Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২ অক্টোবর, ২০২১

পড়ুয়াদের জন্য স্বস্তির খবর; গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত

 ১২:৪৭ AM     kolkata     No comments   

আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি পেলেন অভিভাবকরা। স্কুলের ফি মেটাতে না পারলেও কোনও ছাত্রছাত্রীর ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ করা চলবে না। বেসরকারি স্কুলগুলিকে এমন নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিল বলে আদালত সূত্রে জানা গিয়েছে। বকেয়া ফি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে দু-টো ভাগে ভাগ করে অভিভাবকদের টাকা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

২৫ অক্টোবরের মধ্যে ৮০শতাংশ টিউশন ফি ও সেশন ফি এবং ২০ শতাংশ স্কুলের অন্যান্য ফি আলাদা আলাদা আলাদা চেকে পেমেন্ট করার নির্দেশ দিল আদালত। স্কুলগুলো ওই টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে জমা রাখবে। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কুড়ি শতাংশ টাকা খরচ করতে পারবে না স্কুলগুলো। ২৫ অক্টোবরের পর স্কুলগুলি পৃথকভাবে কত টাকা কোন ছাত্রছাত্রীর থেকে থেকে পেয়েছে, সে ব্যাপারে তালিকা তৈরি করবে। তালিকা তৈরি করে আদালতকে জানাতে হবে। আগামী ৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরিতে পদোন্নতিতে সংরক্ষণকে বাড়তি গুরুত্ব নয়; জানালেন ফিরহাদ

 ১২:২৩ AM     kolkata     No comments   

কলকাতা পৌরনিগমের কর্মীদের পদোন্নতিতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আর পদোন্নতিতে সংরক্ষণকে গুরুত্ব দিতে নারাজ পৌর প্রশাসন। পদোন্নতি হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই। শুক্রবার পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, পৌরনিগমের কর্মীরা যে কোনও সম্প্রদায় বা যে কোনও জাতির মানুষ হতে পারেন।

কিন্তু পদন্নোতি পেতে গেলে একটি পদে ন্যূনতম তিন বছর কাজ করতে হবে পৌরনিগমের কর্মীদের। 

ফিরহাদ হাকিমের সাফ কথা, এ রকম হবে না যে আজ আপনি কাজে যোগদান করলেন এবং আগামিকাল আপনার উপরের পদটি খালি থাকায় আপনি নির্দিষ্ট একটি জাতির মানুষ‌ বলে পদোন্নতি পেয়ে যাবেন। আপনার নিচে এমন কেউ বসে রইলেন যিনি কাজটা জানেন অথচ তিনি প্রমোশনটা পেলেন পেলেন না। কাজ জানার পর অভিজ্ঞতার নিরিখে প্রমোশন। সেই জন্য প্রত্যেকটি স্টেজে ন্যূনতম তিন বছর কাজ করতেই হবে। তারপর তিনি পরবর্তী প্রমোশন পাবেন।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

এবার বিজেপি ছাড়তে পারেন বিধায়ক হিরণ!

 ৫:০০ PM     kolkata     No comments   

 

বিধানসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এর পরে ভোটযুদ্ধ জিতে বিধায়কও হয়েছিলেন অভিনেতা হিরণ। কিন্তু তারপর থেকেই দূরত্ব তৈরি হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। বর্তমানে বিধায়ককে দেখা যাচ্ছে না দলের ডাকা কোনও কর্মসূচিতে। আর এতেই শুরু হয়েছে কানাঘুষো। শোনা যাচ্ছে, এবার বিজেপি ছাড়তে পারেন হিরণ। 

দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ-সভাপতি পদে ছিলেন তিনি। ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন হিরণ। জানিয়েছিলেন, দলে সম্মান পাচ্ছেন না।

এরপর বিধানসভা ভোটের মুখে বিজেপিতে নাম লেখান তিনি। দলে যোগের 'পুরস্কার' স্বরূপ তাঁকে নির্বাচনে টিকিটও দিয়েছিল বিজেপি। জয়ও পেয়েছেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই পালটেছে পরিস্থিতি। জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হিরণের। ক্রমশ বেড়েছে সেই দূরত্ব। বর্তমানে কার্যত মুখ দেখাদেখি বন্ধ দিলীপ-হিরণের। দলের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় না বহুদিন হল। বর্তমানে দলের কোনও অনুষ্ঠানেই দেখা যায় না হিরণকে। যা স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে দলত্যাগের বিতর্ক। যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা হিরণ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবারও পুজো মণ্ডপে বহাল 'নো এন্ট্রি'!

 ১:৫০ PM     kolkata     No comments   

 

পুজোর সময় এবারও মণ্ডপে থাকছে 'নো এন্ট্রি', রাজ্যের আবেদন মেনে জানিয়ে দিল হাইকোর্ট। বহাল থাকছে গত বছর ১৯ ও ২১ অক্টোবর জারি হওয়া নির্দেশ। নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে জানানো হয় নির্দেশ জারি থাকলে আপত্তি নেই।

রাজ্যের তরফে আদালতে একথা জানান অ্যাডভোকেট জেনারেল।  এর ফলে এবারও দুর্গাপুজো ও কালীপুজোয় দর্শকশূন্য থাকবে মণ্ডপ। 

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও উড়িয়ে দেননি চিকিৎসকরা। ফলে করোনাবিধি মেনে যাতে এবারও দুর্গাপুজো হয়, সেই জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের থেকে পরামর্শ চায় কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে অ্যাডভোকেট জেনারেল জানান, এবারের পুজো মণ্ডপে 'নো এন্ট্রি' বহাল থাকছে। ২০২০-তে কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল তা মেনেই পুজো হবে। সমস্ত কোভিডবিধি মেনেই পুজো হবে। কেন্দ্র আগেই বলেছে, উৎসব হোক। তবে নিয়ম মেনে। আদালতে রাজ্যের দাবি সেটাই হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের বাড়ল করোনা বিধিনিষেধ; খুলছে না স্কুল-কলেজ; ঠাকুর দেখতে উঠল নাইট কার্ফু

 ১২:০০ AM     kolkata     No comments   

রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ। আগামিকাল, ১ অক্টোবর থেকে ৩১ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনা বিধিনিষেধ। তবে পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে এই নিষেধাজ্ঞা। উৎসবের ওই দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত পুজো উদযাপনে যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের চালু হবে নাইট কারফিউ।   

এদিনের বিজ্ঞপ্তিতেও লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও উল্লেখ নেই। তাই এটা ধরে নিতেই হবে যে, পুজোর সময় যথারীতি লোকাল ট্রেন বন্ধ থাকবে। পাশাপাশি পুজোর পরে স্কুল খোলার সম্ভাবনার কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী।

তবে এদিনের নির্দেশিকাতে স্কুল-কলেজ খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। আগেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, গ্রামীণ ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ভ্যাকসিনেশন না হওয়া পর্যন্ত লোকাল ট্রেনে ছাড়পত্র দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করবে না। সেইরকমই এদিনের বিধিনিষেধে প্রতিফলিত হয়েছে। মাস্ক পরে বাইরে বের হওয়া, শারীরিক দূরত্ব বিধি মেনে চলা, স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

কয়লাকাণ্ডে সশরীরে হাজিরা দিতেই হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে: আদালত

 ৩:৫০ PM     kolkata     No comments   

 

কয়লাকাণ্ডে সশরীরে হাজিরা দিতেই হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। জানাল পাতিয়ালা হাউস কোর্ট। হাজিরাতে ছাড় চেয়েছিলেন রুজিরা, তাতে অনুমোদন দিল না আদালত।  ১২ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কোভিড-আবহে ছোট বাচ্চাদের ছেড়ে আসতে পারবেন না দিল্লিতে, তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা, আদালতে জানান রুজিরা বন্দ্যোপাধ্যায়। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানিয়েছেন ইডি-র আইনজীবী।  

কয়লাকাণ্ডে সবার প্রথম সেপ্টেম্বর মাসেই সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ডাকে অভিষেক সাড়া দেন। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন।

কিন্তু যাননি রুজিরা। তিনি পালটা চিঠি দিয়ে ইডি-র আধিকারিকদের নিজের বাসভবনে ডেকে পাঠান। কারণ হিসেবে উল্লেখ করেন, তিনি দুই সন্তানের মা। কোভিড পরিস্থিতিতে একা দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব না। সেই কারণে যেন কলকাতার দফতর থেকে আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে যা প্রশ্ন করার সেটা করেন। 

রুজিরার এই আমন্ত্রণে সাড়া দেয়নি আর্থিক তছরূপের তদন্ত করা এই কেন্দ্রীয় সংস্থা। জানা যায়, অভিষেককে আরও কয়েকবার তলব করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। এই মর্মে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। চিফ মেট্রোপলিটান আদালতের বিচারক রুজিরাকে সমন পাঠান। একাধিক তলব সত্ত্বেও রুজিরা হাজিরা এড়িয়ে যাচ্ছেন, ইডি-র এই অভিযোগের প্রেক্ষিতেই এই সমন পাঠানো হয়। 

দিল্লি হাইকোর্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় জানান, ইডি আধিকারিকরা চাইলে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারেন। প্রয়োজনে গ্রেফতারও করতে পারেন। কিন্তু যেটাই করা হয়, সেটা যেন কলকাতাতেই হয়। দিল্লি তলব থেকে যাতে রেহাই মেলে, তার জন্য আবেদন করেন রুজিরা। আইন মেনে কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করুক ইডি। এই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের অভিষেক-রুজিরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কংগ্রেসে নির্বাচিত সভাপতিই নেই, সিদ্ধান্ত কে নেন, জানি না; বিস্ফোরক কপিল সিবাল

 ১২:৩০ AM     India     No comments   

 

একের পর এক নেতা দল ছাড়ছেন, পঞ্জাবে সিধুকে নিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে কংগ্রেস। এই অবস্থায় নাম না করে গান্ধী পরিবারকে আক্রমণ করলেন বিদ্রোহী শিবিরের অন্যতম নেতা কপিল সিব্বল। তাঁর কথায়,''দলে কোনও স্থায়ী সভাপতি নেই। কে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই তো বুঝে উঠতে পারছি না।" রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সনিয়া। তবে সনিয়া অসুস্থ থাকায় প্রিয়াঙ্কা ও রাহুল মিলেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন বলে খবর।      

প্রসঙ্গত কপিল সিবাল সহ ২৩ জন শীর্ষ নেতা গত বছর আগস্টে সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন।

চিঠিতে শীর্ষ নেতৃত্বের রদবদলের দাবি তোলেন। চান, এবার কংগ্রেসকে কেউ সামনে থেকে নেতৃত্ব দিন। বর্তমান নেতৃত্বের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সেই নিয়ে বতর্ক হয় বিস্তর। ওই বিক্ষুব্ধ দলে ছিলেন গুলাম নবি আজাদ। তিনিও ফের একহাত নিলেন। নাম না করলেও নিশানায় যে গান্ধী পরিবার, বলতে হয় না। 

আজাদ বললেন, 'কেন সকলে কংগ্রেস ছাড়ছেন?‌ হয়তো আমাদের দেখা উচিত, যে এটা আমাদের দোষ কিনা!‌ এখনই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা উচিত, যাতে কথাবার্তা শুরু করা যায়। আমরা দলের নীতি বিসর্জন দিয়ে যেখানে সেখানে যাব না। মজার বিষয় হল, যাঁর ওঁদের (‌নেতৃত্বের)‌ কাছের, তাঁরাই ছেড়ে চলে গিয়েছে। আর যাঁদের ওঁরা কাছের ভাবেন না, তাঁরাই রয়ে গিয়েছেন।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates