গড়িয়াহাটের কাঁকুলিয়ায় শিল্পকর্তা এবং তাঁর গাড়িচালক খুনে ধৃত মূল অভিযুক্ত ভিকি। তার সঙ্গী শুভঙ্কর মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ে একটি নির্মীয়মাণ বহুতলের পার্কিং লট থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাদের গ্রেফতার করে।
গড়িয়াহাটের কাঁকুলিয়ায় শিল্পকর্তা এবং তাঁর গাড়িচালক খুনে ধৃত মূল অভিযুক্ত ভিকি। তার সঙ্গী শুভঙ্কর মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ে একটি নির্মীয়মাণ বহুতলের পার্কিং লট থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাদের গ্রেফতার করে।
করোনা-আবহে প্রায় ২০ মাসের মধ্যে দ্বিতীয় বার স্কুল খুলতে চলেছে। কিন্তু গত তিন মাসে রাজ্যের ১৪ হাজার ১৯৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের চরিত্রে অনেকটাই বদল গিয়েছে। সৌজন্যে উৎসশ্রী পোর্টাল। বিকাশ ভবন সূত্রের খবর, ইতিমধ্যে সাড়ে আট হাজার শিক্ষক-শিক্ষিকার বদলি প্রক্রিয়া কার্যকরী হয়েছে 'উৎসশ্রী'তে আবেদনের উপর ভিত্তিকরে।
যে সব স্কুল থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা অন্যত্র সাধারণ বদলি নিয়ে চলে গিয়েছেন, সেখানে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে নবম থেকে দ্বাদশের একাধিক সেকশনের ক্লাসগুলিকে দুই বা ততোধিক ভাগ করে ক্লাস নেওয়া হবে কী ভাবে, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
যে-সব স্কুলে চারটি ক্লাসেই পড়ুয়ার সংখ্যা ৯০০ থেকে ১২০০, সেখানে প্রয়োজনীয় শিক্ষক না-থাকলে কী ভাবে ক্লাস করা হবে, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। রাজ্যের বহু স্কুলেই নবম-দ্বাদশে পড়ুয়ার সংখ্যা হাজারেরও বেশি। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে নবম থেকে দ্বাদশে ২২০০ পড়ুয়া। ১৪টি শিক্ষক পদ ফাঁকা। দীর্ঘ দিন নেই বায়ো সায়েন্স ও রসায়নের শিক্ষক। বদলিতে চলে গিয়েছেন ইতিহাসের শিক্ষকও। বলে রাখা ভাল, শেষ ১০ বছরে ১৪ হাজারের বেশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছে মাত্রই দু-বার।
আরও মহার্ঘ হল গ্যাস। কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বাড়ল অনেকটাই। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২৬৬ টাকা। নতুন বর্ধিত দাম কার্যকর হবে সোমবার থেকে। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সোমবার থেকে ২০০০.৫০ টাকা হবে যা আগে ১৭৩৪ টাকা ছিল। তবে আশার খবর হল যে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায়নি।
প্রায় ১৭ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং। গত ১৩ অক্টোবর দিল্লির এইমস হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন। গত ১৩ অক্টোবর দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছিল মনমোহন সিংকে। জানা গিয়েছিল, জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর।
প্রায় কুড়ি মাস পরে রাজ্য বিধানসভায় ফিরতে চলেছে প্রশ্নোত্তর পর্ব। আজ অর্থাৎ ১ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন পর্বেই ফিরছে প্রশ্নোত্তর পর্ব। তেমনই খবর পাওয়া গিয়েছে বিধানসভা সূত্রে।
২০২০ সালের ২২ মার্চ জনতা কারফিউ শুরু হয়েছিল দেশজুড়ে। ওই বছরই বঙ্গে ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা হয়েছিল। আর ঠিক তার এক সপ্তাহ আগেই বিধানসভায় বন্ধ হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। ২০২০ সালের ১৬ মার্চ সোমবার সেই পর্ব বন্ধ হয়েছিল। আর এখনও পর্যন্ত যা খবর, ২০২১ সালের ২ নভেম্বর, মঙ্গলবার বিধানসভায় ফিরতে চলছে প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যেই তার প্রস্তুতি সারা হয়েছে। প্রশ্ন জমা দিতেও শুরু করেছেন বিধায়করা।
ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারই সমস্ত প্রশ্নের নিরসন ঘটাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হবে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।
নিঃসন্দেহে চলতি শিক্ষাবর্ষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ পড়ুয়াদের জন্য।
মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। আগামী বছর কবে থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুরু হবে, রুটিনই বা কেমন হবে, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে হাজার প্রশ্ন পড়ুয়াদের। সোমবার সমস্ত প্রশ্নের জবাব পাবেন পরীক্ষার্থীরা।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলি তো বটেই, যত শীঘ্র সম্ভব দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শুরু করতে আগ্রহী নরেন্দ্র মোদীর সরকার। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তরফে ইতিমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। কী ভাবে দ্রুত এই নয়া কোর্স চালু করা যায়, তার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যদেরও শলা-পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
তবে তার জন্য ৩ বছরের স্নাতক কোর্স তুলে দিতে হবে না। সমান্তরাল ভাবে দু-টি কোর্স চালিয়ে নিয়ে যেতে পারবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি। তাতে পড়ুয়ারাও নিজেদের পছন্দ মতো কোর্স বেছে নেওয়ার সুযোগ থাকবে। তাই আর সময় নষ্ট করলে চলবে না। দেশের ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৩ ও ৪ বছরের স্নাতক কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্স চালু নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে।