Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আপাতত ইডি-সিবিআইকে হাজিরা দিতে হবে না বিধানসভায়!

 ৭:৫৯ PM     kolkata     No comments   

 

সিবিআই অফিসার ও ইডি আধিকারিকদের আপাতত স্পিকারের কাছে য়াওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আজ মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "স্পিকার সিবিআই ও ইডি আধিকারিকদের কোনও সমন পাঠাননি। একটা নোটিশ দিয়েছিলেন মাত্র।"

তবে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা নিজের বক্তব্য জানানোর জন্য আগামিকাল পর্যন্ত সময় চেয়ে নেন। বিচারপতি রাজশেখর মান্থা সলিসিটর জেনারেলের আরজিতে সম্মতি জানিয়েছেন। শুক্রবার বেলা দু-টোর সময় মামলার শুনানি। 

আজ বৃহস্পতিবার আদালতে ছিল সেই মামলার শুনানি। এই ব্যাপারে কেন্দ্র আরও কিছু বক্তব্য জানাতে চায় আদালতে। এ দিনের শুনানিতে  সওয়াল-জবাব শোনার পর বলেন, 'একজন স্পিকারের জন্য কিছু আইন আছে, আবার ইডি ও সিবিআই-এর জন্যও আছে পৃথক আইন।  তাই কী করতে হবে না হবে, তা তারা জানে।' সুপ্রিম কোর্টে একই রকম একটি মামলা আছে বলেও জানান বিচারপতি। তিনি নির্দেশ দিয়েছেন, আপাতত কোনও সমন পাঠানো যাবে না। তাই এই মামলাতে স্বস্তি পেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দলবিরোধী মন্তব্যের শাস্তি; বিজেপিতে পদ খোয়ালেন মানেকা-বরুণ

 ৫:৫০ PM     India     No comments   

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে আগেই বাদ পড়েছিলেন মানেকা গান্ধী। এবার ভারতীয় জনতা পার্টির সংগঠনেও তাঁর গুরুত্ব কমল। তিনি বাদ পড়লেন বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতি থেকে।

একই সঙ্গে তাঁর ছেলে বরুণ গান্ধীকেও বাদ দেওয়া  হয়েছে ওই কমিটি থেকে। 

আগামী বছরই সাত রাজ্যের বিধানসভা নির্বাচন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রাজ্য হল- উত্তরপ্রদেশ এবং গুজরাট। আবার ২০২৪ সালে রয়েছে লোকসভা ভোট। তার আগে ঢেলে সাজানো হল বিজেপির জাতীয়স্তরের সংগঠন- ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। বৃহস্পতিবার তাদের সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করল বিজেপি। ৮০ সদস্যের কমিটি থেকে বাদ পড়েছেন বরুণ এবং মানেকা গান্ধী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ নিয়ে ভাল খবর; শুরু আবেদন প্রক্রিয়া; বিস্তারিত পড়ুন

 ৪:৪৩ PM     India     No comments   

 

করোনার কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এমন সময় নিয়োগ নিয়ে ভাল খবর। ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ। মোট ৭৮০০টি শূন্যপদে নিয়োগ করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS। বৃহস্পতিবার শুরু হল আবেদন প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা ibps.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের ন্যুনতম যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েট হতে হবে। ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন করতে গেলে দিতে হবে ৮৫০ টাকা। তপশীলি ও অন্যান্য সংরক্ষিত সম্প্রদায়ের আবেদনকারীদের দিতে হবে ১৭৫ টাকা।



 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত!

 ৪:২৩ PM     kolkata     No comments   

 


কয়েকদিন ধরে বেসুরো ঠেকছিল তাঁর সুর। অবশেষে ঘরওয়াপসি সব্যসাচী দত্তের। বিধানসভায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে এসে তৃণমূলে যোগ দিলেন সব্যসাচী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনই পুরনো দলে ফিরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। দুর্গাপুজো থেকে লখিমপুর খেরি নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যে বিজেপি বিরোধী সুরই ধরা পড়ছিল। 

উল্লেখ্য, লখিমপুর খেরিতে প্রতিবাদী চার কৃষক-সহ আটজনের মৃত্যু নিয়ে বর্তমানে উত্তাল গোটা দেশ। আর সেই ঘটনা নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বিজেপির নেতা। লখিমপুরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের ফাঁসি চাইলেন তিনি। বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত।

আসন্ন খড়দহ উপনির্বাচনের দলীয় ইনচার্জও তিনি।

তা সত্ত্বেও বিজেপি নেতা সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা বেশ কয়েকমাস ধরে চলছে রাজনৈতিক মহলে। লখিমপুরের ঘটনা নিয়ে সব্যসাচী দত্ত বলেন, 'কার গাড়ি সেটা বড় কথা নয় ,যে ঘটনা ভাইরাল হয়েছে, টিভিতে দেখছি। তা খুব দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি। এছাড়া আর কোনও শাস্তি হওয়া উচিত নয়।' 

এখানেই থামেননি সব্যসাচি। লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ নিয়েও মন্তব্য করেছেন তিনি। যদিও তিনি বলেন, 'এ বিষয়ে কমেন্ট করার আমার কোনও ভাষা নেই। কৃষকদের পিষে মারা হয়েছে। সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। তারপরে এই ধরণের মন্তব্য যদি কেউ করে তাহলে সেটা তার চিন্তা ভাবনা, তার অভিপ্রায়। আমি তার সম্বন্ধে কী বলব। তিনি মানুষকে পিষে মারাটা যদি সমর্থন করেন তাহলে বলতে পারব না।' 

এর পাশাপাশি বিজেপির দুর্গাপুজো নিয়েও মন্তব্য করলেন গতবারের অন্যতম উদ্যোক্তা। গতবছর ভোটের মুখে সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু এবছর কি হবে? প্রশ্নের উত্তরে সব্যসাচী বলেন, 'গতবছর ছিল প্রি-ইলেকশান ম্যানিফেস্টো, এ বার পোস্ট-ইলেকশান ম্যানিফেস্টো।' 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

 ২:১৮ PM     kolkata     No comments   

 

বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই আসনেও জিতে আসা দুই তৃণমূল বিধায়ক জাকির হোসেন, আমিরুল ইসলামও একইসঙ্গে শুভক্ষণে নিচ্ছেন শপথ। বিধানসভার অধিবেশন কক্ষে হয় শপথ অনুষ্ঠান। দেবীপক্ষের শুরুতেই শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথবাক্য পাঠ নিয়ে বিতর্কের পর শেষমেশ সিদ্ধান্ত হয় রাজ্যপালই শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে স্থির হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল ১১টা ৪৫ মিনিটে। পরবর্তী সময়ে রাজ্যের পরিষদীয় দফতরের অনুরোধে শপথ অনুষ্ঠান পিছিয়ে করা হয় বেলা দু-টোয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিতে লাগবে টিকার জোড়া ডোজ, নয়া নির্দেশিকা আদালতের

 ২:০৯ PM     kolkata     No comments   

  

সামনেই দুর্গাপুজো। আর এই পুজো নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের। আদালত জানিয়েছে, 'ভ্যাকসিনের দু-টি ডোজ নিলে, তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি দেওয়া যাবে। ভ্যাকসিনের দুটি ডোজ নিলে, তবেই সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে।'

হাইকোর্ট আরও বলেছে, 'ভ্যাকসিনের দু-টি ডোজ নিলেও মাস্ক পরা বাধ্যতামূলক। বড় প্যান্ডেলে একসঙ্গে সর্বাধিক ৬০ জন থাকতে পারবেন। ছোট মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন। নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। নিয়ম না মানলে পুজোর অনুমতি বাতিল করতে পারে পুলিশ।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কয়লাকাণ্ডে নয়া মোড়; আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব ইডি-র

 ১:৫৮ PM     kolkata     No comments   

 

কয়লাকাণ্ডে ফের নয়া মোড়। এবার আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১১ অক্টোবর সকাল ১১টা নাগাদ দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে রাজ্যের গোয়েন্দা প্রধানকে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংহকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে ইডি।

সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডি-র দাবি, বয়ান মিলিয়ে দেখে রাজ্যের গোয়েন্দা প্রধানকে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই জ্ঞানবন্ত সিংহ-কে ইডি-র দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।  

এখানে বলে রাখা প্রয়োজন, কয়লাকাণ্ডে আগেও কেন্দ্রীয় তদন্তকারী দলের মুখোমুখি হতে হয়েছিল জ্ঞানবন্তকে। গত এপ্রিল মাসে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল জ্ঞানবন্তকে।  প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সিবিআই দাবি করে, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে। একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। তারই তথ্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় শীর্ষস্থানীয় আইপিএস কর্তাকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates