্লিট লং গাউনে দর্শকদের নজর কেড়েছেন তিনি। আর এবার তাঁর মুকুটে যোগ হল নয়া পালক। কানের বিচারকদের মধ্যে স্থান পেলেন তিনি। তিনি বলি ডিভা দীপিকা পাড়ুকোন।
শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
হাসপাতালে অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়!
হাসপাতালে পরান বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তাঁর চোখের সমস্যা ভুগছেন তিনি। আর সেই কারণেই শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে পৌঁছেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এদিনই তাঁর চোখে একটি ইনজেকশন পুশ করা হয়েছে।
পার্থর কথায়, "বাবার তো গ্লুকোমা রয়েছে। তাই চোখে সমস্যা হয়। সেরকম সিরিয়াস কিছু হয়নি। শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে নিয়ে এসেছিলাম বাবাকে। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। বর্তমানে বাবা ভালো আছেন। আজই ওঁকে নিয়ে ফিরব।"
উল্লেখ্য, প্রীতম সরকারের নতুন ছবি 'সৎ ভূত অদ্ভুত' ছবিতে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়। ওই সিনেমায় তাঁকে ভূতের রাজার চরিত্রে দেখা গিয়েছে। এদিনই ছবির আনুষ্ঠানিক ঘোষণা ছিল। কিন্তু, এই অসুস্থতার জেরে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি পরান।
বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ক্লাসে প্রথম দিন,বাবার ছবি জড়িয়ে অভিষেককন্যা
সম্প্রতি বাবাকে হারিয়েছে ছোট্ট ডল। মেয়ে ছিল অভিষেক চট্টোপাধ্যায়ের চোখের মণি। মৃত্যুর আগে বারবার নাকি স্ত্রীয়ের কাছে মেয়ের কথাই জানতে চাইছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আসলে মেয়ে সাইনাকে খুব ভালো বাসতেন বাবা অভিষেক। আদর করে মেয়ে ডাকতেন ডল বলে। মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারাল সাইনা।
অভিষেক যে সবসময় সঙ্গে আছেন ডলের পাশে, তা মনে প্রাণে বিশ্বাস করে ছোট্ট মেয়েটা। বৃহস্পতিবার স্কুলের পথে রওনা দেওয়ার আগে জড়িয়ে ধরল বাবার ছবি। স্কুলে যাওয়ার সময় বাবার কাছে আদর খেয়েই স্কুলে যেত সে। অভিষেকের অনুপস্থিতিতে তাঁর ছবিকেই জড়িয়ে ধরল বাবার ছোট্ট ডল। এদিন অভিষেকের ফেসবুক প্রোফাইলে ডল লেখে,'প্রিয় বাবা, আজ ক্লাস সেভেনে আমার প্রথম দিন। তোমার আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। তোমার প্রিয় ডল।' সকলের উদ্দেশ্যে অভিষেকের স্ত্রী সংযুক্তা লেখেন,'আপনারা আমার ডলকে শুভেচ্ছা ও আশীর্বাদ করুন। ওর ক্লাস সেভেনের নতুন টার্ম শুরু হল।'
সোমবার, ৪ এপ্রিল, ২০২২
গ্রুপ-ডি দুর্নীতি মামলা; বহাল সিঙ্গল বেঞ্চের রায়
এদিন, সোমবার সকালে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এসএসসি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নেওয়ায় হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি চার সদস্য। সোমবার বেলা ১ টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব চার সদস্যের আবেদন শুনলেও সিঙ্গল বেঞ্চের রায়ই আপাতত বহাল রেখেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে সমন এড়ানোয় সোমবার সিবিআই পুনরায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় গ্রুপ-ডি দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন নজরদারি কমিটির চার সদস্যকে। সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হয় পুলিশকে। ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে নির্দেশ দেওয়া হয় আজই বেলা ২ টোর সময় এস আচার্য এবং পিকে বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজির করানোর। অন্যদিকে বেলা তিনটেয় বাকি দুই আধিকারিককে সিবিআই দফতরে হাজির করানোর বিষয়টি দেখবেন কমিশনার অফ পুলিশ বিধাননগর।
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
সলমনের ফার্মহাউজে চলত অসাধু কাজ: আদালত
কেরিয়ারে শুরু থেকেই সলমন খানের নামে বহু মামলা আদালতে দায়ের হয়েছে। তবে এই খবর সলমন ও তাঁর ফার্মহাউজের বিরুদ্ধে ওঠা ভয়ঙ্কর অভিযোগ নিয়ে। যার বিরুদ্ধে মুম্বই আদালতে মানহানির মামলাও করেছিলেন সলমন খান। এবার সলমনের সেই আবেদনকেই সরাসরি খারিজ করল আদালত।
সম্প্রতি কেতন কক্কর নামে এক ব্যক্তি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, সলমনের পানভেলের ফার্মহাউজে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। এমনকী, কেতনের কথায়, সলমন নাকি এই ফার্মহাউজ থেকে শিশুপাচার করেন।
কেতনের এই অভিযোগের বিরুদ্ধেই মুম্বই আদালতে মানহানির মামলা করেন সলমন খান। সলমনের আইনজীবীর কথা অনুযায়ী, কেতন অভিনেতার খামারবাড়ির পাশে জমি নেওয়ার চেষ্টা করেছিলেন। জমির লেনদেন অবৈধ হওয়ায় তা বারবার বাতিল হচ্ছিল। সেই কারণেই সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেন।
কেতনের আইনজীবীর কথায়, কেতন অবসরের পরে পানভেলে থাকতে চান বলেই জমি কিনেছিলেন। সেই কারণেই ১৯৯৬ সালে জমিটি নিয়েছিলেন। গত ৭-৮ বছর ধরে সলমন ও তাঁর পরিবার কেতনের জমিতে নিজেদের অধিকার দাবি করে আসছে। এমনকী, বেআইনিভাবে জবরদখল করারও চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন কেতন।
কেতনের এসব অভিযোগের ভিত্তিতেই সলমন, কেতনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। বৃহস্পতিবার আদালত সলমনের সেই আবেদনই খারিজ করে দেয়। মুম্বই আদালত জানিয়েছে, কেতন কক্করের কাছে থাকা প্রমাণগুলি সঠিক।
মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর!
৯২-এর কোকিলকন্ঠী এই মুহূর্তে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকাল থেকেই প্রার্থনা করছেন দেশবাসী। ICU-তে চিকিৎসাধীন বর্ষীয়ান শিল্পী। জানা গিয়েছে শুধু কোভিডেই নয় গায়িকা নিউমোনিয়াতেও আক্রান্ত।
রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
আর্টিস্ট ফোরামের নবনির্বাচিত সভাপতি রঞ্জিত মল্লিক!
ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের নতুন কার্যকরী সমিতি নির্বাচন সম্পন্ন হল শনিবার। ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। সমিতিতে নয়া সংযোজন অঙ্কুশ হাজরা।
শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
সস্ত্রীক অরিজিৎ সিং কোভিড পজিটিভ!
হলি-বলি-টলি সর্বত্রই করোনার থাবা। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন শিল্পী থেকে কলাকুশলীরা সকল। এবার করোনা থাবা বসাল সুপারস্টার গায়ক পরিবারে। সংক্রমিত হয়েছেন অরিজিৎ সিং। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রীও। দু-জনেই কোয়ারেন্টাইনে রয়েছে। তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'আমি এবং আমার স্ত্রী কোভিড পজিটিভ।
মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
করোনা আক্রান্ত প্রেম চোপড়া!
বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী উমা চোপড়া করোনা আক্রান্ত। ভর্তি আছেন মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। সোমবার জানা যায়, তাঁরা করোনায় আক্রান্ত। চিকিৎসকের বক্তব্য, ৮৬ বছর বয়সি অভিনেতাকে দিন দু-একের মধ্যে ছেড়েও দেওয়া হবে। তিনি এটাও জানিয়েছেন, প্রেম চোপড়া ও উমাদেবীকে কোলোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে।
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
করোনা আক্রান্ত করিনা কাপুর!
ফের করোনার থাবা বলিউডে। করোনা আক্রান্ত করিনা কাপুর। একি সাথে করোনায় আক্রান্ত অভিনেত্রী ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরাও। দু-জনেই হোম আইসোলেশনে রয়েছেন বলে খবর। করিনার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।
সোমবার, ২২ নভেম্বর, ২০২১
করোনা আক্রান্ত কমল হাসান!
করোনা আক্রান্ত অভিনেতা কমল হাসান। কিছুদিন আগেই আমেরিকা থেকে ফেরেন তিনি। তারপর সামান্য সর্দি-কাশির সমস্যা হচ্ছিল। কোভিড পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে বলে জানান দক্ষিণী সুপারস্টার।