Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষক নিয়োগ; আরও কড়া আদালত

 ৬:৫৭ PM     kolkata     No comments   

 

টেট নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি টেট (TET)-এর একটি মামলায় নিজের পকেট থেকে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্যকে। চলতে থাকা এই বিতর্কের মধ্যে সোমবার আবারও এই টেটেরই একটি মামলায় বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালতের রায়ের অবমাননা করেছেন তিনি।

কেন এই অবমাননা, আগামী তিন সপ্তাহের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত। 

এই মামলাটি ছিল, টেটের ভুল প্রশ্ন 'অ্যাটেন্ড' নিয়ে। অর্থাৎ যে প্রশ্নগুলি নিয়ে বিতর্ক সেগুলির যদি কেউ উত্তর দেন, তা হলে তা ঠিক হোক বা ভুল নম্বর দিতে হবে বোর্ডকে।  ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। শুরু হয় আদালত অবমাননার মামলা। সোমবার সেই মামলার শুনানি চলাকালীন নির্দেশ দেওয়া হয় মানিক ভট্টাচার্যকেও এই মামলায় যুক্ত করা হোক। কেন তিনি আদালতের নির্দেশ বাস্তবায়িত করেননি, কেন বিচারপতির নির্দেশ মানেননি তা জানতে চেয়েই এই মামলায় মানিক ভট্টাচার্যকে যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে। আগামী ৪ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলে যাচ্ছেন চন্দনা বাউড়ি?

 ৫:৫৮ PM     kolkata     No comments   

 

শালতোড়ার বিজেপি বিধায়কের 'দ্বিতীয় বিয়ে'র জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এই নিয়ে চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। ফেসবুক লাইভে 'দ্বিতীয় স্বামী'কৃষ্ণ কুণ্ডু জোর গলায় বলেছেন, দলকে শিক্ষা দিতেই একাজ করেছেন তাঁরা। এমন বিতর্কের মাঝে শোনা যাচ্ছে, এবার তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি।

যদিও এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিধায়ক। প্রার্থী হওয়ার পরই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বাঁকুড়ার শালতোড়ার অত্যন্ত দরিদ্র পরিবারের চন্দনা বাউড়ি। প্রার্থী হয়েই বিজেপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি। কোমর বেঁধে নেমেছিলেন ভোটের কাজে। দরিদ্র পরিবারের বধূ চন্দনার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন সকলেই। বিপুল ভোটে জয়ী হন তিনি। এক চিলতে ঘর থেকে বিধানসভা, কার্যত সিনেমার মতো বদলে যায় চন্দনার জীবন। তবে মাত্র কয়েকমাসেই ছন্দপতন ঘটে । 

বিধায়ক হওয়ার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন চন্দনা বাউড়ি। আগস্ট মাসে অভিযোগ ওঠে, স্বামী-সন্তানকে ছেড়ে বিজেপি কর্মী তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেছেন চন্দনা। তিনি অভিযোগ অস্বীকার করলেও 'দ্বিতীয় স্বামী' কৃষ্ণ নাছোড়বান্দা। তিনি বারবার দাবি করেছেন, চন্দনা তাঁর বিবাহিত স্ত্রী। ফেসবুক লাইভে সুভাষ সরকার-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি দাবি করেছেন যে, দলকে শিক্ষা দিতেই এই সিদ্ধান্ত। কৃষ্ণ কুণ্ডুর মনে যে বিজেপির প্রতি তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এলাকা সূত্রে জানা গিয়েছে,  ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাঁর সূত্র ধরেই চন্দনা বাউড়িও বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেই খবর। যদিও বিষয়টি সম্পূর্ণ ভিত্তীহীন বলেই দাবি শালতোড়ার বিধায়কের। তাঁর দাবি, দলের তরফে তাঁকে কোণঠাসা করা হলেও তিনি বিজেপিতেই থাকবেন। যদিও বাঁকুড়া বিজেপির একাংশের দাবি, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কারণেই যে কোনও মুহূর্তে তৃণমূলে যোগ দিতে পারেন চন্দনা। তবে জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল সাঁতরা জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই চন্দনা বাউড়িকে দলে নেওয়া হবে না। সত্যিই কি দল বদলাবেন চন্দনা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। 
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবস্থান বদল; ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে লড়বে কংগ্রেস

 ৫:১৯ PM     kolkata     No comments   

 

ফের রাজ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের নির্বাচন হতে চলেছে। আর এই কেন্দ্রের দিকে নজর থাকবে গোটা রাজ্যের মানুষের। ভবানীপুর উপনির্বাচন নিয়ে এবার ১৮০ ডিগ্রি অবস্থান বদল করল কংগ্রেস। সোমবার এ নিয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস। ইতিমধ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন অধীর চৌধুরী।

বামেদের সঙ্গে জোট অক্ষুণ্ণ রেখেই এই সিদ্ধান্তে নিল প্রদেশ কংগ্রেস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের  প্রতিপক্ষ হিসেবে 'হাত' শিবির থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনও সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস নেতৃত্ব। নাম পাঠানো হচ্ছে দিল্লিতে AICC-র কাছে। প্রথমে ভবানীপুর উপনির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কোনও প্রার্থী দিতে নারাজ ছিল। অধীর চৌধুরীর নিজের মত ছিল, এত বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে যে এই অবস্থায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই উপনির্বাচনী লড়াই থেকে নিজেদের বিরত রাখতে চায় কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দলের মত ভিন্ন। কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে লড়তে চায়। সোমবার প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ সদস্যই মমতার বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে । তাই প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

 ৪:৪৮ PM     kolkata     No comments   

 

সরকারের বিরুদ্ধে পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বহু অভিযোগ আছে। একাধিক দাবিতে আন্দোলনেও নামতে দেখা গিয়েছে এই সমস্ত শিক্ষকদের। গতকাল শিক্ষক দিবসেই রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট বার্তায় জানান, এই রাজ্যে পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি যে-অবিচার হচ্ছে, তার অবসান হোক। এই টুইট প্রসঙ্গে ব্রাত্যবাবু বিকাশ ভবনে জানান, অন্য রাজ্যগুলিতে শিক্ষকদের অবস্থা কী, তার খোঁজ নিলে দেখা যাবে, ত্রিপুরায় নিয়োগপত্র হাতে পাওয়া ১০,৩২৩ জন স্থায়ী শিক্ষকের চাকরি চলে গিয়েছে।

এ রাজ্যে পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের ৬০ বছরের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে প্রচুর সুযোগ-সুবিধা। ভবিষ্যতে যদি তাঁদের কোনও ন্যায্য দাবি থাকে, তা-ও বিবেচনা করা হবে। "রাজ্যপাল মহোদয় যদি একটু ত্রিপুরার কথা বলেন...! মহারাষ্ট্রের শিক্ষকেরা এখনও সরকারের আওতার মধ্যে নেই। গুজরাতের অধিকাংশ শিক্ষক সরকারি মাইনে পান না। উনি এগুলো নিয়ে বললে ভাল লাগবে," বলেন ব্রাত্যবাবু। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে কবে খুলবে স্কুল? কি জানালেন শিক্ষামন্ত্রী? পড়ুন

 ৪:৩৩ PM     kolkata     No comments   

 

আগেই জোরদার দাবি উঠছে সর্বস্তরেই। বঙ্গে করোনার প্রকোপ নিম্নমুখী হলেও এখনই স্কুল খোলা উচিত হবে কি না, সেই বিষয়ে অভিভাবকেরা এখনও দ্বিধাবিভক্ত। অনেক অভিভাবক এখনই স্কুল চালু করার বিপক্ষে বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

শিক্ষক দিবসে বিকাশ ভবনে শিক্ষারত্ন বিতরণের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, "এখন স্কুল খোলা ঠিক হবে কি না, সেই বিষয়ে অভিভাবক এবং শিক্ষাবিদদের মতামত জানতে একটি সমীক্ষা চালানো হচ্ছে।

তাতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেক অভিভাবকই কিন্তু এই করোনা পরিস্থিতিতে স্কুল না-খোলার পক্ষে।"  তবে স্কুল কবে খুলবে, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। 

করোনা পরিস্থিতি বিবেচনা করে পুজোর পরে স্কুল খোলা হতে পারে বলে মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই কথার ভিত্তিতে শিক্ষা দফতর দীর্ঘদিন ধরে বন্ধ স্কুলগুলির পরিকাঠামো ঠিকঠাক আছে কি না, তা জানতে একটি সমীক্ষাও চালায়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মমতার পাশে বিশ্ব ব্যাংক; মঞ্জুর হতে পারে বিপুল অংকের ঋণ

 ১২:২৬ AM     kolkata     No comments   

কন্যাশ্রী সহ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের হাত ধরে আন্তর্জাতিক স্তরে বিশেষ খ্যাতি অর্জন করেছে আগেই। সেই উন্নয়নমূক কার্যকলাপ যাতে আরও তরান্বিত হয় সেই লক্ষ্যে এবার রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চলেছে বিশ্ব ব্যাংক।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, এবার ১২.৫০ কোটি মার্কিন ডলার ঋণ হিসেবে বরাদ্দ করতে পারে বিশ্ব ব্যাংক। ভারতীয় মুদ্রায় সেই অংক প্রায় ৯১২ কোটি। 

সূত্রে খবর, 'উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের' অধীনে আর্থিক সাহায্যের পরিকল্পনা নিয়েছে বিশ্ব ব্যাংক। সব ঠিকঠাক থাকলে অতিদ্রুত ঋণ মঞ্জুর করতে পারে বিশ্ব ব্যাংক। 

করোনা অতিমারির মাঝেও থেমে নেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। প্রতিশ্রুতি মোতাবেক ঘোষণা করেছেন বেশকিছু প্রকল্প। তার বেশিরভাগই মহিলাদের জন্য ঘোষি। মুখ্যমন্ত্রীর একের পর এক ঘোষণায় প্রায় ঘুম উড়তে বসেছিল আমলাদের। কি করে বিপুল অংকের টাকা জোগার হবে সেই ভাবনায় ডুবে গিয়েছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে স্বস্তি দিয়ে রাজ্যের পাশে দাঁড়াতে চলেছে বিশ্ব ব্যাংক। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

দেহরক্ষীর রহস্যমৃত্যুতে শুভেন্দুকে তলব করল সিআইডি!

 ১১:২২ PM     kolkata     No comments   

 

শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর রহস্যমৃত্যু-কাণ্ডে কাঁথি থানায় দায়ের হয়েছে এফআইআর। প্রায় তিন বছর পরে ওই মামলার তদন্তে এবার বিরোধী দলনেতাকে তলব করল সিআইডি। সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দুকে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ানের ভিত্তিতে শুভেন্দুকে ডাকা হল বলে সিআইডি সূত্রের খবর। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ অক্টোবর কর্মরত অবস্থায় কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লাগে শুভব্রত চক্রবর্তীর। গুরুতর জখম হন তিনি।

তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পরের দিনেই তাঁর মৃত্যু হয়। 

স্বামীর মৃত্যুর কারণ জানতে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কেন তাঁর স্বামীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হল না? এই প্রশ্ন তুলেছেন তিনি। সুপর্ণা জানিয়েছিলেন, আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন তিনি। কিন্তু, তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যু রহস্যের সমাধান সম্ভব। নির্দেশ থাকা সত্ত্বেও কেন অ্যাম্বুল্যান্স আসতে দেরি হল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভব্রতর স্ত্রী। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন, চলতি বছরের ২১ মে তাঁকে হুমকি এবং শাসানি দেওয়া হয়। তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates