Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

কলকাতা পুরনিগমের নয়া নোটিশ; কলকাতায় কি জারি হবে কনটেনমেন্ট জোন?

 ৪:১৯ PM     kolkata     No comments   

 

পুজোর পরেই ফের রাজ্যে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণের গতি রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কনটেইনমেন্ট জোন।  তবে কলকাতায় এখনই কনটেইনমেন্ট জোন চাইছে না কলকাতা পুরসভা।

মাইক্রো কনটেইনমেন্ট জোন করে নোটিশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরনিগম সূত্রে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। 

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "এখনই কনটেইনমেন্ট জোন আমরা করছি না। কলকাতায় বেশিরভাগেরই ভ্যাক্সিনেশন হয়ে গেছে। তাই করোনা হলেও আতঙ্ক কম। মানুষকে সচেতন করতে আমরা ছোট ছোট মাইক্রো কনটেইনমেন্ট জোন করে নোটিশ দিচ্ছি"। 

ফিরহাদ হাকিম আরও বলেছেন, "পাশাপাশি আমরা কলকাতা পুরসভার তরফে এলাকায় জোরদার প্রচার শুরু করছি। কলকাতা পুলিশকে আমি কড়াভাবে নির্দেশ দিচ্ছি, মানুষ যাতে মাস্ক পরে এবং যতটা ভিড় এড়িয়ে চলা সম্ভব, তার জন্য পুলিশ প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আজই আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে শাহরুখ পত্নী গৌরী খান!

 ৪:০৭ PM     India     No comments   

 

এবার ছেলে আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে যাবেন শাহরুখ পত্নী গৌরী খানক। সোমবার বিকেলে আর্থার রোড জেলে যাবেন তিনি। আগামীকাল বম্বে হাইকোর্টে উঠবে আরিয়ানের জামিন মামলা। তার আগে ছেলের সঙ্গে দেখা করতে চান মা।

প্রসঙ্গত, আজই শাহরুখ-গৌরীর ৩০তম বিবাহ বার্ষিকী। কিন্তু ছেলের এই অবস্থায় মন্নতে হবে না কোনও সেলিব্রেশন। অপরদিকে, গত বৃহস্পতিবারই আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন সুপারস্টার শাহরুখ খান। কোভিড কড়াকড়ির জন্য এতদিন বন্দিদের সঙ্গে পরিজনের মুখোমুখি সাক্ষাৎ বন্ধ ছিল, বৃহস্পতিবারই তা ফের চালু হয়। জেলসূত্রে খবর, অন্যান্য বন্দির পরিজনের মতোই শাহরুখের আধার কার্ড এবং অন্যান্য নথি দেখে তবে ঢুকতে দেওয়া হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১৫ নভেম্বর খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ৩:৪৫ PM     kolkata     No comments   

 


শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক যোগ দিয়ে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরসুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, "স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে।

তার পরেই স্কুল শুরু হবে।" 

প্রায় ২০ মাস পর খুলছে স্কুল। এর পাশাপাশি কলেজ খুলতেও নির্দেশ। তবে কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে। একসঙ্গে না এনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হবে। তা নিয়ে স্পষ্ট নির্দেশনামা শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে কোন কোন ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলছে সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। যদিও সূত্রের খবর, প্রথমে নবম-দশম, একাদশ-দ্বাদশ পরে ধাপে ধাপে বাকি ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে নিয়ে আসা হবে। কলেজের ক্ষেত্রে সব ক্লাস খুললেও কোনদিন কীভাবে কোন ক্লাস হবে বা পড়ুয়াদের কীভাবে ভাগে ভাগে কলেজে আসতে হবে সে নিয়েও এখনও কোনও খসড়া চূড়ান্ত হয়নি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

করোনা সংক্রমণের রাশ টানতে নয়া ভাবনা নবান্নর!

 ১২:০১ PM     kolkata     No comments   

 

করোনা আটকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। গত ২১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে ফের কার্যকর হয়েছে রাতের বিধি। অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় চলাফেরার উপর শুরু হয়েছে কড়াকড়ি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী দিনে রাত ১১টা নয়, আরও দ-’ঘণ্টা আগেই বিধি কার্যকরের পক্ষপাতী নবান্ন। সেক্ষেত্রে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে রাতের বিধিনিষেধ জারি থাকবে।

নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। এ প্রসঙ্গে নবান্নের এক পদস্থ আমলা বলেন, দুর্গাপুজোয় করোনা বিধি মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। রাস্তায়, পুজো মণ্ডপের বাইরে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদের অধিকাংশই মাস্ক ছাড়া উৎসবে শামিল হয়েছেন। অসচেতন নাগরিকদের উদাসীনতার জন্যই আজ ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়; ভর্তি হাসপাতালে

 ১১:৫০ AM     kolkata     No comments   

 

অসুস্থ সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। আইসিইউ-তে রয়েছেন বর্ষীয়ান মন্ত্রী। সূত্রের খবর, তাঁকে কার্ডিওলজি বিভাগে ভরতি করানো হয়েছে। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন।

মন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভরতি হন এসএসকেএমে। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। ঠিক কী থেকে এমন অসুস্থতা, তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান নেতা। তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। গতকাল চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। পরে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নভেম্বরের প্রথম সপ্তাহেই স্কুল খোলার ইঙ্গিত!

 ১১:৩৩ AM     kolkata     No comments   

 

রাজ্য শিক্ষা প্রশাসনের তোড়জোড়ের পাশাপাশি করোনার নতুন দাপট, এই টানাপড়েনের মধ্যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কি ফের খুলতে চলেছে স্কুল? নিছক প্রশ্ন নয়, শনিবার স্কুলশিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের একটি ভিডিয়ো-বৈঠকের পরিপ্রেক্ষিতে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানাচ্ছেন, স্কুলশিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের শনিবারের ভিডিয়ো-সম্মেলনে বলা হয়েছে, স্কুলে স্কুলে স্যানিটাইজেশন বা জীবাণুনাশের কাজ শেষ করতে হবে ২৭ অক্টোবরের মধ্যে।

এর পাশাপাশি স্কুলের নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের অভিভাবকদের ডেকে স্কুলের জীবাণুমুক্তির তথ্যও জানাতে হবে। নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের মধ্যে যাদের আধার কার্ড এখনও বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হয়নি, তাদের ওই পোর্টালে দ্রুত আধার নম্বর আপলোড করতে বলতে হচ্ছে স্কুল-প্রধানদের। 

এই নির্দেশের মধ্যে আশার ইঙ্গিত পাচ্ছেন শিক্ষক মহলের একাংশ। তাঁদের বক্তব্য, সরাসরি স্কুল খোলার বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি এখনও। তবে দ্রুত স্কুল খোলার জন্যই শিক্ষা দফতরের বৈঠকে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সূত্রের খবর, ওই বৈঠকে আলোচনা হয়েছে মূলত ১৪টি বিষয়ে। স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানান, স্কুল খোলার আগে নবম থেকে দ্বাদশ শ্রেণির যে-সব পড়ুয়ার আধার কার্ড নেই, তাদের আধার কার্ড তৈরির কর্মসূচি নেওয়া হয়েছিল মাসখানেক আগে। কারণ, করোনার টিকা নিতে হলে আধার কার্ড গুরুত্বপূর্ণ। তখন শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল, কেন্দ্র থেকে অনুমতি মিললে স্কুল খোলার আগে নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের করোনার টিকাকরণ দ্রুত সরে ফেলা হবে। শিক্ষক মহলের একাংশের আশা, স্কুল শীঘ্রই খুলতে চলেছে বলেই নবম-দ্বাদশের পড়ুয়াদের আধার কার্ড দ্রুত পোর্টালে আপলোড করার কথা পুনরায় বলা হয়েছে।

 শিক্ষা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে আরও বলা হয়েছে, বেসরকারি স্কুলের যে-সব পড়ুয়ার মা বা বাবা করোনায় মারা গিয়েছেন, তাদের চিহ্নিত করে স্কুল-প্রধানেরা যেন দ্রুত শিক্ষা দফতরকে তা জানিয়ে দেন। যে-সব ছাত্রছাত্রীর মা বা বাবা অথবা দু-জনেই করোনায় মারা গিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি তাদের ফি মকুব করছে কি না, তা জানতে চাওয়া হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মমতাই মোদীর সব থেকে বড় দালাল; বিস্ফোরক অধীর

 ১২:৪২ AM     India     No comments   

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল এখন প্রধানমন্ত্রী মোদীর সব থেকে বড় দালাল। এমন ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অভিষেকের কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ ভোট নষ্ট করা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। বিজেপিকে খুশি করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বলে কটাক্ষ করেছেন অধীর। অধীর চৌধুরী বলেন, মোদীকে সরাতে দরকার বিরোধী জোট।

সারা দেশে ৬৩ শতাংশ ভোট বিজেপির বিরুদ্ধে। এই ৬৩ শতাংশের মধ্যে কংগ্রেসের ভোট ২০ শতাংশের মতো। তৃণমূলের ভোট ৪ শতাংশ। এই ৪ শতাংশ ভোটের পুরোটাই বাংলার। কিন্তু কংগ্রেসকে দুর্বল করতে কংগ্রেসকে ভোট না দিতে যে প্রচার করা হচ্ছে, তাতে লাভ হবে বিজেপির। তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কিছু বলছেন না। কিন্তু কংগ্রেসকে আক্রমণ করছেন। এব্যাপারে অধীর চৌধুরী ২০১৯-এর ভোটের কথা উল্লেখ করেন। সেই ভোটে বিজেপি সারা দেশে ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates