Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

স্কুল খোলার চূড়ান্ত প্রস্তুতি; শিক্ষক-শিক্ষাকর্মীদের পরিবারের জন্য বড় উদ্যোগ নবান্নের

 ১:৪৭ PM     kolkata     No comments   

 

স্কুল খোলার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার স্কুল খোলার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি, তাঁদের পরিবারের সদস্যদেরও টিকাকরণ শুরু করতে চলেছে নবান্ন। এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, এই ধরনের ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে। এর জন্য দেওয়া হচ্ছে একটি গুগল ফর্মও। তা পূরণ করে তথ্য আপডেট করে তা অ্যাপ্রুভ করে পাঠাবেন ডিআইরা।

তার ভিত্তিতে টিকা দেওয়া হবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকার পোষিত এবং বেসরকারি, সমস্ত স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পাবেন। 

নির্দিষ্ট করে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষাকর্মী এবং তাঁদের পরিবারের টিকাকরণের ব্যবস্থা করতে হবে তাঁদের বাড়ির কাছাকাছি কেন্দ্রে। যাঁরা কর্মক্ষেত্রের কাছে কোনও টিকাদান কেন্দ্রে যেতে চান, তাঁরা সেই সুবিধাও পাবেন। এই বিকল্প থাকার ফলে দূরবর্তী জেলায় চাকরি করা শিক্ষক বা তাঁদের পরিবারকে ভোগান্তি পোহাতে হবে না। এর জন্য বিডিও এবং এসডিও অফিস, পুরসভা এবং পুর কর্পোরেশন কর্তৃপক্ষও কার্যকরী ভূমিকা নেবে। তারা কুপন বিলির দায়িত্বে থাকবে। সেই কুপন এবং আইডি কার্ড নিয়ে টিকাপ্রদান কেন্দ্রে যেতে হবে শিক্ষক, শিক্ষাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের। 

রাজ্য সরকারের হিসেব বলছে, সব মিলিয়ে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা (পার্শ্বশিক্ষক মিলিয়ে) ৪,৫৯,৪৪০। সেপ্টেম্বর মাঝামাঝি সময় পর্যন্ত টিকার দু’টি ডোজই নিয়ে ফেলেছেন ৩,৬৭,৯৭৪ জন। শুধুমাত্র একটি ডোজ নিয়েছেন ৬০,৩৮৬ জন। আর কোনও ডোজই নিয়েছেন ৩১,০৮০ জন। অর্থাৎ রাজ্যজুড়ে ৯০ হাজারেরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এখনও টিকা নিতে হবে। এর সঙ্গে থাকবেন তাঁদের পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই, সংখ্যাটি দাঁড়াতে পারে কয়েক লক্ষে। তাঁদের টিকাকরণ যত দ্রুত সম্ভব সেরে ফেলাই এখন চ্যালেঞ্জ সরকারের কাছে। এঁদের পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকাকরণও শুরু হয়ে যাচ্ছে আজ বুধবার থেকে। আর ১ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে স্কুলপড়ুয়াদের আধার কার্ড তৈরির পাইলট প্রকল্প। ১৮ বছরের কম বয়সিদের টিকাকরণে ছাড় এলেই তা যাতে কার্যকর করে ফেলা যায়, তাই সরকারের এই পরিকল্পনা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পাল্টি খেয়ে কানহাইয়া বললেন, 'কংগ্রেস ছাড়া এই দেশ বাঁচবে না'

 ১২:৩৬ AM     India     No comments   

দেশে ক্রমশ বামপন্থী রাজনীতির পরিসরটা ছোট হয়ে আসছে। তার আরেকটি উদাহরণ দেখা গেল মঙ্গলবার বিকেলে। সিপিআই ছেড়ে কংগ্রেসকে আপন করে নিলেন গত ৬-৭ বছর ধরে জাতীয় রাজনীতিতে বামপন্থার 'পোস্টার বয়' কানহাইয়া কুমার। 

কানহাইয়া কুমার জাতীয় রাজনীতির পরিচিত মুখ। নরেন্দ্র মোদীর বিরোধিতা হোক বা বিজেপিকে চাছাঁছোলা আক্রমণ-- কানহাইয়া কুমার অল্পদিনের মধ্যেই উঠে এসেছে প্রচারের শিরোনামে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ। এরপর লোকসভা ভোটে বিহারের বেগুসরাই থেকে সিপিআই-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিজেপির হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে পরাজিত হওয়া- কানহাইয়া কুমারের রাজনৈতিক উত্থান হয়েছে উল্কাগতিতে। জেএনইউকাণ্ডে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ-এর নেতা কানহাইয়ার গ্রেফতারির পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের তৎকালীন সহ-সভাপতি রাহুল গাঁধী। বলেছিলেন, কানহাইয়া দেশবিরোধী স্লোগান দেননি। এবার তাঁর হাত ধরেই কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া। তাঁর সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন গুজরাতের নির্দল বিধায়ক তথা দলিত নেতা জিগ্নেশ মেবাণীও। এদিন কানহাইয়া কুমার বলেন, কংগ্রেস হল একটা বিশাল জাহাজ। যদি একে বাঁচানো যায়, তাহলে আমার বিশ্বাস, বহু মানুষের আকাঙ্খাও বাঁচবে। সুরক্ষিত থাকবে মহাত্মা গাঁধীর ঐক্যতা, ভগৎ সিংহের সাহস এবং অম্বেডকরের সমানতা। সেই কারণেই আমি যোগ দিলাম। তিনি বলেন, কংগ্রেস স্রেফ একটা দল নয়, কংগ্রেস দেশের সবচেয়ে পুরনো ও সর্বাধিক গণতান্ত্রিক দল। শুধু আমি নই, অনেকেই মনে করেন, কংগ্রেস ছাড়া এই দেশ বাঁচবে না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ধাপে ধাপে স্কুল খোলার প্রস্তাব!

 ১২:১৯ AM     India     No comments   


করোনা আবহে দেড় বছর টানা বন্ধ স্কুল। অনলাইনে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। এবার ধাপে ধাপে স্কুল খোলার উপর জোর দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের কথায়, প্রথম শ্রেণি থেকেই ধাপে ধাপে স্কুল খোলা হোক এবার। আগে মাধ্যমিক স্তরের স্কুল।

পরে উচ্চমাধ্যমিক স্তরের স্কুল। দ্য ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চে প্রকাশিত একটি প্রতিবেদনে আইসিএমআর-এর বিশেষজ্ঞরা দেশের সর্বত্র স্কুল খোলার প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তা বোঝাতে রাষ্ট্রপুঞ্জের সংস্থা 'ইউনেস্কো'র একটি সাম্প্রতিক রিপোর্টে এই বিষয়টি তুলে ধরেছেন। এর পাশাপাশি এই রিপোর্টে আরও জানানো হয়েছে, ভারতের সবকটি রাজ্যে টানা দেড় বছর ধরে স্কুল বন্ধ থাকায়, ৩২ কোটিরও বেশি শিশুর পাঠ্যরত মানসিকতা নষ্ট হয়েছে। কারণ, এই শিশুরা স্কুলে গিয়ে যে নিয়মকানুনের বাধ্যবাধকতার মধ্যে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে ওঠে, করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় তাদের সেই অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পুজোর পরেই ক্লাস শুরু; ৩০জনের বেশি পড়ুয়া নয়

 ১১:৪৮ PM     India     No comments   

 

করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এবার তাই স্কুল খোলার উদ্যোগ নিল সরকার। এবার অসমে সামনের মাস থেকে প্রথম শ্রেণি থেকে পরবর্তী ক্লাসগুলিকে ফের খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, দুর্গাপুজোর পর ১৯শে অক্টোবর থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

নবম শ্রেণি, গ্র্য়াজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও টেকনিকাল কোর্সের ক্লাসগুলি ১লা অক্টোবর থেকে শুরু করা হবে। এদিকে অসম শিক্ষা দফতর সূত্রে খবর, দ্বাদশ শ্রেণি ও কলেজ, বিশ্ববিদ্যালয় ও টেকনিকাল ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ক্লাস ৬ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কয়েক হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি!

 ৫:২১ PM     kolkata     No comments   

করোনা আবহে নিয়োগ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সরকার। সম্প্রতি পঞ্জাবের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের তরফে প্রি-প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে।  ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুন-https://educationrecruitmentboard.com 

বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৩ সেপ্টেম্বর। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা আগামী ১১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ১১ অক্টোবর, ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। প্রি-Job Newsপ্রাইমারি শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মোট পদের সংখ্যা ৮৩৯৩টি রয়েছে বলে জানানো হয়েছে। 




Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পঞ্জাবে ফের নাটকীয় ঘটনা; ইস্তফা সিধুর

 ৩:৪৯ PM     India     No comments   

 

পঞ্জাবে কংগ্রেসের অস্বস্তি যেন কিছুতেই কাটছে না। আজকের ঘটনায় ফের একবার প্রমাণ হল। ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরও বিতর্ক কিছুতেই থামছে না। এবার পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু।

কংগ্রেসের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, অমরিন্দর সিংয়ের ইস্তফার পর নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংয়ের সঙ্গেও খুব একটা বনিবনা হচ্ছিল না দলের রাজ্য সভাপতির। সেই কারণেই কি পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দিলেন নভজ্যোৎ? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে পঞ্জাবের রাজনীতির অলিন্দে। 

আজই পঞ্জাবে নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন হয়েছে। এর কয়েক ঘণ্টা পরেই সনিয়ার কাছে সিধুর এই ইস্তফা দেওয়া অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সনিয়াকে লেখা চিঠিতে সিধু বলেছেন, সমঝোতার মধ্যেই চরিত্রের অবনমনের বীজ নিহিত থাকে। পঞ্জাবের ভবিষ্যত ও রাজ্যের কল্যাণের কর্মসূচি নিয়ে কোনওভাবেই আপোস করতে পারব না। সেজন্য প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে আমি কংগ্রেস কর্মী হিসেবেই কাজ করব। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাজে খরচ নয়, ব্যয়সঙ্কোচে কড়া নজর রাখছে রাজ্য সরকার

 ৩:৩৭ PM     kolkata     No comments   

 

বাজে খরচ বন্ধ করতে আগেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফলে সরকারি বিভিন্ন প্রকল্পের নজরদারির যে পদ্ধতি, তাতে বদল আনতে হচ্ছে দফতরগুলিকে। এবার তাই  প্রকল্প-এলাকা থেকে সরাসরি অগ্রগতির নজরদারি পদ্ধতি চালু হয়েছে পূর্ত দফতরে। প্রশাসনিক কর্তাদের বক্তব্য, টাকার অপচয় আটকাতে এই ব্যবস্থা যথেষ্ট কার্যকর হবে। 

প্রশাসনিক ব্যাখ্যায়, প্রকল্প শুরুর আগে কবে তা শেষ হবে, তার একটা প্রাথমিক অনুমান করে নেওয়া হয়।

কিন্তু অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, প্রকল্প নির্ধারিত সময়ের অনেক পরে শেষ হয়। ফলে প্রকল্পের খরচের প্রাথমিক যে অনুমান থাকে, তা ছাপিয়ে যায় সময়বৃদ্ধির সঙ্গে। গত বছর থেকে বিভিন্ন দফতরের খরচে লাগাম টানা হয়েছে। এ বছর ব্যয়বহুল একাধিক সামাজিক প্রকল্প কার্যকর হওয়ায় খরচের কড়াকড়ি অনেক বেড়েছে। ফলে শুধুমাত্র সময়সীমা বাড়ার কারণে বেশি খরচ করার 'বিলাসিতা' এখন আর যে চলবে না, তা বুঝছে সরকার। সেই কারণেই এই পদ্ধতি চালু হয়েছে, যাতে বিভিন্ন দফতর এবং জেলাপ্রশাসনগুলির মধ্যে সমন্বয় বাড়িয়ে সময়ের মধ্যে কোনও প্রকল্পের কাজ শেষ করা যায়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates