Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

দার্জিলিঙের আর্মি পাবলিক স্কুলে চলছে নিয়োগ; জেনে নিন বিস্তারিত

 ৬:১৫ PM     kolkata     No comments   

 

করোনা আবহে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দার্জিলিং-এর আর্মি পাবলিক স্কুল। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদেরই এই পদে নিয়োগ করা হবে। অঙ্ক এবং সংস্কৃত, মোট ২টি বিষয়ে শিক্ষক নিয়োগ করবে দার্জিলিং-এর আর্মি পাবলিক স্কুল।

দশম শ্রেণির পর্যায়ের শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তবে শুধু শিক্ষকই নয়, স্পেশাল এডুকেটর, অ্যাকাউন্ট্যান্ট ও ক্লার্ক পদেও নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের দার্জিলিং আর্মি স্কুলের প্রিন্সিপ্যালের কাছে তাঁদের আবেদনপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক হতে হবে প্রার্থীকে। এর পাশাপাশি B.Ed উত্তীর্ণ হতে হবে। স্নাতক এবং B.Ed, এই দুই স্তরের পরীক্ষাতেই অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে প্রার্থীকে। 

কী ভাবে করবেন আবেদন?

ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার জন্য প্রার্থীদের নিজেদের বায়ো-ডেটার সঙ্গে ছবি ও যাবতীয় নথি সেলফ অ্যাটেস্ট করে পাঠাতে হবে। আবেদন জানানোর ঠিকানা

Principal

Army Public School

Darjeeling, P/O- Ghoom

Dist: Darjeeling, West Bengal

Pin: 734102

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলার মুখে বড় ঘোষণা; সুবিধা পাবেন শিক্ষক-ছাত্র উভয়েই

 ৫:৫৪ PM     India     No comments   

 

আজ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে পালিত হবে শিক্ষক পর্ব। মঙ্গলবার অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন মোদী।

এর মধ্যে রয়েছে নিপুণ ভারত বিদ্যাঞ্জলি পোর্টালের জন্য নিষ্ঠা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষভাবে সক্ষমদের জন্য সাংকেতিক ভাষার অভিধান, অডিয়ো বুক, সিবিএসই-র জন্য স্কুল কোয়ালিটি অ্যাসিওরেন্স অয়ান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক। আগামী দিনের ভারত গঠনের জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রী। এদিন ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, "দেশ এখন স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করছে।  আমরা যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব, তখন আমাদের দেশ কেমন হবে, তার জন্য আমাদের এখন থেকে সংকল্প করতে হবে।" 

এদিকে সদ্যসমাপ্ত হওয়া টোকিও অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ টি স্কুল যাবেন এবং পড়ুয়াদের অনুপ্রাণিত করবেন বলেও জানান তিনি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলে পড়ুয়ারা তাঁদের থেকে অনুপ্রাণিত হতে পারবেন বলেও মনে করছেন প্রধানমন্ত্রী। 

আগামী দিনগুলিতে অডিয়ো বুক এবং টকিং বুক শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত শিক্ষাবিদদের। এর পাশাপাশি সাংকেতিক ভাষাকেও এখন দেশে পাঠক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেশে মোদী সরকারের আমলেই প্রথম এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রথম থেকে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা সিলেবাস কমিটির!

 ৫:২৯ PM     kolkata     No comments   

 

করোনার জেরে বন্ধ রাজ্য সহ দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এমন আবহে এবার স্কুলে কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের ভারও। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস। একিসাথে কমানো সিলেবাসেই অ্যাক্টিভিটি টাস্ক, জানাল সিলেবাস কমিটি।

মঙ্গলবার কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি।  বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। 

রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। মাঝে প্রায় দেড় বছর সময় কেটে গিয়েছে। এখন কোভিডের দ্বিতীয় ঢেউ মোটামুটি স্তিমিত হয়ে আসায় রাজ্যের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সকলের। তবে এর মাঝেই ঘরবন্দি শিশুরা। অনলাইনেই এখন ভরাসা পড়ুয়াদের। তাই তাদের ওপর থেকে মানসিক ও পড়াশোনার চাপ কমাতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুজো নিয়ে বড় ঘোষণা নবান্নর; মানতে হবে কোভিডবিধি

 ৫:০৯ PM     kolkata     No comments   

 

ইতিমধ্যে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দুর্গাপুজো বাকি মাত্র আর এক মাস। তার আগে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসল রাজ্য প্রশাসন। কোভিড পরিস্থিতিতে কী কী বিধি মেনে পুজো হবে, তা মঙ্গলবারের বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

এদিন রাজ্যের মুখ্যসচিব জানান, "রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবু পুজো কমিটিগুলিকে কোভিড বিধি মেনে চলতে হবে। বিধি মেনেই হবে পুজো হবে।" তিনি আরও জানিয়েছেন, প্রতিবারের মতোই রাজ্যের পুজো কমিটিগুলিকে এবারও দেওয়া হবে ৫০ হাজার টাকা। বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হল এদিন। মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ম যার যার, উৎসব সবার।  গত বছর করোনা পরিস্থিতির জেরে ধুমধাম করে পুজো করা সম্ভব হয়নি রাজ্যে। তার পরেও ক্লাবগুলির পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। প্রতি পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে; ভুল স্বীকার করে নিল SSC

 ৩:৫১ PM     kolkata     No comments   

নিয়োগ নিয়ে ফের গুরুত্বপূর্ণ মন্তব্য আদালতের। 'এসএসসি-র ওপর আমার কোনও বিশ্বাসই নেই।' ফের একবার কলকাতা হাইকোর্টের চরম ভৎসনার মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে। 

কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন আইনজীবী ফিরদৌসি শাসিম। জানা গিয়েছে,  তাঁর মক্কেল গোপাল মণ্ডল ২০১৬ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন। তাঁর বিষয় ছিল গণিত। ২০১৯ সালে ফল প্রকাশের পর তিনি দেখতে পান, তাঁর নাম চূড়ান্ত মেধাতালিকাতে নেই। এরপর তাঁর সন্দেহ হয়। তিনি আরটিআই করেন। দেখতে পান মেধাতালিকায় তাঁর নাম রয়েছে ২১৪ নম্বরে। তিনি ৬০ শতাংশ নম্বর পেয়েছেন।

কিন্তু তিনি চাকরি পাননি, পরিবর্তে চাকরি পেয়েছেন নীলমনি বর্মন নামে এক ব্যক্তি। 

অথচ মেধাতালিকায় নীলমনির নাম রয়েছে ২৫২ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৮.৬৭ শতাংশ। এরপর এসএলএসটি গণিতে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন গোবিন্দ মণ্ডল। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। 

এই মামলার শুনানি চলাকালীন নিজের ভুল স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তাদের বক্তব্য, নিয়োগে মেধাতালিকার নম্বরের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে তাদের  ভুল হয়েছে। ভুল স্বীকার করে কার্যত রিপোর্টও জমা করে কমিশন। এরপর শুনানির সময় এদিন সেই রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে পেশ করেন অ্যাডভোকেট জেনারেল। 

রিপোর্ট দেখে অত্যন্ত রেগে যান বিচারপতি। তিনি বিস্ময়ও প্রকাশ করেন। এরপরই অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশনের ওপর আমার কোনও ভরসা নেই।" উল্লেখ্য, টেট ও এসএসসি পরীক্ষা নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে, সেগুলি সবই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

'৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে', ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক

 ৯:৫৩ PM     kolkata     No comments   

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দপ্তর থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি দপ্তর থেকে বেরিয়ে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন তিনি। জানালেন, "সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। যা করার করে নিন। আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।" 

সকাল ১১টায় ইডির দপ্তরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার পর বেলা গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও ইডির দপ্তর থেকে বেরননি তিনি। শেষে ৯ ঘণ্টা পর রাত ৮টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন তিনি। এদিন জেরার পরও সাংবাদিকদের সামনে আত্মবিশ্বাসী তৃণমূলের সেনাপতি।  

বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে তোপ দেগে 'উৎখাতে'র ডাক দেন তিনি। দেশ থেকে বিজেপিকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, "যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে যাব। আমরাই বিজেপিকে হারাব।"  

কয়লা-কাণ্ডে গত ২৮ অগাস্ট অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় তাঁদের। রুজিরা তদন্তকারীদের জানান, দুই সন্তানের অভিভাবক তিনি। অতিমারি পরিস্থিতিতে তাঁদের নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। রবিবার শহর ছাড়ার আগে দমদম বিমানবন্দরে অভিষেক বলেছিলেন,'সব ধরনের তদন্তের মুখোমুখি হতে রাজি।'   

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুমরাহের মাথায় নতুন মুকুট; ওভালে ১৫৭ রানে বিরাট জয় কোহলীদের

 ৯:৩৪ PM     Sports     No comments   

 

জসপ্রীত বুমরাহের মাথায় নতুন মুকুট। কিংবদন্তি কপিল দেবকে টপকে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম একশো টেস্ট উইকেট শিকারের অনন্য নজির গড়লেন এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে ওলি পোপকে সাজঘরে ফিরিয়ে যে নজির গড়লেন তিনি। ৩ বছর আগে ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া বুমরাহের এটি কেরিয়ারে ২৪তম টেস্ট ম্যাচ। কপিল দেব তাঁর কেরিয়ারের ২৫ তম টেস্টে ১০০ উইকেট দখলের নজির গড়েছিলেন।

যে তালিকায় তার পরে রয়েছেন মহম্মদ সামি (২৯ টেস্ট), ইরফান পাঠান (২৯ টেস্ট)।

চতুর্থ দিনের খেলা ইংল্যান্ড যে ভাবে শেষ করেছিল তাতে মনে হচ্ছিল যে ড্র-এর দিকেই এগিয়ে যাচ্ছে ওভাল টেস্ট। পঞ্চম দিনের খেলাটা কিন্তু সেই ভাবেই শুরু হয়। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই অর্ধশতরান করে ফেলেন ররি বার্ন্স। যদিও পঞ্চাশ করার ঠিক পরের বলেই শার্দূলের বলে খোঁচা দিয়ে ফিরে যান তিনি। অধিনায়ক জো রুট করেন ৩৬ রান এবং ১৮ রান করেন ক্রিস ওকস। এছাড়া চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আর কোনও ব্রিটিশ ব্যাটসম্যান দশের উপর রান স্পর্শ করতে পারেননি। 

অন্যদিকে রীতিমতো বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় বোলাররা। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ একটাও উইকেট পাননি। তবে দলের বাকি বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates