কেনিংটন ওভালে হিটম্যান রোহিত শর্মার দুরন্ত শতরানে কিছুটা স্বস্তিতে বিরাট। এদিন ছয় মেরে কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান পূর্ণ করলেন তিনি। বিদেশের মাঠে এটাই তাঁর প্রথম শতরান। তাঁর সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত।
কেনিংটন ওভালে হিটম্যান রোহিত শর্মার দুরন্ত শতরানে কিছুটা স্বস্তিতে বিরাট। এদিন ছয় মেরে কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান পূর্ণ করলেন তিনি। বিদেশের মাঠে এটাই তাঁর প্রথম শতরান। তাঁর সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত।
করোনা আবহে রাজ্যে এই প্রথম কোনও কলেজ খোলার বিজ্ঞপ্তি জারি হল। করোনা পরিস্থিতি বিচারকরে আইটিআই, পলিটেকনিক কলেজগুলি খুলে দেওয়া হল। দেড়-দু'বছর পরে এই প্রথম কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার বিজ্ঞপ্তি জারি হল রাজ্যে। কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, স্যানিটাইজেশনের পর সোমবারই পুরোদস্তুর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেওয়া যাবে বলে। পড়ুয়ারাও নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে, পরিকল্পনা মতো কলেজে যাওয়া শুরু করবেন।
ফের বঙ্গ বিজেপিতে ভাঙন। এবার তৃণমূলে যোগদান করলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়।
বিজেপির একাধিক বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে আগেই জানিয়েছিলেন ঘাসফুল সবুজের শীর্ষ নেতৃত্ব। তাঁদের সেই হুঁশিয়ারি যে একেবারেই 'ফাঁকা আওয়াজ' ছিল না তা গত কয়েকদিনে প্রমাণিত হয়ে গিয়েছে। দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার সেই পথে হাঁটলেন কালিয়াগঞ্জের বিধায়কও।
অবশেষে রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ওডিশার পিপলি কেন্দ্রে। ৩ অক্টোবর ভোট গননা। করোনা আবহে ভোট হওয়ায় বেশকিছু নিয়ম বলবৎ করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের অফিসের ১০০ মিটারের মধ্যে ৩টির বেশি গাড়ি রাখা যাবে না। ইন্ডোর প্রচারের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং আউটডোর প্রচারের ক্ষেত্রে ৫০ শতাংশ লোক নিয়ে প্রচার করা যাবে। জাতীয় ও রাজ্যের দলগুলো ২০ জনের বেশি স্টার প্রচারক ব্যবহার করতে পারবে না। কোনও রোড-শো করা যাবে না। ৫০ জনের বেশি লোক নিয়ে স্ট্রিট কর্নার করা যাবে না। প্রার্থী-সহ ৫ জন ডোর-টু-ডোর প্রচার করতে পারবেন। গোটা প্রক্রিয়ায় যাতে করোনাবিধি লঙ্ঘন না হয়, সেজন্য রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধান এবং স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পরই স্কুল খোলা নিয়ে তৎপরতা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। মমতা আগেই ঘোষণা করেছেন ভাইফোঁটার পর থেকে রাজ্য সরকার ধাপে ধাপে স্কুল চালু করতে চায়। এবার তা নিয়েই পরিকল্পনা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর সূত্রে পাওয়া খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল খোলার প্রসঙ্গ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস কমিটির চেয়ারম্যান নিয়ে একটি বৈঠক করেন।
এর পাশাপাশি, গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির জন্য যেভাবে স্কুলগুলি বন্ধ রয়েছে তার প্রভাবে পঠন-পাঠনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কী ভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে সিলেবাস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে পরিকল্পনার। মূলত, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কী ভাবে এই ক্ষতির সামাল দেওয়া যাবে তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়ার কথা সিলেবাস কমিটির পাশাপাশি বোর্ডগুলিকে বলা হয়েছে। বিশেষ সূত্রের খবর, রাজ্য চাইছে প্রথম দফায় নবম-দশম ও একাদশ-দ্বাদশ-এর ক্লাস চালু করতেশ। সে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কী পরিকল্পনা এই বিষয় নিয়ে তা নিয়েও বিস্তারিত রিপোর্ট দুই বোর্ডকেই দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভাদ্র-আশ্বিনের গরমে অস্বস্তি বাড়ে। বর্ষা পেরিয়ে শরতে পা রাখতেই আবহাওয়ায় বাড়ে আর্দ্রতার পরিমাণ। এবারও তার অন্যথা হচ্ছে না। গত কয়েকদিনের গরমে একেবারে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। যদিও এর মধ্যে ভাল খবর দিল আবহাওয়া দফতর, আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি।
করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা কতটা পড়াশুনো করছে, তার মূল্যায়ন সঠিক পথে হচ্ছে না বলে অভিযোগ।
মূল্যায়ন ভিত্তিক হোমওয়ার্ক চালু করার কথা ভাবছে শিক্ষা দফতর। যত দিন না পুরোদমে স্কুল খুলছে ততদিন নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য থাকবে এই ব্যবস্থা। কীভাবে মূল্যায়ন হবে? মিড ডে মিল নিতে আসেন অভিভাবকরা। তাঁদের হাতেই বাড়িতে পাঠানো হবে হোমওয়ার্ক। সেই হোমওয়ার্ক নির্দিষ্ট দিনের মধ্যে সম্পূর্ণ করে স্কুলে পাঠাবেন পড়ুয়ারা। নির্দিষ্ট মাপকাঠিতে তাতে নম্বর দেবেন শিক্ষকরা।
এতে জোড়া সুবিধা হবে। প্রথমত, ছাত্রছাত্রীরা বাড়িতে কতটা পড়াশুনো করছে তা জানা যাবে। দ্বিতীয়ত, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা-ও নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না। ফলে এই অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর ব্যবহার করা যাবে।