কালীপুজোয় পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে এই অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট রাজ্যকে মনে করিয়ে দিয়েছে, কোনওভাবেই যেন নিষিদ্ধ বাজি বাজারে বিক্রি না হয়।
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
ঘাসফুলের চারে চার; বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের
বিজেপির সবাইকে জানাই খুব শুভ দীপাবলি। বঙ্গের চার আসনে উপনির্বাচনে তৃণমূলের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর এভাবেই বিজেপিকে বিদ্রুপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জয় প্রকৃত অর্থেই শব্দবাজিহীন দীপাবলি বলে কটাক্ষ করেছেন তিনি।
মঙ্গলবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশিত হল।
বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রে গেরুয়া প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন মোটে ২৫ হাজার ৪৮৬ ভোট। সেখানে ১৯ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। ব্যবধান লক্ষাধিক। তাৎপর্যপূর্ণভাবে এবার বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাও মাত্র ৫৭ ভোটে। কিন্তু তিনি সাংসদ পদ ছাড়েননি। বদলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কেন্দ্রের উপনির্বাচনে নিশীথ প্রামাণিকের নিজের বুথেই হেরেছে বিজেপি। সেই বুথে বিজেপির প্রাপ্ত ভোট মোটে ৯৫। বিজেপির চেয়ে ২৭৫ ভোট বেশি পেয়েছে তৃণমূল। এমনকী, বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথে জয় পেয়েছে তৃণমূল। যা দেখে রাজনৈতিক মহল বলেছে, উত্তরবঙ্গে শক্তঘাঁটিতেও টলমল বিজেপির সংগঠন। যা চব্বিশের লোকসভা ভোটের আগে ভাবাচ্ছে বিজেপিকে। লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও।
শান্তিপুর থেকে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কিন্তু তিনি সাংসদ পদ ছাড়েননি। তাই এই কেন্দ্রে ভোট হয়। মতুয়াগড়ে বিজেপির সেই শক্তঘাঁটিতেও ফুটেছে ঘাসফুল। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন ৬৩ হাজার ৮৯২ ভোটে। সবমিলিয়ে ভোটের ময়দানে বিজেপিকে 'হোয়াইট ওয়াশ' করল তৃণমূল।
সোমবার, ১ নভেম্বর, ২০২১
দিওয়ালির আগে নিয়ন্ত্রণে রাজ্যের দৈনিক সংক্রমণ!
দুর্গাপুজোর পর রাজ্যের কোভিড গ্রাফ রীতিমতো চিন্তা বাড়িয়েছিল আমজনতার। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে খানিকটা স্বস্তি। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। একইসঙ্গে কমেছে মৃত্যুও। একদিনে করোনার বলি রাজ্যের মাত্র ৮ জন।
তৃণমূলের চেয়ে নাস্তিক সিপিএম ভাল ছিল: শুভেন্দু অধিকারী
বিজেপিতে যোগ দেওয়ার পরে বহুবার তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূলকে সিপিএমের সঙ্গে তুলনা করে শুভেন্দু অধিকারী এগিয়ে রেখেছেন বামেদের। এমনকী ভোট প্রচারে গিয়ে এও বলেছেন বামেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে একুশের ভোটবাক্সে ভোটটা দিতে হবে বিজেপিকে। সেই শুভেন্দু অধিকারী এদিন ফের তুলনা টানলেন তৃণমূল ও সিপিএমের।
বিনামূল্যে রেশন পাঠানো বন্ধ করল কেন্দ্র; ক্ষুব্ধ রেশন ডিলাররা
অক্টোবরেই বন্ধ করে দিল কেন্দ্রীয় প্রকল্প PMGKY বা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অর্থাৎ বিনামূল্যে রেশন পাঠানো। এমনটাই অভিযোগ। তাতে ক্ষুব্ধ রেশন ডিলারদের একটা বড় অংশ। খাদ্যশস্য পাঠানো এবং প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
ফের শুরু হবে দুয়ারে সরকার; দিন ঘোষণা মমতার
বিধানসভা নির্বাচনের আগেই 'দুয়ারে সরকার' নামক কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার শিবিরও করা হয়।
সোমবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, "১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার"। এর আগে ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলতে শোনা যায় যে, "উপনির্বাচনের জেরে দুটি এলাকায় দুয়ারে সরকার পুরো করতে পারিনি। কালীপুজোর পর ফের শুরু হবে।" যদিও সেই সময় কোনও দিন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী।
দুয়ারে সরকারের প্রকল্পে নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করেন মহিলারা। তার জন্য দরখাস্ত দিতে হয়। এর মাধ্যমে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাচ্ছে এই প্রকল্পটিতে।
আগামী বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক শুরু, ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক
২০২২ সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার একটি সাংবাদিক বৈঠক করে পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
২০২২ সালের মাধ্যমিকের সূচিঃ-
৭ মার্চ বাংলা
৮ মার্চ ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌত বিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়
উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষাঃ-
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, করোনা পরিস্থিতির জন্য এবার হোম সেন্টারেই পরীক্ষা হবে। অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষার দিনগুলি হল ২, ৪, ৫, ৮, ৯, ১১, ১৩, ১৬, ১৮, ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকে মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা হবে। একই দিনে একাদশ শ্রেণির পরীক্ষাও শুরু হচ্ছে। ৬০টি বিষয়ে হবে পরীক্ষা। সকাল ১০ টা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা, চলবে ১টা ১৫ মিনিট পর্যন্ত। একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ২ টো থেকে চলবে ৫টা ১৫মিনিট পর্যন্ত। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে স্কুলগুলিতেই। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা।