Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ফের অধীরের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়!

 ১১:৩৭ PM     kolkata     No comments   

 

সম্প্রতি তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের কথা বলে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন ফের একবার অধীরের নিশানায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোকে রাজনৈতিক বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন তিনি।

গোয়া সফরে মমতা ফের একবার ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে শক্তির প্রয়োজন, তা কংগ্রেসের নেই। বিজেপি বিরোধী লড়াইয়ে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র তৃণমূলেরই রয়েছে, সেই বার্তাও দিয়েছেন মমতা। আর এরই মধ্যে আজ বিকেলে ফের একবার অধীরের নিশানায় মমতা। তৃণমূল নেত্রীকে সরাসরি আক্রমণ শানিয়ে অধীর চৌধুরী বলেন, 'নিজের পরিচয় দিতে লজ্জা করে না? আপনি দালালি করছেন। আপনি হলেন বিজেপির দালাল। আপনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। একবারও ভুল স্বীকার করেছেন?' 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কর্মচারীদের দীপাবলির উপহার; বড় সিদ্ধান্ত নিল সরকার

 ১১:২৩ PM     India     No comments   

দীপাবলির মুখে ভাল খবর। সূত্রের খবর, প্রভিডেন্ট ফান্ডের জমা আমানতে ৮.৫ শতাংশ হারেই সুদ মিলবে। কোনও কাটছাঁট না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে বৈঠকে ২০২০-২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

এ দিনের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পিএফও-র ৫ কোটি উপভোক্তা। এর আগের বৈঠকে প্রাক্তন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের নেতৃত্বে অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি, CBT) যে বৈঠক হয়, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উল্লেখিত অর্থবর্ষে পিএফ-এর আমানতের উপর ৮.৫ শতাংশ হারেই সুদ দেওয়া হবে। সূত্রের খবর, শেয়ার বাজারএবং ঋণপত্রে আশাব্যঞ্জক বিনিয়োগ হওয়ায় সরকারের পক্ষে এই পদক্ষেপ করতে সহজ হয়েছে। সাধারণ ভাবে, ইপিএফ-এর তহবিলে ৮৫ শতাংশ লগ্নি হয় ঋণপত্র। বাকি ১৫ শতাংশ শেয়ার বাজারে। গতবার কেন্দ্রীয় সরকারি সংস্থার ইটিএফ এবং শেয়ার নির্ভর প্রকল্প ব্যাপক হারে মার খায়। সে সময় অছি পরিষদ সিদ্ধান্ত নেয়, দুই কিস্তিতে সুদ মেটাবে উপভোক্তাদের। যদিও, করোনার দ্বিতীয় ওয়েভে মেরুদণ্ড ঝোঁকাতে দেখা যায়নি দালাল স্ট্রিটকে। শেষ দু-মাসে ১০ হাজার শেয়ার দর বেড়েছে সেনসেক্স সূচকের। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যে ফের দৈনিক সংক্রমণ হাজারের কাছাকাছি!

 ৯:৪০ PM     kolkata     No comments   

 

গত ২৪ ঘণ্টায় বড় কোনও বদল নেই রাজ্যের কোভিড গ্রাফে। শনিবারের  রিপোর্ট অনুযায়ী, বাংলায় একদিনে করোনা আক্রান্ত এক হাজার ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে দুই জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনা। 

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮০ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের।

এই সময়ের মধ্যে অবশ্য রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৮০ জন। 

রাজ্যে করোনার জেরে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯১ হাজার ৯৯৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৪ হাজার ৫৫৮ জন। রাজ্যে করোনার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ হাজার ১২৬ জনের। 

রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। রাজ্যের অন্য সব জেলাতেই করোনা সংক্রমণ ১০০-এর নিচে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্ট টাইম শিক্ষক নিয়োগ; আবেদন করুন ৮ নভেম্বর পর্যন্ত

 ৯:২২ PM     kolkata     No comments   

 

অনিয়মের অভিযোগে বেশ কয়েকবছর আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। প্রায় সাত বছরেও বেশি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সেই জটিলতা কাটিয়ে রাজ্যে ফের কবে যে শিক্ষক নিয়োগ হবে তা বলা বেশ কঠিন। 

এমন সময় হবু শিক্ষকদের জন্য ভাল খবর। রাজ্যের ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

শিক্ষক নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। প্রার্থী নিয়োগ করা হবে বীরভূম জেলার অন্তর্গত একালভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। বিভিন্ন বিষয়ের উপর অতিথি শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুনঃ- https://drive.google.com/file/d/1SZ9VpES2UlAuKg7y_RKWwN8JXueghhc6/view


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভারত-পাক ম্যাচের পর শামিকে হেনস্তা; মুখ খুললেন ক্যাপ্টেন কোহলি

 ৫:২৬ PM     Sports     No comments   

 

চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছিলেন মহম্মদ শামি। পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ হারে ভারতীয় দল। সেই হারের পর শামিকে কাঠগড়ায় তুলেছিলেন কিছু উগ্র সমর্থক। যেন সেই ম্যাচ ভারতীয় দল হেরেছিল একা শামির জন্যই। তার জন্য শামিকে দেশদ্রোহী, গদ্দারের মতো শব্দগুলি শুনতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করা হয় শামিকে। কিন্তু সেই ঘটনায় এতদিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিরাট কোহলি। শনিবার অবশেষে মুখ খুললেন ভারত অধিনায়ক। 

পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছ? একটু তো লজ্জা হওয়া উচিত ছিল। আমাদের তো চোখের জলে ভাসতে হল।" পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এভাবেই আক্রমণ করা হয় শামিকে।

এমনকী পাকিস্তানই যে শামির মুলুক, সে কথা বলতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ। এমন ঘটনার তীব্র নিন্দা করে ক্রিকেট মহল। বাংলার তারকার হয়ে সুর চড়ান প্রাক্তনীরা। এমনকী রাহুল গান্ধী, ওমর আবদুল্লার মতো নেতা-মন্ত্রীরাও শামির পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করেন। আর এবার এ নিয়ে মুখ খুললেন কোহলি। সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ক বলেন, "কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে নানারকম ট্রোলিং করে। ওদের সৎসাহস নেই, শিরদাঁড়াও নেই। বাইরে কী হচ্ছে না হচ্ছে, তাতে আমরা কান দিই না। আমরা একমাত্র লক্ষ্য ভাল খেলা।" এরপরই যোগ করেন, "শামির ধর্ম তুলে ট্রোল করা নিঃসন্দেহে সবচেয়ে দুঃখজনক ঘটনা।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বাভাবিকের নীচে নামল পারদ; কালীপুজোর আগেই মিলবে শীতের আমেজ

 ৫:০৬ PM     kolkata     No comments   

 

শীত আসছে বঙ্গে। তাই কালীপুজোর আগে থেকেই এবার রাতের দিকে মিলবে ঠাণ্ডার আমেজ। এবার এমন বার্তাই দিল হাওয়া অফিস। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলবে শীতের আমেজ। সেই সঙ্গে ভোরের দিকে একটু বেশি ঠান্ডার আমেজ পাবেন দক্ষিণবঙ্গবাসী।  

আলিপুর আবহারও দফতর আরও জানাচ্ছে, পুরদস্তুর শীতের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু পর্যন্ত।

দিনের তাপমাত্রা এখন আর ৩০ ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম। তবে দিনের তাপমাত্রা ২২-এর নীচে নেমে এলে, তবেই শীতকাল বলা যায়। অন্যদিকে, আগামী ১৫ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০-র উপরে উঠবে না। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ১৫-র নীচে নামলে, তবেই শীতকাল বলা যায়। তাই শীতের আমেজ টের পাওয়া গেলেও শীতের ঠান্ডা উপভোগ করার জন্য এখনও অপেক্ষা করতে হবে। 
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলের কীসের এত ভয়? প্রশ্ন আক্রান্ত তন্ময়ের

 ৪:১৯ PM     kolkata     No comments   

 

ফের নির্বাচন ঘিরে অশান্তির অভিযোগ। প্রথম দিকে শান্ত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে উপনির্বাচনের সকালে দফায়-দফায় উত্তপ্ত হল খড়দার একাধিক এলাকা। প্রথমে কল্যাণগড় বিদ্যাপীঠের বুথে তৃণমূল প্রার্থী বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা নিয়ে উত্তেজনা ছড়ায় খড়দা। এরপর বেলা বাড়তেই বাড়ল বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা। এরইমধ্য়ে পার্টি অফিসে যাওয়ার পথে দুষ্কৃতী তাণ্ডবে আক্রান্ত হলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রহড়া পার্টি অফিসে যাওয়ার সময় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে পিছন থেকে মাথায় অতর্কিতে ইট মারা হয় বলে অভিযোগ। মাথার পিছনে আঘাত পান বর্ষীয়ান সিপিআইএম নেতা।

এরপর পার্টি অফিসে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন তিনি। চিকিৎসারত অবস্থায় আহত তন্ময় প্রশ্ন করেন, "আমার মনে হয় না, এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। গতকালও আমার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতার কথা হয়েছে। আমাদের প্রার্থীর এজেন্টের সঙ্গে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছিলেন এরকম কোনও ঘটনা ঘটবে না।" 

তাহলে নিজের উপর হামলা প্রসঙ্গে তন্ময়বাবু বলেন, "এটা তৃণমূলের পাড়ার কিছু মস্তানের কাজ। ওরা আমাদের পোলিং এজেন্টদের বুথে বসতে দেয়নি।" অর্থাৎ তাঁর উপর হামলা হলেও তৃণমূলের নেতাদের কাঠগড়ায় তুলতে নারাজ সিপিআইএমের প্রাক্তন বিধায়ক। একইসঙ্গে তাঁর প্রশ্ন, "২১৫ আসনের পরেও তৃণমূলের কীসের এত ভয় ?" তন্ময় ভট্টাচার্যের উপর হামলাকে 'বিচ্ছিন্ন ঘটনা' আখ্যা দিয়েও ঘটনার নিন্দায় সরব হয়েছেন খড়দা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। তিনি বলেন, "শাসক কিংবা প্রধান বিরোধী কেউই এই ঘটনার দায় এড়াতে পারে না।" অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates