স্নাতক স্তরের চূড়ান্ত ফলপ্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল অর্থাৎ, বুধবার থেকেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
স্নাতক স্তরের চূড়ান্ত ফলপ্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল অর্থাৎ, বুধবার থেকেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
আরও এক বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' হল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বজিৎ দাস বলেন, "একটা পরিস্থিতিতে ভুল করেছিলাম। যা হওয়ার ছিল না। বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। বিজেপিতে কাজের পরিবেশ নেই। বহিরাগত নেতৃত্বে উপর মানুষ আকৃষ্ট হন না।"
এই বিতর্ক শুরু হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি।
এবার দশ আসনের একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্য ভিআইপি-দের জন্যই এই বিমান ভাড়া নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, দিন তিনেকের মধ্যে ওই বিমান পৌঁছে যাবে কলকাতায়।
নবান্নের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি দুই ইঞ্জিনের এই ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে কমপক্ষে সওয়া দু’-কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। দিল্লির একটি সংস্থার কাছ থেকে যে-চুক্তিতে সেটি ভাড়া নেওয়া হয়েছে, তাতে বলা আছে, প্রতি মাসে ন্যূনতম ৪৫ ঘণ্টা ওড়ার টাকা দিতে হবে। প্রতি ঘণ্টায় ওড়ার খরচ প্রায় পাঁচ লক্ষ টাকা। যার অর্থ, কোনও মাসে বিমান ৪৫ ঘণ্টার কম উড়লেও রাজ্যকে ৪৫ ঘণ্টার খরচই দিতে হবে। বেশি উড়লে ঘণ্টা প্রতি আরও পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা।
ওই বিমানের সঙ্গেই আসছেন দু-জন পাইলট, এক জন ইঞ্জিনিয়ার এবং বিমানসেবক। আগামী তিন বছর তাঁরা শহরের পাঁচতারা হোটেলে থাকবেন। তবে তাঁদের খরচ আলাদা করে রাজ্যকে দিতে হবে না বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর। চুক্তির টাকার মধ্যেই সেই খরচ ধরা আছে। ঠিক হয়েছে, বিমানটি তিন বছর থাকবে কলকাতা বিমানবন্দরে।
সপ্তাহের দ্বিতীয় দিন দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় ১১০০০ কমল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই।
দিল্লি
বুধবার, অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রে এই দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর। দু-টি ক্ষেত্রেই সর্বোচ্চ ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
তামিলনাড়ু
১ সেপ্টেম্বর থেকে স্কুলে আসবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। এক্ষেত্রেও সর্বোচ্চ ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
রাজস্থান
১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তবে পড়ুয়াদের ভিড় এড়াতে প্রতিটি ক্লাসের ক্ষেত্রে আসা ও যাওয়ার পৃথক সময়সীমা তৈরি করা হয়েছে।
মধ্যপ্রদেশ
১ সেপ্টেম্বর থেকে স্কুলে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের। ২৬ জুলাই থেকে শুরু হয়েছিল একাদশ ও দ্বাদশের ক্লাস। আর ৫ আগস্ট ক্লাস শুরু হয়েছে নবম ও দশম শ্রেণির। বুধবার থেকে প্রতিদিন ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির।
মেঘালয়
বুধবার থেকে শহরে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। খুলে যাচ্ছে কলেজও। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের যাতে স্কুলে আনা যায়, সেই সুপারিশ করা হয়েছে।
গুজরাত
২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে। নবম ও তার উপরের শ্রেণির পড়ুয়াদের স্কুল চালু হয়েছে ২৫ আগস্ট থেকে।
কর্ণাটক
যেসব তালুকায় সংক্রমণের হার ২ শতাংশের নীচে, সেখানে ৬ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে। সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস হবে।
২০২২-এর মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ ত্রিকোণমিতি, বামপন্থী ও শ্রমিক আন্দোলন। অষ্টমে সিঙ্গুর আন্দোলন পড়ানো হলেও বামপন্থী আন্দোলন কেন বাদ মাধ্যমিকে? এই নিয়ে উঠেছে প্রশ্ন। সিলেবাস কমিটির দাবি, সিলেবাসের শেষাংশ বাদ দেওয়া হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
ভারতীয় গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরাখণ্ড ডাক সার্কলের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৫৮১টি শূন্যপদ পূরণ করার জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা উত্তরাখণ্ড ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২০২১-এর ২৩ অগাস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২০২১-এর ২২ সেপ্টেম্বর।
ডাক বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। মনে রাখতে হবে পড়াশোনায় ইলেকটিভ বিষয়ে যেন গণিত, আঞ্চলিক ভাষা এবং ইংরেজি থাকে। গ্রামীণ ডাক সেবক নিয়োগের বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা এটাই। চাকরি প্রার্থীকে অন্তত দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করতে হবে। রাজ্য সরকার কর্তৃক ভারতের সংবিধানের চতুর্থ তফসিলির সাংবিধানিক নিয়ম অনুসারে স্থানীয় ভাষায় পড়াশোনাকে শিক্ষাগত যোগ্যতায় যুক্ত করা হয়েছে।
বঙ্গ বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বললেন, বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলে যোগ দিলাম।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। একাধিক ব্যবসার মালিক তিনি। পাশাপাশি বিষ্ণুপুর তৃণমূলের শহর সভাপতি ছিলেন তিনি। হঠাৎ করে একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তন্ময়। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।