সদ্য টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা পেরিয়েছে দেশ। সরকারের দেওয়া তথ্য অনুসারে, দেশের জনসংখ্যার গরিষ্ঠ অংশই অন্তত একটি করে করোনা টিকার ডোজ পেয়ে গিয়েছেন। কিন্তু তবুও নিশ্চিত হওয়া যাচ্ছে না সংক্রমণের প্রতিরোধ নিয়ে।
সদ্য টিকাকরণে একশো কোটির লক্ষ্যমাত্রা পেরিয়েছে দেশ। সরকারের দেওয়া তথ্য অনুসারে, দেশের জনসংখ্যার গরিষ্ঠ অংশই অন্তত একটি করে করোনা টিকার ডোজ পেয়ে গিয়েছেন। কিন্তু তবুও নিশ্চিত হওয়া যাচ্ছে না সংক্রমণের প্রতিরোধ নিয়ে।
পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই যে এ ভাবে তরতর করে বাড়তে থাকবে দৈনিক সংক্রমণ, তেমনটা প্রত্যাশা ছিল না প্রশাসনের। শুক্রবারের পর শনিবারও কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। এক লাফে একশোরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা।
শুক্রবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ৪৪৯ জন।
করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামলাতে কোমর বেঁধে নামল প্রশাসন। রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের পর কোভিড বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিলেন মুখ্যসচিব। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে সাফ বার্তা, রাত্রিকালীন বিধিনিষেধে বিন্দুমাত্র ছাড় দেওয়া চলবে না। আর যে বার্তার প্রয়োগও কার্যত শুরু হয়ে গেল শনিবার থেকেই। মাস্ক না পরায় উত্তরপাড়া, ডানকুনি থেকে গ্রেফতার হলেন প্রায় শতাধিক। এর পাশাপাশি বেলাগাম সংক্রমণে রাশ টানতে ফের কনটেনমেন্ট জোন ফেরানোর নির্দেশ দিল নবান্ন। তার প্রথম ধাপ হিসেবে পজিটিভ রোগীদের চিহ্নিত করার কাজে জোর দেওয়া হয়েছে।
করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই। শনিবার সেই আশঙ্কাই যেন প্রতিফলিত হয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে। জুলাইয়ের পর রাজ্যে ফের একবার এক হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ।
মাদক মামলায় বারবার এনসিবির অফিস থেকে শুরু করে আদালতে দেখা গিয়েছে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে। গতকাল, শুক্রবার তাঁকে নোটিশ পাঠায় এনসিবি। শনিবার তাঁকে তলব করে এনসিবি। সেই মতো এনসিবির অফিসে এসে পৌঁছান তিন। জানা যায়, আরিয়ানের মেডিক্যাল হিস্ট্রি ও এডুকেশনাল সার্টিফিকেট চেয়ে পাঠিয়েছে এনসিবি। ২০১২ সালে ম্যানেজার হিসাবে শাহরুখ খানের সঙ্গে যুক্ত হন পূজা। আর তার পর থেকে শাহরুখ ও তাঁর পরিবারের সঙ্গে যুক্ত তিনি। তবে শুধু শাহরুখ নয়, গৌরী খানের সঙ্গেও তাঁর ভাল সম্পর্ক। আরিয়ানের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক পূজার। আরিয়ানের গ্রেফতারি থেকে শুরু করে এনসিবি অফিস হোক বা আদালত সবসময় আরিয়ানের পাশে থেকেছেন তিনি। গত বছর আরিয়ানের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন পূজা।
পুজোর পর সংক্রমণ বাড়বে, এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। তবে লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই যে এ ভাবে তরতর করে বাড়তে থাকবে দৈনিক সংক্রমণ, তেমনটা প্রত্যাশা ছিল না প্রশাসনের।
শুক্রবারের পর শনিবারও কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। এক লাফে একশোরও বেশি বাড়ল আক্রান্তের সংখ্যা। কলকাতা-সহ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক।
শুক্রবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১৯ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে ৩১৮ জন কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়েছেন। বাকি ১৩১ জন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ধরা পড়েছেন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য়ে ১৯৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। তবে আক্রান্তদের মধ্যে ৫৫ জন এখনও কোনও টিকা নেননি। আক্রান্ত হওয়ার পরেও হাসপাতালে ভর্তি হননি ৩৫ জন। কলকাতা-সহ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন।
সিঙ্গল টিচার পোস্টের ক্ষেত্রে বদলি নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। আর এই নিয়ম কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে প্রধান শিক্ষকদের। এমনই অভিযোগ তুলছেন শিক্ষকদের একটা বড় অংশ। তাঁদের দাবি, আবেদনকারী শিক্ষক এবং ডিআই, দু-তরফেই তাঁরা চাপের মুখে পড়ছেন। অথচ, তাঁদের এক্ষেত্রে বিশেষ কিছু করণীয় নেই।
ঠিক কোথায় সমস্যা হচ্ছে?
খড়দার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে", বলে মনে করেন তিনি। এর পরে তিনি বলেন,"কিছু হলেই ইডি-সিবিআই দেখিয়ে দিচ্ছে বিজেপি।
গত ২৮ অগাস্ট কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় ইডি। তাঁকে ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল। সেদিন দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, আমাকে ডাকা হয়েছিল। শুরু থেকে বলেছি, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি আছি। আমার বিরুদ্ধে ১০ পয়সার প্রমাণ পেলে ফাঁসিতে ঝুলতে রাজি। টানা ন-ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এটা ওদের কাজ। সম্মান করি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ান দিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি।
ফের পুজোর পর থেকে ঊর্ধ্বমুখী মারণ করোনা সংক্রমণ। এই প্রেক্ষাপটে সংশয় তৈরি হয়েছে স্কুল খোলা নিয়ে। পরিস্থিতি এরকম থাকলে আদৌ কি স্কুল খোলা সম্ভব হবে? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা। পুজোয় লাগামছাড়া ভিড়।