Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

SIT-এর মাথায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর!

 ৫:১৭ PM     kolkata     No comments   

 

'ভোট পরবর্তী অশান্তি' মামলায় হাইকোর্টের গড়ে দেওয়া সিটের প্রধান হলেন কলকাতা এবং বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির অভাবের কারণে মঞ্জুলা চেল্লুরকে সিটের মাথায় বসালো হাইকোর্ট। 

নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় গত ১৯ আগস্ট খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগের তদন্তের জন্য সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট।  এর পাশাপাশি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিংসার মামলার তদন্তের জন্য তিনজন আইপিএস অফিসারের নাম ঠিক করে দেয় কলকাতা হাই কোর্ট।

এই তিনজনের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য। 

নির্দেশিকা অনুযায়ী, তদন্তের স্বার্থে নর্থ জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন ছাড়াও সিটের সদর দপ্তরে থাকবেন দু-জন করে। কলকাতা পুলিশের দু-জন আধিকারিককেও দায়িত্ব দেওয়া হয়েছে। সিটের হেড কোয়ার্টারের দায়িত্বে থাকছেন রেলের ডিআইজি সোমা দাস মিত্র, ডিসি শুভঙ্কর ভট্টাচার্য। কলকাতা পুলিশের ক্ষেত্রে তদন্তে দায়িত্বে থাকবেন আইপিএস তন্ময় রায়চৌধুরী ও আইপিএস নীলাঞ্জন বিশ্বাস। 

এছাড়াও নর্থ জোন, উত্তরবঙ্গের দায়িত্বে আইজিপি ডিপি সিং ও মালদহ রেঞ্জের ডিআইজি প্রবীন কুমার ত্রিপাঠি। ওয়েস্ট জোনের দায়িত্বে থাকছেন পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিং, বর্ধমান রেঞ্জের আইজিপি বি এল মীনা। সাউথ জোনে তদন্তের ভার থাকবে দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও বারাসত রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা!

 ৫:০৭ PM     kolkata     No comments   

ধাপে ধাপে পরিষেবা বাড়াচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে অতিরিক্ত আরও ৬টি মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল। আগামী সোমবার থেকে ৩০ মিনিট অতিরিক্ত মেট্রো চালানো হবে। 

বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৬ টি মেট্রো চালানো হবে।

বর্তমানে সোম থেকে শুক্র চলছে ২৪০ টি মেট্রো। সোমবার আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো। পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়। বর্তমানে রাত ৯টায় দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়ছে শেষ মেট্রো। সোমবার থেকে সাড়ে ন’টায় শেষ মেট্রো পাওয়া যাবে  দমদম ও কবি সুভাষ থেকে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ১৮ মিনিটে। তবে মেট্রো পরিষেবা শুরুর সময়ের কোনও রকম পরিবর্তন হয়নি। একইভাবে শনি ও রবিবার চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো।  


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আগামী সপ্তাহে খুলছে রাজ্যের সব গ্রন্থাগার, অপেক্ষায় বইপ্রেমীরা

 ৪:৫২ PM     kolkata     No comments   

করোনা আতঙ্ক সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। দীর্ঘ কয়েকমাস পর আজ, ৩ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব সরকারি গ্রন্থাগারগুলি। এই মর্মে ২ তারিখ বিজ্ঞপ্তি জারি হয় গ্রন্থাগার বিভাগের তরফে। ইতিমধ্যে রাজ্যের সব জেলায় পাঠানো হয়েছে সেই বিজ্ঞপ্তি। সেইমতো আগামী ৬ তারিখ থেকে জেলার গ্রন্থাগারগুলির বন্ধ দরজা খুলে দেওয়া হবে। ফের পুরনো বইয়ের প্রিয় গন্ধে মাতোয়ারা হয়ে ওঠার অপেক্ষায় প্রহর গুনছেন পুস্তকপ্রেমীরা।

বৃহস্পতিবার রাজ্যের গ্রন্থাগার বিভাগের ডিরেক্টরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে তিনদিন – সোম, বুধ, শুক্র খোলা থাকবে লাইব্রেরি। ৬ সেপ্টেম্বর থেকে সব গ্রন্থাগার খুলবে। তবে সরকারি ছুটির দিন তা বন্ধ থাকবে। তাছাড়া কোভিডবিধি মেনে সপ্তাহে তিনদিন লাইব্রেরিতে পূর্ণ সময় কাটাতে পারবেন বইপ্রেমীরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কয়েক হাজার কর্মী নিয়োগ; সুযোগ আছে কলকাতাতেও

 ৩:৩০ PM     India     No comments   

করোনার কারণে বহু কর্মী কাজ হারিয়েছেন। এমন সময় দেশ জুড়ে নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে আমাজন। একসঙ্গে ৮ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। প্রযুক্তি, কাস্টমার সার্ভিস সহ বিভিন্ন বিভাগে নিযুক্ত করা হবে ওই সব কর্মীকে।

৩৫ টি শহরে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। এই ৩৫ টি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। এর পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, গুরগাঁও, মুম্বই, নয়ডা, অমৃতসর, আমেদাবাদ, ভোপাল, কোয়েম্বাটুর, জয়পুর, কানপুর, লুধিয়ানা ও পুনে রয়েছে। আমাজনের তরফে সংস্থার এইচ আর লিডার দীপ্তি ভার্মা এই তথ্য জানিয়েছেন। আমাজনের তরফে জানানো হয়েছে যে সংস্থার লক্ষ্য হল, ২০২৫-এর মধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান করা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট বিতর্ক; আদালত অবমাননার দায়ে জরিমানা করা হল বোর্ড সভাপতিকে

 ৩:০৮ PM     kolkata     No comments   

 

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বোর্ডের। টেট মামলায় আদালত অবমাননার দায়ে জরিমানা করা হল বোর্ড সভাপতিকে। ২০১৪ সালের প্রাইমারি টেট মামলায় ৬ টি প্রশ্ন নিয়ে ছিল বিস্তর অভিযোগ।

সেই প্রশ্নগুলি কেউ যদি 'অ্যাটেন্ড' করে তা হলেই তাঁকে নম্বর দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। 

এর পরে অভিযোগ ওঠে, আদালতের সেই নির্দেশ অমান্য করেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড। এরপরই কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার দায়ে এই বোর্ডের প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্যকে জরিমানা করেন। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজের পকেট থেকেই জরিমানার টাকা দিতে হবে মামলাকারীদের।  প্রত্যেক মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে মানিক ভট্টাচার্যকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আদালত খুব শীঘ্রই ডিএ মামলা শেষ করতে পারে; ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল

 ৬:৩৫ PM     kolkata     No comments   

 


ডিএ নিয়ে বিতর্ক নতুন বিষয় নয়। এই বিষয় নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েকবছর। এই সংক্রান্ত মামলার শুনানিতে এবার সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "ডিএ হচ্ছে এক্সগ্রেশিয়া’, যা রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভর করে।"

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে উল্লেখ করলেন কিশোর দত্ত। 

এদিন মামলার শুনানির শুরুতেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চায়, রাজ্য সরকারি কর্মচারী যাঁরা দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা পান। এই ব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য কী ? অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নের জবাবে জানান, যেহেতু তাঁরা রাজ্যের বাইরে থাকেন, তাই তাঁদের সঙ্গে এই রাজ্যে কর্মরত কর্মচারীদের তুলনা চলে না। এর পাশাপাশি, অ্যাডভোকেট জেনারেল বলেন, "এরাজ্যে কর্মরত কর্মচারীদের যে রিভাইজড পে স্ট্রাকচার দেওয়া হচ্ছে, তার মধ্যেই মহার্ঘ ভাতা রয়েছে। বাজারে জিনিসপত্রের মূল্যের হ্রাস-বৃদ্ধির দিকে তাকিয়েই কর্মচারীদের পারিশ্রমিক প্রত্যেক বছর মূল্যায়ন করে রাজ্য।" 

ডিএ মামলা যখন শুরু হয়েছিল, তখন গোড়ার দিকে ট্রাইবুনালের প্রথম বিচারপতি উল্লেখ করেছিলেন যে ডিএ রাজ্যের 'দয়ার দান।' এটা রাজ্য চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। পরবর্তী সময় সেই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সরকারি কর্মচারীরা আদালতের দ্বারস্থ হয়। এবং তাতে জয়ও মেলে। তারপরও এজলাসে শুনানির সময় একাধিকবার এই বিষয়টি ঘুরে-ফিরে এসেছে। যা বৃহস্পতিবার শুনানির সময় ফের উঠে আসে। এবং সেই নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। 

যদিও ডিএ মামলায় এ বার একটা সিদ্ধান্ত নিতে পারে, এমন একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে। কারণ আদালত ঠিক করেছে, আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর, টানা দু-দিন এই ডিএ মামলার শুনানি করবে হাইকোর্ট। অর্থাৎ একটা বিষয় মোটামুটি স্পষ্ট করে দেওয়া হয়েছে, আদালত খুব শীঘ্রই এই মামলা শেষ করতে চাইছে। যে মামলা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে আদালতে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর!

 ৬:১৯ PM     kolkata     No comments   

 

''বাংলায় ফিরে এসো, বাংলাকে ভালবেসো''- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , মাদ্রাসা, হাই মাদ্রাসার পরীক্ষায় সফল পড়ুয়াদের এভাবেই উত্সাহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি কথা বললেন সফল ছেলে-মেয়েদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতী পড়ুয়াদের দেওয়া হল ল্যাপটপ। নবম শ্রেণির ৩ লক্ষ পড়ুয়াদের দেওয়া সাইকেল দেওয়ার কথা ঘোষণা করা হল।  

সেইসঙ্গে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের উত্সাহ জোগালেন তাঁর কথোপকথনের মাধ্যমে। জানালেন, পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল। এই পোর্টালে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে।

এর পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তমলুকে তৈরি হচ্ছে মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়। 

সেই সঙ্গে তিনি জানালেন, ৬০ শতাংশ নম্বর পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ। মুখ্যমন্ত্রী প্রতি জেলার ছাত্রছাত্রীদেরই বারংবার অনুরোধ করলেন. তাঁরা যেন সরকারের দেওয়া সব সুবিধা ব্যবহার করে। তাঁর কথায়, 'তোমাদের অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, সব সুযোগ সুবিধা গুলি ব্যবহার করো। ' তিনি আরও বলেন, 'পড়াশোনা করতে হবে, কিন্তু সব সময় শুধু পড়লে চলবে না। খেলাধুলো করতে হবে।' ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পড়াশোনা করতে হবে কিন্তু স্ট্রেস নিলে চলবে না।  সেই সঙ্গে তিনি বলেন, 'অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে পড়ুয়াদের, সুযোগ পেলে দুয়ারে সরকার ক্যাম্পে যাও। সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সহযোগিতা কর'।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates