Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় খানিকটা কমল রাজ্যের সংক্রমণ!

 ১১:২৪ PM     kolkata     No comments   



গত কয়েকদিন ধরেই বাড়ছিল রাজ্যের করোনা সংক্রমণ। এবার সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০৫ জন। যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা কম। তবে কমেছে টেস্টিং-ও। পজিটিভিটি রেট ২.৭৭ শতাংশ।

একদিনে করোনার বলি হয়েছেন ১১ জন রাজ্যবাসী। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮৭ হাজার ২৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৮৬৯ জন। এদিন ১৩ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮০৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮০৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬০ হাজার ৩২৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ নিয়ে নয়া ভাবনা; দ্রুত বিজ্ঞপ্তি জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

 ৮:১৮ PM     kolkata     No comments   

বর্তমানে করোনার কারণে আটকে আছে বহু নিয়োগ। রাজ্য সচিবালয়ে আমলার সংখ্যা কম। তার ফলে বহু ক্ষেত্রে সরকারি প্রকল্প সামলাতে বহু ক্ষেত্রেই তৈরি হচ্ছে সমস্যা। তাই সরকারি প্রকল্পে গতি আনতে সচিব নিয়োগের ভাবনা রাজ্য সরকারের। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে বেসরকারি ক্ষেত্রের অভিজ্ঞদের রাজ্যের সচিবালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলার তোড়জোড় করার কথাও বললেন তিনি।

অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদারদেরই সচিবালয়ের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার একাধিক দফতরে এভাবেই আধিকারিক নিয়োগ করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট দফতরের সচিবদের অধীনেই কাজ করবেন তাঁরা। অবসরপ্রাপ্ত কিংবা বেসরকারি সংস্থার কৃতি পেশাদাররা সচিবদের অধীনস্থ হয়ে কাজ করবেন। তাঁরা জনমুখী প্রকল্পগুলি নিয়েই মূলত কাজ করবেন। আধিকারিকের ঘাটতি মেটাতে আধিকারিকদের নিয়োগের এমন সিদ্ধান্ত। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"আমার লোক নেই। অফিসার লাগবে। তাই অবসরপ্রাপ্ত বা কর্পোরেট সেক্টরের অভিজ্ঞ লোকজন নিয়োগ করবে সরকার।"  


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মচারীদের বেতনে দ্বিগুণ বোনাস!

 ৭:৫৩ PM     India     No comments   

 

কেন্দ্রীয় সরকার দীপাবলির আগে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। চলতি বছরে দীপাবলির উপহার হিসেবে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে ৩ মাসের বকেয়াও পাবেন কর্মচারীরা।

অর্থাৎ চলতি মাসেই বাড়তে চলেছে কর্মচারীদের বেতন। এই ঘোষণার পর কত বেতন বাড়বে জেনে নিন। 

কেন্দ্রীয় সরকার আবার কর্মচারীদের ডিএ ৩ শতাংশ বাড়িয়েছে, এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ৩১ শতাকংশ হারে ডিএ এবং ডিআর দেওয়া হবে।  কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তাদের মূল বেতন এবং গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির ধারণা পেতে পারেন।  

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এই বছরের ১ জুলাই থেকে মহার্ঘ ভাতার নতুন বৃদ্ধি কার্যকর হবে। এর আগে জুলাই মাসে, সরকার মহার্ঘ ভাতা (ডিএ বৃদ্ধি) ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করেছিল। এর পরে, এখন এটি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৩১ শতাংশ ডিএ পাবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রীর; এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করার নির্দেশ; কাজ পাবেন বহু বেকার

 ৬:৩৬ PM     kolkata     No comments   

 

রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে বেকারের সংখ্যা। এর পাশাপাশি করোনার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এমন সময় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করে রাজ্যের বেকারদের কাজে লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রী।

এর ফলে কাজ পাবেন এই রাজ্যের বহু বেকার। 

এদিকে, আজ উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১৫ নভেম্বরের পর থেকে করোনার বিধিনিষেধ মেনে খোলা হবে স্কুল-কলেজ। এদিন মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলেন, পুজোর মরসুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, "স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে। তার পরেই স্কুল শুরু হবে।" 

প্রায় ২০ মাস পর খুলছে স্কুল। এর পাশাপাশি কলেজ খুলতেও নির্দেশ। তবে কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে। একসঙ্গে না এনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হবে। তা নিয়ে স্পষ্ট নির্দেশনামা শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে কোন কোন ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলছে সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। যদিও সূত্রের খবর, প্রথমে নবম-দশম, একাদশ-দ্বাদশ পরে ধাপে ধাপে বাকি ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে নিয়ে আসা হবে। কলেজের ক্ষেত্রে সব ক্লাস খুললেও কোনদিন কীভাবে কোন ক্লাস হবে বা পড়ুয়াদের কীভাবে ভাগে ভাগে কলেজে আসতে হবে সে নিয়েও এখনও কোনও খসড়া চূড়ান্ত হয়নি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই করোনার সুরক্ষাবিধি মেনে পঠনপাঠন শুরু বঙ্গে!

 ৬:১৭ PM     kolkata     No comments   

আজ উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১৫ নভেম্বরের পর থেকে করোনার বিধিনিষেধ মেনে খোলা হবে স্কুল-কলেজ। এদিন মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলেন, পুজোর মরসুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, "স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে।

তার পরেই স্কুল শুরু হবে।" 

প্রায় ২০ মাস পর খুলছে স্কুল। এর পাশাপাশি কলেজ খুলতেও নির্দেশ। তবে কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে, তা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার খসড়া তৈরি করা হচ্ছে। একসঙ্গে না এনে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে আনা হবে। তা নিয়ে স্পষ্ট নির্দেশনামা শীঘ্রই জানানো হবে। একইসঙ্গে কোন কোন ক্লাসের পড়ুয়াদের জন্য স্কুল খুলছে সে সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। যদিও সূত্রের খবর, প্রথমে নবম-দশম, একাদশ-দ্বাদশ পরে ধাপে ধাপে বাকি ক্লাসের পড়ুয়াদেরও স্কুলে নিয়ে আসা হবে। কলেজের ক্ষেত্রে সব ক্লাস খুললেও কোনদিন কীভাবে কোন ক্লাস হবে বা পড়ুয়াদের কীভাবে ভাগে ভাগে কলেজে আসতে হবে সে নিয়েও এখনও কোনও খসড়া চূড়ান্ত হয়নি। 

কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার আগেই খুলে গেল হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজ কর্তৃপক্ষ গতকালই পড়ুয়াদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে কলেজ খোলার কথা জানিয়ে দেয়। তার পর আজ সেই নির্দেশিকা অনুযায়ী, পড়ুয়ারা কলেজে যান। প্রসঙ্গত, ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল ও কলেজ খুলবে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ অভিষেক

 ৬:০৭ PM     kolkata     No comments   

 

কোচবিহারের দিনহাটায় আজ দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নেমে শিলিগুড়ি থেকে কপ্টারে কোচবিহার রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিনহাটার সংহতি ময়দানে তাঁর নির্বাচনী সভায় ভাষণ দেন তিনি। 

প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তিনি। করোনা ভাইরাস, শ্যামাপোকার সঙ্গে বিজেপির তুলনা করলেন অভিষেক।

একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির 'ভ্যাকসিন' বলেও উল্লেখ করলেন। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, "মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। তাই মানুষের ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন।" এর পরই গেরুয়া শিবিরের সঙ্গে করোনা ভাইরাসের তুলনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ক্লাস সেভেনে ছাড়তে হয় পড়াশোনা; পেন বিক্রি করতেন জনি লিভার

 ৪:৪৬ PM     Entertainment     No comments   

 


জনি লিভার নামটা বেশ পরিচিত এক নাম। সম্প্রতি ষাট বছর বয়সে পা রাখলেন জনি। অন্ধ্রপ্রদেশের প্রকাসম-এ একটি খ্রিস্টান তেলেগু পরিবারে জন্ম হয়েছিল জন রাও প্রকাশ রাও জানুমালা ওরফে জনির। একসময় তাঁর পরিবার মুম্বইয়ের ধারভি অঞ্চলে চলে আসেন। তিন বোন ও দুই ভাইয়ের সঙ্গে বেড়ে জনির। তাঁর বাবা ছিলেন হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির অপারেটর। এর ফলেই সংসারে দারিদ্র্য ছিল প্রতিদের সঙ্গি। অর্থের অভাবে ক্লাস সেভেনে পড়াকালীন পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন জনি।  সেই সময় সংসার চালাতে মুম্বইয়ের রাস্তায় পেন-পেনসিল ফেরি করতেন তিনি। 

কিন্তু শৈশব থেকেই জনি অসম্ভব ভালো নকল করতে পারতেন। একটু বড় হতেই জনির বাবা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতে তাঁকে কাজে ঢুকিয়ে দেন। সেখানে জনি প্রায়ই সহকর্মীদের বিভিন্ন অভিনেতার মিমিক্রি করে দেখাতেন।

তাঁরাও জনির মিমিক্রির প্রশংসা করতেন। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছুই। একবার জনি হিন্দুস্তান ইউনিলিভারের কয়েকজন সিনিয়র অফিসারদের সামনে অফিসিয়াল ফাংশনে মিমিক্রি করে দেখিয়েছিলেন। সিনিয়র অফিসাররাই মজা করে তাঁর নাম দিয়েছিলেন জনি লিভার। 'লিভার' অর্থে হিন্দুস্তান ইউনিলিভার-এর 'লিভার'শব্দটি। 

সিনিয়র অফিসারদের সূত্র ধরে জনি ধীরে ধীরে কমেডি শোয়ের অফার পেতে থাকেন। তাঁর কমেডি শো এতটাই বিখ্যাত হতে শুরু করেছিল যে একসময় শোয়ের চাপে ১৯৮১ সালে হিন্দুস্তান ইউনিলিভারের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল জনিকে। জনিই হলেন সমগ্র ভারতবর্ষের প্রথম 'মাস পপুলার স্ট‍্যান্ড-আপ কমেডিয়ান।' 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates