Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার; বিশ্বকাপে প্রবল চাপে ভারত

 ১০:৫৫ PM     Sports     No comments   

 


এ কোন ভারত? এ কি টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে থাকা টিম ইন্ডিয়া? এই দলকেই কি সমীহ করে চলে গোটা দুনিয়া? এই ভারতের শুধু প্রথম একাদশই নয়, রিজার্ভ বেঞ্চও বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে যে কোনও মুহূর্তে।

এদিন বিশ্বকাপে তো সেই টিম ইন্ডিয়ার কোনও ছিটেফোঁটাও দেখা গেল না। ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১১১ রান তুলে নিলেন কেন উইলিয়ামসনরা। 

টসে জিতেই প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে ভরাডুবির পর আজ দলে দুটো পরিবর্তন আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদবকে সরিয়ে ঈশান কিশান আর ভুবনেশ্বর কুমারের বদলে শার্দূল ঠাকুরকে খেলানো হয়। ব্যাটিং অর্ডারেও বদল আনে থিঙ্ক ট্যাঙ্ক। ওপেনিংয়ে রাহুলের সঙ্গে পাঠানো হয় ঈশান কিশানকে। তবে তাতেও ব্যাটিং বিপর্যয়ের ছবি পাল্টায়নি। বোল্ট-সাউদিদের পেস অ্যাটাকে ৪০ রানেই ৩ উইকেট হারায় ভারত। ঈশান কিশান করেন ৪ রান। রাহুলের সংগ্রহ ১৮ আর তিনে ব্যাট করতে নেমে রোহিত করেন ১৪ রান। পাকিস্তানের বিরুদ্ধে রান পেলেও আজ ব্যর্থ ক্যাপ্টেন বিরাট কোহলি। ইশ সোধির বলে আউট হন ৯ রানে।  শুধু বোল্ট-সাউদির পেস অ্যাটাক নয়, সোধির ঘূর্ণিতেও বেসামাল হন পন্থ, হার্দিকরা। রবীন্দ্র জাডেজার সৌজন্যে স্কোর ১০০ পেরোয়। ঋষভ পন্থ আউট হন ১২ রানে। হার্দিক করেন ২৩ রান। ২৬ রানে অপরাজিত থাকেন জাডেজা। ২০ ওভারে ১১০ রান তোলে ভারত। যে ভাবে একের পর এক উইকেট ছুড়ে এলেন রাহুল, রোহিত, বিরাটরা তাতে ভবিষ্যতের টিম ইন্ডিয়াকে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। যদিও ১৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১১১ রান তুলে নিলেন কেন উইলিয়ামসনরা।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল সরকার; বোনাস সহ বেতন বাড়ল কর্মচারীদের

 ৭:২৮ PM     India     No comments   

 


২৮,০০০ টাকা বোনাসের পাশাপাশি বেতন সংশোধন। দীপাবলির আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাঙ্গানিজ অর ইন্ডিয়া লিমিটেডের (এমওআইএল) কর্মীদের জোড়া সুখবর শোনাল নরেন্দ্র মোদীর সরকার। কর্মীদের এই বেতন সংশোধনের বিষয়টি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি এবং ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এমওআইএল কর্মীদের সংগঠন এবং পরিচালন সমিতির মধ্যে যে মউ স্বাক্ষরিত হয়েছিল, তার ভিত্তিতে ১০ বছরের জন্য বেতন সংশোধন করা হয়েছে। যা ২০১৭ সালের ১ অগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত কার্যকর হবে। তার ফলে প্রায় ৫,৮০০ কর্মী লাভবান হবেন।

সেজন্য বছরে বাড়তি ৮৭ কোটি টাকা খরচ হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। 

বেতন বৃদ্ধির পাশাপাশি দীপাবলির বোনাসও ঘোষণা করা হয়েছে এমওআইএল কর্মীদের জন্য। ইস্পাত মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'দীপাবলির আগেই সমস্ত কর্মীকে ২০২০-২১ অর্থবর্ষের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসেবে ২৮,০০০ টাকা দেওয়া হবে।' উল্লেখ্য, 'প্রোডাক্টিভিটি' বোনাসের অর্থ হল যে চাকরির ক্ষেত্রে কোনও একজন কর্মীর কতটা ভালো কাজ করছেন, তা পরিমাপ করা হয়। যেমন - রেল, কয়লা ইত্যাদি ক্ষেত্রের কর্মীরা সেই 'প্রোডাক্টিভিটি' বোনাস পান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত রাজীবকে কেন দলে নেওয়া হল জানি না: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 ৭:১১ PM     kolkata     No comments   

 


বিধায়ক পদ থেকে ইস্তফার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বিধানসভা ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি যোগের পরও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখলেই, প্রতিবাদ করতে ছাড়েননি রাজীব। বারবার বুঝিয়েছিলেন, দলত্যাগ করলেই কিছু সম্পর্ক শেষ হয় না। ৯ মাস পর তৃণমূলে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজীব। তাঁকে গোটা ভারতের 'মা' বলে সম্বোধন করলেন প্রাক্তন বনমন্ত্রী। রবিবার ত্রিপুরার সভায় তৃণমূলে যোগদানের পরই বিজেপি যোগের জন্য বারবার ক্ষমা চেয়েছেন রাজীব। জানিয়েছেন, তিনি লজ্জিত। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে।

কটাক্ষ করে বলেছেন, বিজেপি কোনওদিনই মানুষের জন্য ভাবেনি। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যই কাজ করেন। ঠিক মায়ের মতো করে আগলে রাখেন রাজ্যবাসীকে। রাজীবের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় দেবী, গোটা ভারতের মা।" এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 'যুব আইকন' বলে সম্বোধন করেন রাজীব। বলেন, "অভিষেকই একদিন নেতৃত্ব দেবে ভারতে।" 

এদিকে রাজীবের এই 'ঘরে ফেরা' নিয়ে খুশি হতে পারছেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তীব্র কটাক্ষ করেছেন রাজীবকে। বলেন, "তৃণমূলে থাকতে হলে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তবে আমি জানি না এরকম একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোককে কেন দলে নেওয়া হল। "পাশাপাশি, রাজীব ঘরে ফেরার খবরে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে কিছুটা অভিমানী সুরেই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার লাইন ধার করে তিনি বললেন, "কেউ কথা রাখেনি"। 

এখানেই থামেননি কল্যাণ। সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এদিন রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, "নির্বাচনের সময় ডোমজুড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজীবের কলকাতায় তিনটে বাড়ি আছে। ওর টাকা দুবাইয়ে খাটে। তা সত্ত্বেও তাঁকে কেন দলে ফিরিয়ে নেওয়া হল তা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, দলের কোনও কর্মীর মনে আঘাত দিয়ে কোনও বিশ্বাসঘাতককে দলে ফেরত নেওয়া হবে না। আমিও একজন দলের কর্মী, সাংসদ তো নিশ্চয়ই। তৃণমূল করলে নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে হবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতের মা: রাজীব

 ৬:৪৩ PM     kolkata     No comments   

 

বিধায়ক পদ থেকে ইস্তফার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বিধানসভা ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি যোগের পরও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দেখলেই, প্রতিবাদ করতে ছাড়েননি রাজীব। বারবার বুঝিয়েছিলেন, দলত্যাগ করলেই কিছু সম্পর্ক শেষ হয় না।

৯ মাস পর তৃণমূলে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজীব। তাঁকে গোটা ভারতের 'মা' বলে সম্বোধন করলেন প্রাক্তন বনমন্ত্রী। রবিবার ত্রিপুরার সভায় তৃণমূলে যোগদানের পরই বিজেপি যোগের জন্য বারবার ক্ষমা চেয়েছেন রাজীব। জানিয়েছেন, তিনি লজ্জিত। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। কটাক্ষ করে বলেছেন, বিজেপি কোনওদিনই মানুষের জন্য ভাবেনি। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যই কাজ করেন। ঠিক মায়ের মতো করে আগলে রাখেন রাজ্যবাসীকে। রাজীবের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় দেবী, গোটা ভারতের মা।" এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 'যুব আইকন' বলে সম্বোধন করেন রাজীব। বলেন, "অভিষেকই একদিন নেতৃত্ব দেবে ভারতে।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আগরতলায় অভিষেকের সভাতে রাজীব; জল্পনা তৃণমূলে প্রত্যাবর্তনের

 ১২:৫১ PM     kolkata     No comments   

 


রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। আর এই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফের তৃণমূলে যোগদানের সম্ভাবনা।

বহু দিন ধরে তৃণমূলের সঙ্গে থাকার পর, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর দলবদলের সম্ভবনায় যাঁর নাম সবথেকে বেশি চর্চায় সে রাজীব বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনের আগে নাম লিখিয়েছিলেন বিজেপি-তে। ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকেই পুরনো দলের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই ফের তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন বলে গুঞ্জন। কিন্তু আপত্তি উঠছিল দলের অন্দরেই। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েই শনিবার ত্রিপুরা এসেছেন রাজীব। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুরু হচ্ছে লোকাল; চলছে চূড়ান্ত পর্বে স্যানিটাইজেশন

 ১২:০৪ AM     kolkata     No comments   

 

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। এরই প্রেক্ষিতে হাওড়ার বামুনগাছি EMU রেল ইয়ার্ডে  দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা। প্রায় সমস্ত লোকাল ট্রেনকে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদের বসার আসনের পাশাপাশি লোকাল ট্রেনের কামরায় সব ধরনের হাতল ও চালকের কেবিনে স্যানিটাইজ করা হচ্ছে।  লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সময়ে কেশ কয়েকটি বিষয়ে নজর দিচ্ছে রেল।  

১। স্যানিটাইজেশন- ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার আগে ট্রেনের কামরা স্যানিটাইজ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল।

হাওড়া ডিভিশনের বামনুগাছি ইএমইউ রেল ইয়ার্ডে শনিবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। ট্রেনের হাতলের পাশাপাশি চালক এবং গার্ডের কেবিনও স্যানিটাইজ করা হচ্ছে। 

২। দূরত্ববিধি-  ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য। ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি যাতে বজায় থাকে সে জন্য চেষ্টার খামতি রাখছেন না রেলকর্মীরা। দু-টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হচ্ছে, যাতে ওই আসনে যাত্রীরা না বসেন। 

৩। সচেতনতা প্রচার- স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল। সকল যাত্রী যাতে কোভিডবিধি মেনে চলেন সে জন্য স্টেশনে স্টেশনে মাইক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

আদালতের রায়ে রবিবারই আগরতলায় সভা অভিষেকের!

 ১১:৫১ PM     kolkata     No comments   

আদালতের হস্তক্ষেপে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে জটিলতা কাটল। ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে আগরতলার রবীন্দ্র ভবনের সামনেই রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে। তবে কোভিড বিধি মেনে ওই সভায় সর্বাধিক পাঁচশো জন উপস্থিত থাকতে পারবেন।

রাত সাড়ে ৯টায় তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দিল,রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারবেন। তবে করোনার কারণে ৫০০ জনের বেশি থাকতে পারবেন না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করেন,"ত্রিপুরা হাইকোর্টের রায়। সরকার ও পুলিশের বাধা চক্রান্ত ছিল দিনভর। রাতে শুনানির পর রায়- রবিবার রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। কোর্টের শর্ত- তৃণমূল ৫০০ জনের বেশি রাখতে পারবে না। রাজ্য সরকারের আপত্তি গ্রাহ্য হয়নি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates