Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

করোনা আটকাতে টিকার দু-টি ডোজ যথেষ্ট নয়, নিতে হতে পারে বুস্টারও

 ১২:৪৭ AM     kolkata     No comments   

 

সদ্য টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা পেরিয়েছে দেশ। সরকারের দেওয়া তথ্য অনুসারে, দেশের জনসংখ্যার গরিষ্ঠ অংশই অন্তত একটি করে করোনা টিকার ডোজ পেয়ে গিয়েছেন। কিন্তু তবুও নিশ্চিত হওয়া যাচ্ছে না সংক্রমণের প্রতিরোধ নিয়ে।

গোটা বিশ্বেই আলোচনায় রয়েছে বুস্টার ডোজের বিষয়টি। এবার বুস্টার নিয়ে মুখ খুললেন AIIMS প্রধান ড. রণদীপ গুলেরিয়া। তিনি ইঙ্গিত দিলেন ১ বছর পরে দেশে বুস্টার ডোজও দেওয়া হতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, হয়তো করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার দরকার হতে পারে আগামী বছরে। এর পাশাপাশি শিশুদের টিকাকরণ প্রসঙ্গে তাঁর দাবি, শিগগিরি হয়তো শিশুদের টিকাকরণ শুরু হতে পারে দেশজুড়ে। বুস্টার শট নিয়ে বলেন,"আমরা অ্যান্টিবডির বিষয়ে বিচার করে বুস্টার সংক্রান্ত সিদ্ধান্ত নেব না। এই সিদ্ধান্ত নেওয়া হবে সময় দেখে।  অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পরে সেটা দেওয়া যেতে পারে তা বিবেচনা করা হতে পারে। সাধারণ ভাবে বলা যায়, অন্তত এক বছর পরে এনিয়ে ভাবনাচিন্তা করা যাবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যজুড়ে ফের ফিরছে কনটেনমেন্ট জোন; পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন

 ১২:১৯ AM     kolkata     No comments   

 

পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই যে এ ভাবে তরতর করে বাড়তে থাকবে দৈনিক সংক্রমণ, তেমনটা প্রত্যাশা ছিল না প্রশাসনের। শুক্রবারের পর শনিবারও কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। এক লাফে একশোরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা।  

শুক্রবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ৪৪৯ জন।

আক্রান্তদের মধ্যে ৩১৮ জন কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়েছেন। বাকি ১৩১ জন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ধরা পড়েছেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য়ে ১৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।  প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। তবে আক্রান্তদের মধ্যে ৫৫ জন এখনও কোনও টিকা নেননি। 

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিলেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। আর যে বার্তার প্রয়োগও কার্যত শুরু হয়ে গেল শনিবার থেকেই। মাস্ক না পরায় উত্তরপাড়া, ডানকুনি থেকে গ্রেফতার হলেন প্রায় শতাধিক। এর পাশাপাশি বেলাগাম সংক্রমণে রাশ টানতে ফের কনটেনমেন্ট জোন ফেরানোর নির্দেশ দিল নবান্ন। তার প্রথম ধাপ হিসেবে পজিটিভ রোগীদের চিহ্নিত করার কাজে জোর দেওয়া হয়েছে। 

করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই। শনিবার সেই আশঙ্কাই যেন প্রতিফলিত হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। জুলাইয়ের পর রাজ্যে ফের একবার এক হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

কে এই পূজা? শুধুই কী শাহরুখের ম্যানেজার?

 ১১:৫৮ PM     Entertainment     No comments   

 

মাদক মামলায় বারবার এনসিবির অফিস থেকে শুরু করে আদালতে দেখা গিয়েছে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে। গতকাল, শুক্রবার তাঁকে নোটিশ পাঠায় এনসিবি। শনিবার তাঁকে তলব করে এনসিবি। সেই মতো এনসিবির অফিসে এসে পৌঁছান তিন। জানা যায়, আরিয়ানের মেডিক্যাল হিস্ট্রি ও এডুকেশনাল সার্টিফিকেট চেয়ে পাঠিয়েছে এনসিবি। ২০১২ সালে ম্যানেজার হিসাবে শাহরুখ খানের সঙ্গে যুক্ত হন পূজা। আর তার পর থেকে শাহরুখ ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত তিনি। তবে শুধু শাহরুখ নয়, গৌরী খানের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক। আরিয়ানের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক পূজার। আরিয়ানের গ্রেফতারি থেকে শুরু করে এনসিবি অফিস হোক বা আদালত সবসময় আরিয়ানের পাশে থেকেছেন তিনি। গত বছর আরিয়ানের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন পূজা।

সেখানে তিনি লিখেছিলেন, 'ওর মধ্যে বাবার বুদ্ধি, মায়ের জৌলুস আর নিজের সেন্স অফ হিউমার আছে। একজন সহৃদয় সংবেদনশীল ছেলে। জন্মদিনের শুভেচ্ছা।' আরিয়ান খানের জামিনের শুনানির প্রত্যেকদিনই আদালতে দেখা গেছে তাঁকে। আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতে কেঁদে ফেলেছিলেন পূজা দাদলানি। এমনকি পূজাই প্রথম ব্যক্তি যিনি গ্রেফতারির পর প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করেন। আইনজীবী সতীশ মানশিণ্ডে আদালতে তাঁকে খান পরিবারের সদস্য বলেই পরিচয় দেয়। পূজা শুধু শাহরুখের ছবির ম্যানেজারই নন তাঁর ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবসাই সামলান পূজা। এমনকি কলকাতা নাইট রাইডার্সেরও ম্যানেজার তিনি। ব্যক্তিগত জীবনে পূজা বিবাহিত। এক কন্যা সন্তানের মা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের করোনা আতঙ্ক; ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৯

 ৬:০০ PM     kolkata     No comments   

 

পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই যে এ ভাবে তরতর করে বাড়তে থাকবে দৈনিক সংক্রমণ, তেমনটা প্রত্যাশা ছিল না প্রশাসনের। 

শুক্রবারের পর শনিবারও কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। এক লাফে একশোরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা। কলকাতা-সহ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক।

মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক।   

শুক্রবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে ৩১৮ জন কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়েছেন। বাকি ১৩১ জন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ধরা পড়েছেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য়ে ১৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।  প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। তবে আক্রান্তদের মধ্যে ৫৫ জন এখনও কোনও টিকা নেননি। আক্রান্ত হওয়ার পরেও হাসপাতালে ভর্তি হননি ৩৫ জন। কলকাতা-সহ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সিঙ্গল টিচার পোস্টে বদলি; জটিলতা ক্রমশ বাড়ছে; চাপে প্রধান শিক্ষকরা

 ৫:০৫ PM     kolkata     No comments   

সিঙ্গল টিচার পোস্টের ক্ষেত্রে বদলি নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। আর এই নিয়ম কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে প্রধান শিক্ষকদের। এমনই অভিযোগ তুলছেন শিক্ষকদের একটা বড় অংশ। তাঁদের দাবি, আবেদনকারী শিক্ষক এবং ডিআই, দু-তরফেই তাঁরা চাপের মুখে পড়ছেন। অথচ, তাঁদের এক্ষেত্রে বিশেষ কিছু করণীয় নেই। 

ঠিক কোথায় সমস্যা হচ্ছে?

সিঙ্গল টিচার পোস্টই বা কী? বহু স্কুলেই একটি বিষয়ে একজন মাত্র শিক্ষক রয়েছেন। এটিই হল সিঙ্গল টিচার পোস্ট। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তাঁরা বদলির আবেদন করতে পারছিলেন না। কারণ, ওই একমাত্র শিক্ষক চলে গেলে সমস্যায় পড়বে স্কুল। বঞ্চিত হবে সেই স্কুলের পড়ুয়ারা। সে জন্যই এ ধরনের শিক্ষকদের বদলির আবেদন ফেরানো হচ্ছিল। তবে, এ ধরনের বহু শিক্ষকের কাতর আবেদনে সাড়া দিয়ে নিয়ম কিছুটা পরিবর্তন করে শিক্ষাদফতর। তাতে বলা হয়, এ ধরনের শিক্ষকদের আবেদন গ্রহণ করতে হবে। ডিআইরা সেই স্কুলের পার্শ্ববর্তী স্কুল থেকে ওই বিষয়ের অন্য একজন শিক্ষককে রাজি করাবেন, যাতে তিনি আবেদনকারী শিক্ষকের পরিবর্ত হিসেবে ক্লাস করেন। তিনি নিজের স্কুলে সপ্তাহের কিছুদিন এবং বদলি চাওয়া শিক্ষকের স্কুলে কয়েকদিন ক্লাস নেবেন। পরবর্তীতে সেই দায়িত্ব ডিআইয়ের বদলে প্রধান শিক্ষকদের উপরেই দেওয়া হয়। তবে, প্রধান শিক্ষকরা সেই ব্যবস্থা করতে নাজেহাল হচ্ছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে; বিস্ফোরক অভিষেক

 ৪:৩০ PM     kolkata     No comments   

 

খড়দার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে", বলে মনে করেন তিনি। এর পরে তিনি বলেন,"কিছু হলেই ইডি-সিবিআই দেখিয়ে দিচ্ছে বিজেপি।

ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন। আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আওয়াজ বেরোবে।" 

গত ২৮ অগাস্ট কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় ইডি। তাঁকে ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল। সেদিন দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, আমাকে ডাকা হয়েছিল। শুরু থেকে বলেছি, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি আছি। আমার বিরুদ্ধে ১০ পয়সার প্রমাণ পেলে ফাঁসিতে ঝুলতে রাজি। টানা ন-ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এটা ওদের কাজ। সম্মান করি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ান দিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ; স্কুল কি খুলবে ?

 ১২:৩১ AM     kolkata     No comments   

 

ফের পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী মারণ করোনা সংক্রমণ। এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছে স্কুল খোলা নিয়ে। পরিস্থিতি এরকম থাকলে আদৌ কি স্কুল খোলা সম্ভব হবে? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা। পুজোয় লাগামছাড়া ভিড়।

তার পর থেকেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই কি স্কুল খোলার সম্ভাবনা ধাক্কা খেতে পারে ? এটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় ঊনিশ মাস ধরে বাড়িতে বন্দি পড়ুয়ারা। ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, অনলাইন শিক্ষা কখনই স্কুলের বিকল্প হতে পারে?  যদিও স্কুল খোলা পিছিয়ে যাওয়ার এই আশঙ্কার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকদের বড় অংশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates