করোনা আবহে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৫৪ জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। www.nbu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
প্রয়াত অক্ষয় কুমারের মা!
প্রয়াত হলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল অরুণার। আজ, বুধবার সকালে নেটমাধ্যমে মায়ের মৃত্যু খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।
ভবানীপুরে মমতার বিরুদ্ধে সিপিআই(এম) প্রার্থী শ্রীজীব বিশ্বাস!
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে হচ্ছেন CPIM-এর প্রার্থী? নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই নানা জল্পনা চলছিল বাম শিবিরে। অবশেষে সামনে এল নাম। ভবানীপুর উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। সিপিআই(এম) প্রার্থী শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী বলে বেশ পরিচিত বাম নেতাদের কাছে।
চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের!
প্রায় ৬ মাস পর ফের সিবিআই তলবের মুখে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আগামী সপ্তাহে তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। ১৩ তারিখ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তাঁর।
গোয়েন্দাদের দাবি, তাঁদের কাছে একাধিক নথিপত্র ও প্রমাণ রয়েছে। যেই নথিপত্র থেকে প্রমাণিত হয় যে আইকোর চিটফান্ডের মালিকের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরিভাবে যোগাযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে আইকোর চিটফান্ডের তরফ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন? কোনও রকমভাবে কি টাকা আদান প্রদান হয়েছিল? আর কোন কোন প্রভাবশালী জড়িত থাকতে পারেন এই চিটফান্ডের সঙ্গে, তা জানার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিবিআই।
জবাবে অসঙ্গতি? ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেককে ফের তলব
কয়লাকাণ্ডে ২ দিন আগেই দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তার ৪৮ ঘণ্টার মধ্যেই বুধবার ফের অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ইস্যুতে ইডি সূত্রে দাবি করা হয়েছে, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্নের সদুত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে কয়লা-কাণ্ড নিয়ে তাঁকে একগুচ্ছ প্রশ্ন করা হয়।
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
তৃণমূলের দিকে বন্ধুত্বের হাত বাড়াল কংগ্রেস; ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস কি প্রার্থী দেবে, এই নিয়ে জল্পনা চলছিল বঙ্গ রাজনীতির অন্দরে। গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ নেতাই ভবানীপুরে লড়াই করার পক্ষে মত দেন। কিন্তু প্রদেশ নেতৃত্বের সেই সিদ্ধান্ত একপ্রকার প্রত্যাখ্যান করে দিল এআইসিসি। তাঁরা সিদ্ধান্ত নিল ভবানীপুরের উপনির্বাচনে কংগ্রেস কোনও প্রার্থী দেবেনা।
কল্পতরু মুখ্যমন্ত্রী; ৭ লক্ষ ছাত্রের অ্যাকাউন্টে ঢুকছে ১০ হাজার
পড়ুয়াদের জন্য আরও একবার কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাসের শুরুতেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকছে ১০ হাজার টাকা করে। ৭ লক্ষের বেশি পড়ুয়া পাচ্ছেন এই সুবিধা।
জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফে ৭২২ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হল রাজ্যের ছাত্র-ছাত্রীদের। রাজ্যে এই শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত সাত লক্ষ ২২ হাজার ৫৮১ জন পড়ুয়াকে ট্যাব কেনার টাকা দিয়েছে রাজ্য সরকার।
তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। গত বছর থেকেই ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এ বছরে সেই টাকা দেওয়া শুরু হল সেপ্টেম্বরে। গত ২ রা সেপ্টেম্বর থেকে ৪ ঠা সেপ্টেম্বর পর্যন্ত ৭ লক্ষের বেশি পড়ুয়াদের টাকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।






