লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। আবেদনকারী সবার অ্যাকাউন্টেই যাতে টাকা পৌঁছে দেওয়া যায় তারজন্য নতুন করে নির্দেশিকা জারি করর নবান্ন। জমা দেওয়া আবেদনপত্রে যদি কিছু সমস্যা থাকে তাহলে প্রশাসনের তরফ থেকেই সেই বিষয়টি ভেরিফাই করে আবেদনের যথাযোগ্যতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবারই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার এক কোটি মায়েদের অ্যাকাউন্টে দুই মাসের (সেপ্টেম্বর ও অক্টোবর) টাকা পৌঁছে গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
শাহরুখ-পুত্রকে মাদক দিয়েছেন চাঙ্কি-কন্যা; অনন্যাকে সোমবার ফের তলব
মাদক মামলায় নয়া মোড়। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ফের তলব করল NCB। সোমবার ফের অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে খবর।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ এনসিবির অফিসে পৌঁছনোর কথা থাকলেও, বেলা আড়াইটে নাগাদ বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়ে এনসিবির দফতরে পৌঁছন অনন্যা। শাহরুখ-পুত্র আরিয়ানকে তিনবার মাদক সরবরাহ করেছিলেন অনন্যা, এমন চাঞ্চল্যকর দাবিই করেছে NCB। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন অনন্যা।
ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলার অভিযোগ!
ত্রিপুরায় ফের আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ত্রিপুরার আমতলিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ওঠে হামলার অভিযোগ।
আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরায় পুরভোট, সেই জন্য 'ত্রিপুরার জন্য তৃণমূল' প্রচার-গাড়িতে আজ থেকে জনসম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। সুস্মিতা দেবের নেতৃত্বে সেই প্রচার গাড়ি ত্রিপুরার আমতলি বাজারেরে কাছে পৌঁছতে গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ গাড়ি ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সুস্মিতা দেব সহ তৃণমূলের কর্মী-সমর্থকদের। আপাতত সুস্মিতা দেব সহ বাকি তৃণমূল কর্মী-সমর্থকদের আইএসএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুশ্রুষার জন্য। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
মুম্বইয়ে বহুতলের আগুন; বাঁচতে মরণঝাঁপ; মৃত্যু যুবকের
দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি কিউরি রোডের অভিগ্না পার্ক অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। ৬০ তলা ওই বিল্ডিংয়ের ২০ তলায় আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে দমকলের ৬০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।
দক্ষিণ মুম্বইয়ে কারি রোডের অবিঘ্না অ্যাপার্টমেন্ট। ৬০ তলা আবাসনের কোনও কোনও তলায় থাকেন ব্যবসায়ীরা। কোথাও বা কয়েকটি পরিবারের বাস। সেখানেই শুক্রবার দুপুর নাগাদ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা। দমকল বিভাগের কর্মীরা সেখানে তড়িঘড়ি পৌঁছনোর চেষ্টা করলেও বেশ বেগ পেতে হয় তাঁদের।
কলকাতায় শিশুদের জন্য খোলা হচ্ছে সেফ হোম; আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০
পুজোর ভিড় দেখেই চিকিৎসকেরা আগেই আশঙ্কা করেছিলেন, উৎসব মিটলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে। গত তিনদিন ধরে করোনা আক্রান্তের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে পুরকর্তারা। বিশেষত কলকাতার (Kolkata) দৈনিক সংক্রমণের রিপোর্ট নতুন করে চিন্তায় ফেলেছে আধিকারিকদের।
হাজার কোটির বিনিয়োগ; দু'বছরের মধ্যে কর্ম সংস্থানের সুযোগ
আদিত্য বিড়লা গোষ্ঠী রাজ্যে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তৈরি হবে বিশাল বড় রং কারখানা। সেখানে বহু কর্মসংস্থানের সুযোগ পাবেন রাজ্যের চাকরি প্রার্থীরা।আদিত্য বিড়লা গ্রুপের দাবি, এতে ৬০০ মানুষের কর্মসংস্থান হবে। দেড় থেকে ২ বছরের মধ্যে কারখানায় রং উৎপাদন হবে, এমনটাই খবর নবান্ন সূত্রে।
গ্রেফতার বাংলাদেশে অশান্তির মূল চক্রী!
অবশেষে কক্সবাজার থেকে গ্রেফতার বাংলাদেশে অশান্তির মূলচক্রী ইকবাল হোসেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার ১২টা নাগাদ সুগন্ধা সৈকত থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। সূত্রের খবর, ইকবালকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। গতকাল রাতে সিসিটিভি ফুটেজ দেখে ইকবালকে চিহ্নিত করে বাংলাদেশের পুলিশ।